রাজকোট, 27 সেপ্টেম্বর: বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা মহম্মদ সিরাজকে দলে ফিরিয়েও অজিদের 'ক্লিন সুইপ' করতে পারল না ভারত ৷ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 66 রানে হারল টিম ইন্ডিয়া ৷ 8 অক্টোবর চিপকে বিশ্বকাপে রোহিতদের প্রথম প্রতিপক্ষ এই অজিরা ৷
বাইশ গজের বিশ্বযুদ্ধের আগে অজিদের বিরুদ্ধে 3-0 সিরিজ জিততে মরিয়া ছিল টিম ইন্ডিয়া ৷ রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করে প্রথম দুটি ম্যাচে অজিদের হারিয়ে সিরিজ পকেটে পুরেছিল ভারতীয় দল ৷ কিন্তু বুধবার রাজকোটে সিরিজের শেষ ম্যাচ পুরো শক্তির দল নিয়েও জিততে ব্যর্থ রোহিত অ্যান্ড কোং ৷ কিন্ত এদিন হেরেও 2-1 সিরিজ পকেটে পুরে নিল ভারত ৷
353 রান তাড়া করতে নেমে 286 রানে থেমে যা ভারতীয় ইনিংস ৷ অজি অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের ঘূর্ণিতে লড়াই থেমে যায় ভারতীয় ব্যাটারদের ৷ চোট সারিয়ে জুলাইয়ের পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে নেমে বল হাতে সফল ম্যাক্সি ৷ ব্যাট হাতে মাত্র 5 রান করলেও বল হাতে এদিন ভেলকি দেখান এই অজি অল-রাউন্ডার ৷ 10 ওভারে 40 রান খরচ করে 4টি উইকেট তুলে নেন ম্যাক্সওয়েল ৷ তাঁর স্পিনের মায়াজালে বন্দি হয়ে 65 রানের আগেই লড়াই থেমে যায় ভারতীয় ব্যাটারদের ৷
সাড়ে তিনশোর বেশি রান তাড়া করতে নেমে রোহিতের সঙ্গে ওয়াশিংটন সুন্দরকে দিয়ে ওপেন করিয়ে ফাটকা খেলার চেষ্টা করেছিল ভারতীয় থিঙ্কট্যাঙ্ক ৷ কিন্তু 30 বলে মাত্র 18 রান করে ড্রেসিংরুমে ফেরেন সুন্দর ৷ তারপর ক্যাপ্টেন রোহিতের সঙ্গে বিরাটের লড়াই ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যায় ৷ কিন্তু রোহিত ও বিরাট দু'জনকেই তুলে নিয়ে ভারতের লড়াই থামিয়ে দেন ম্যাক্সওয়েল৷ 57 বলে 81 রানের দুরন্ত ইনিংস খেলেন রোহিত ৷ ইনিংসে 6টি ছয় ও পাঁচটি বাউন্ডারি হাঁকিয়ে শেষ পর্যন্ত ম্যাক্সওয়েলের হাতে ‘কট অ্যান্ড বোল্ড’ হন ভারত অধিনায়ক ৷ বিরাটের 56 রান আসে 61 বলে পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৷
তারপর শ্রেয়স আইয়ার ও সিরিজের প্রথম দুই ম্যাচের নেতা লোকেশ রাহুল লড়াই জারি রাখলেও শেষরক্ষা হয়নি ৷ ব্যক্তিগত 48 রানে শ্রেয়সকে বোল্ড করে ম্যাক্সওয়েল বুঝিয়ে দেন বিশ্বকাপে ভারতের মাটিতে তাঁর স্পিন কতটা কার্যকর হতে চলেছে ৷ রাহুল 26 ও রবীন্দ্র জাদেজার 35 রান জয়ের ব্যবধান কমালেও শেষরক্ষা হয়নি ৷ 49.4 ওভারে থেমে যায় ভারতীয় ইনিংস ৷
আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে ভারতে পা-রাখল পাকিস্তান
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে ভারতের সামনে 353 রানের টার্গেট রাখে অস্ট্রেলিয়া ৷ ডেভিড ওয়ার্নার (56) ও মিচেল মার্শের (96) দুরন্ত ওপেনিং পার্টনারশিপের পর স্টিভ স্মিথ (74) ও মার্নাশ ল্যাবুশানের (72) হাফ-সেঞ্চুরি অজিদের বড় রানে পৌঁছে দেয় ৷