ETV Bharat / sports

Ind Vs Eng : 19 বছর পর হেডিংলিয়ে ভারত, অচেনা মাঠে চ্যালেঞ্জ কোহলিদের - ind vs eng third test

25 অগস্ট থেকে লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ৷

indian cricket team started practice session in Headingley
indian cricket team started practice session in Headingley
author img

By

Published : Aug 23, 2021, 2:39 PM IST

লিডস, 23 অগস্ট : লর্ডসের মাঠে ভারতীয় দলের বিরাট জয়ের রেশ এখনও কাটেনি ৷ তারই মধ্যে হেডিংলিয়ে তৃতীয় টেস্টের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ল বিরাট ব্রিগেড ৷ রবিবার থেকে হেডিংলিয়ের 22 গজে অনুশীলনে নেমে গা ঘামালেন অধিনায়ক বিরাট কোহলি ৷ হেডিংলিয়ের নেট মাতালেন ইশান্ত শর্মা, মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিনরা ৷ অনুশীলনে দেখা গেল রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থদেরও ৷ আগামী 25 অগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট ৷

বৃষ্টির কারণে সিরিজ়ের প্রথম টেস্ট ড্র হয়েছে ৷ জো রুটদের হারিয়ে লর্ডসে দ্বিতীয় টেস্ট কোহলিরা জিতে নিয়েছেন 151 রানে ৷ 1-0তে এগিয়ে থেকে হেডিংলিতে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় দল ৷ এই মাঠের সঙ্গে ভারতের মধুর স্মৃতি জড়িয়ে থাকলেও বর্তমান ক্রিকেট দলের একজন সদস্যেরও হেডিংলিয়ে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই ৷ তাই দলের সদস্যরা দুরন্ত ফর্মে থাকলেও হেডিংলিয়ের অচেনা 22 গজে ভারতীয় দল যে একটু চাপে থাকবে তা বলাই যায় ৷

আরও পড়ুন : Afghan Cricket Under Taliban : তালিবান ফিরতেই আফগান ক্রিকেট বোর্ডে বড়সড় রদবদল

লিডসের এই মাঠে শেষবার সাদা জার্সিতে ভারতীয় দল খেলেছিল 2002 সালে ৷ 19 বছর আগের সেই শেষ টেস্ট অবশ্য ভারতীয় সমর্থকরা বারবার ফিরে দেখতে চাইবেন ৷ যে দলে ছিলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহওয়াগ, অনিল কুম্বলেরা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সেটিও ছিল সিরিজ়ের তৃতীয় টেস্ট ৷ এক ইনিংসে ভারতীয় দলের বিগ থ্রি-র ব্যাট থেকে এসেছিল শতরান ৷ সচিন তেন্ডুলকর (193), রাহুল দ্রাবিড় (148) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (128) রান করেন ৷ ইনিংস এবং 46 রানে সেই টেস্ট জিতেছিল ভারত ৷

লিডস, 23 অগস্ট : লর্ডসের মাঠে ভারতীয় দলের বিরাট জয়ের রেশ এখনও কাটেনি ৷ তারই মধ্যে হেডিংলিয়ে তৃতীয় টেস্টের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ল বিরাট ব্রিগেড ৷ রবিবার থেকে হেডিংলিয়ের 22 গজে অনুশীলনে নেমে গা ঘামালেন অধিনায়ক বিরাট কোহলি ৷ হেডিংলিয়ের নেট মাতালেন ইশান্ত শর্মা, মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিনরা ৷ অনুশীলনে দেখা গেল রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থদেরও ৷ আগামী 25 অগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট ৷

বৃষ্টির কারণে সিরিজ়ের প্রথম টেস্ট ড্র হয়েছে ৷ জো রুটদের হারিয়ে লর্ডসে দ্বিতীয় টেস্ট কোহলিরা জিতে নিয়েছেন 151 রানে ৷ 1-0তে এগিয়ে থেকে হেডিংলিতে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় দল ৷ এই মাঠের সঙ্গে ভারতের মধুর স্মৃতি জড়িয়ে থাকলেও বর্তমান ক্রিকেট দলের একজন সদস্যেরও হেডিংলিয়ে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই ৷ তাই দলের সদস্যরা দুরন্ত ফর্মে থাকলেও হেডিংলিয়ের অচেনা 22 গজে ভারতীয় দল যে একটু চাপে থাকবে তা বলাই যায় ৷

আরও পড়ুন : Afghan Cricket Under Taliban : তালিবান ফিরতেই আফগান ক্রিকেট বোর্ডে বড়সড় রদবদল

লিডসের এই মাঠে শেষবার সাদা জার্সিতে ভারতীয় দল খেলেছিল 2002 সালে ৷ 19 বছর আগের সেই শেষ টেস্ট অবশ্য ভারতীয় সমর্থকরা বারবার ফিরে দেখতে চাইবেন ৷ যে দলে ছিলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহওয়াগ, অনিল কুম্বলেরা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সেটিও ছিল সিরিজ়ের তৃতীয় টেস্ট ৷ এক ইনিংসে ভারতীয় দলের বিগ থ্রি-র ব্যাট থেকে এসেছিল শতরান ৷ সচিন তেন্ডুলকর (193), রাহুল দ্রাবিড় (148) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (128) রান করেন ৷ ইনিংস এবং 46 রানে সেই টেস্ট জিতেছিল ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.