তিরুঅনন্তপুরম, 25 নভেম্বর: প্রথম টি-20 ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 209 রান তাড়া করে জিতেছে ভারত ৷ ব্যাটাররা তাঁদের কাজ করেছেন দ্বিতীয় ইনিংসে ৷ কিন্তু, প্রথম ইনিংসে বোলারদের পারফর্ম্যান্স ভাবাচ্ছে ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে খেলা ভারতীয় দলকে ৷ একমাত্র মুকেশ কুমার এবং অক্ষর প্যাটেল বাদে কোনও বোলারই জস ইংলিস এবং স্টভি স্মিথের সামনে জায়গায় বল রাখতে পারেননি ৷ পাঁচ বোলারে খেলা ভারতীয় দলে আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা এবং রবি বিষ্ণোই কোনও প্রভাবই ফেলতে পারেননি ৷
পাঁচ ম্যাচের টি-20 সিরিজে ভারত 1-0 ফলাফলে এগিয়ে রয়েছে ৷ এবার ম্যাচ কেরলের তিরুঅনন্তপুরমে ৷ সেখানেও বিশাপত্তনমের মতো ব্যাটিং সহায়ক উইকেট থাকবে বলেই ধরা হচ্ছে ৷ কিন্তু, বিশাখাপত্তনমে আর্শদীপ উইকেট পাননি ৷ তিনি 4 ওভারে 41 রান দিয়েছেন ৷ প্রসিদ্ধ কৃষ্ণা এক উইকেট পেলেও 4 ওভারে 50 রান দিয়েছেন ৷ সেখানে রবি বিষ্ণোই 4 ওভারে 54 রান দিয়ে 1 উইকেট দিয়েছেন ৷ তিনজনের বোলিং ইকনমি যথাক্রমে 10.20, 12.50 ও 13.50 ৷
উলটোদিকে অক্ষর প্যাটেল হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে জাতীয় দলে ফিরে কোনও উইকেট পাননি ৷ তবে, 4 ওভারে আটের ইকনমিতে 32 রান দিয়ে অজি ব্যাটারদের আটকে রাখতে সক্ষম হয়েছেন ৷ একই সঙ্গে মুকেশ কুমার 4 ওভারে মাত্র 29 রান দিয়েছেন ৷ দু’জনে উইকেট না পেলেও টি-টোয়েন্টি ম্যাচের 4 ওভারে প্রতিপক্ষকে রান দেননি সেভাবে ৷ বাকি বোলাররা যেখানে জস ইংলিসের সামনে অসহায় ছিলেন, সেখানেই ব্যাকঅফ লেন্থ, ইয়র্কর, স্লোয়ার ও বাউন্সারের মিশ্রণে অজিদের চ্যালেঞ্জ ছোড়েন মুকেশ কুমার ৷ বুঝিয়ে দেন পিচ ব্যাটিং সহায়ক হলেও, সঠিক জায়গায়, সঠিক বল করলে রান আটকানো সম্ভব ৷
দ্বিতীয় ম্যাচে ভারত উইনিং কম্বিনেশন নিয়ে নামবে, নাকি বদল করা হবে ? সেটাই বড় প্রশ্ন ৷ বিশেষত, বোলিংয়ের ক্ষেত্রে তিরুঅনন্তপুরমে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতেও পারে ৷ আর তা হলে, রবি বিষ্ণোই বাদ পড়তে পারেন ৷ অক্ষর প্যাটেলকে বাদ দেবে না দল ৷ অন্যদিকে, তিলক বর্মা আরও দু’ম্যাচে সুযোগ পাবেন, তা নিশ্চিত ৷ কিন্তু, শ্রেয়স আইয়ার চতুর্থ ম্যাচের আগে দলে যোগ দেওয়ার পর তিলক বর্মাকে বাইরে বসতে হবে ৷ কারণ, ওপেনিংয়ে ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল ওপেনিং করবেন ৷ সূর্যকুমার এবং ঈশানের জায়গায় কোনও বদলের সম্ভাবনা নেই, চোট না থাকলে ৷ আর 6 বা 7 নম্বরে রিঙ্কু ফিনিশারের কাজ করবেন ৷ সেখানে সহ-অধিনায়ক শ্রেয়সকে সুযোগ দিতে তিলক বর্মাকেই আপস করতে হবে ৷
আরও পড়ুন: