ETV Bharat / sports

তিরুঅনন্তপুরমে অজিদের বিরুদ্ধে নজরে প্রসিদ্ধ-আর্শদীপ-বিষ্ণোই - Bowling Improve Foucus for Indian Bowlers

Bowling Improve Foucus for Indian Bowlers Against Australia: রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে দ্বিতীয় টি-20 ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল ৷ যেখানে বোলিং বিভাগের উপর নজর থাকবে ৷ বিশাখাপত্তনমে হওয়া ভুল শুধরে আরও সঠিক হওয়াই লক্ষ্য টিম ম্যানেজমেন্টের ৷

Iamge Courtesy: BCCI X
Iamge Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 9:20 PM IST

তিরুঅনন্তপুরম, 25 নভেম্বর: প্রথম টি-20 ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 209 রান তাড়া করে জিতেছে ভারত ৷ ব্যাটাররা তাঁদের কাজ করেছেন দ্বিতীয় ইনিংসে ৷ কিন্তু, প্রথম ইনিংসে বোলারদের পারফর্ম্যান্স ভাবাচ্ছে ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে খেলা ভারতীয় দলকে ৷ একমাত্র মুকেশ কুমার এবং অক্ষর প্যাটেল বাদে কোনও বোলারই জস ইংলিস এবং স্টভি স্মিথের সামনে জায়গায় বল রাখতে পারেননি ৷ পাঁচ বোলারে খেলা ভারতীয় দলে আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা এবং রবি বিষ্ণোই কোনও প্রভাবই ফেলতে পারেননি ৷

পাঁচ ম্যাচের টি-20 সিরিজে ভারত 1-0 ফলাফলে এগিয়ে রয়েছে ৷ এবার ম্যাচ কেরলের তিরুঅনন্তপুরমে ৷ সেখানেও বিশাপত্তনমের মতো ব্যাটিং সহায়ক উইকেট থাকবে বলেই ধরা হচ্ছে ৷ কিন্তু, বিশাখাপত্তনমে আর্শদীপ উইকেট পাননি ৷ তিনি 4 ওভারে 41 রান দিয়েছেন ৷ প্রসিদ্ধ কৃষ্ণা এক উইকেট পেলেও 4 ওভারে 50 রান দিয়েছেন ৷ সেখানে রবি বিষ্ণোই 4 ওভারে 54 রান দিয়ে 1 উইকেট দিয়েছেন ৷ তিনজনের বোলিং ইকনমি যথাক্রমে 10.20, 12.50 ও 13.50 ৷

উলটোদিকে অক্ষর প্যাটেল হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে জাতীয় দলে ফিরে কোনও উইকেট পাননি ৷ তবে, 4 ওভারে আটের ইকনমিতে 32 রান দিয়ে অজি ব্যাটারদের আটকে রাখতে সক্ষম হয়েছেন ৷ একই সঙ্গে মুকেশ কুমার 4 ওভারে মাত্র 29 রান দিয়েছেন ৷ দু’জনে উইকেট না পেলেও টি-টোয়েন্টি ম্যাচের 4 ওভারে প্রতিপক্ষকে রান দেননি সেভাবে ৷ বাকি বোলাররা যেখানে জস ইংলিসের সামনে অসহায় ছিলেন, সেখানেই ব্যাকঅফ লেন্থ, ইয়র্কর, স্লোয়ার ও বাউন্সারের মিশ্রণে অজিদের চ্যালেঞ্জ ছোড়েন মুকেশ কুমার ৷ বুঝিয়ে দেন পিচ ব্যাটিং সহায়ক হলেও, সঠিক জায়গায়, সঠিক বল করলে রান আটকানো সম্ভব ৷

দ্বিতীয় ম্যাচে ভারত উইনিং কম্বিনেশন নিয়ে নামবে, নাকি বদল করা হবে ? সেটাই বড় প্রশ্ন ৷ বিশেষত, বোলিংয়ের ক্ষেত্রে তিরুঅনন্তপুরমে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতেও পারে ৷ আর তা হলে, রবি বিষ্ণোই বাদ পড়তে পারেন ৷ অক্ষর প্যাটেলকে বাদ দেবে না দল ৷ অন্যদিকে, তিলক বর্মা আরও দু’ম্যাচে সুযোগ পাবেন, তা নিশ্চিত ৷ কিন্তু, শ্রেয়স আইয়ার চতুর্থ ম্যাচের আগে দলে যোগ দেওয়ার পর তিলক বর্মাকে বাইরে বসতে হবে ৷ কারণ, ওপেনিংয়ে ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল ওপেনিং করবেন ৷ সূর্যকুমার এবং ঈশানের জায়গায় কোনও বদলের সম্ভাবনা নেই, চোট না থাকলে ৷ আর 6 বা 7 নম্বরে রিঙ্কু ফিনিশারের কাজ করবেন ৷ সেখানে সহ-অধিনায়ক শ্রেয়সকে সুযোগ দিতে তিলক বর্মাকেই আপস করতে হবে ৷

আরও পড়ুন:

  1. শেষ ওভারে চাপ সামলানোর কৌশল শিখেছেন ধোনির থেকে, জানালেন রিংকু
  2. 'ভয়ডরহীন ক্রিকেট', অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসের ব্যাখ্যা স্কাইয়ের
  3. বিশ্বকাপে পা তোলার জের, যোগীরাজ্যে মিচ মার্শের বিরুদ্ধে এফআইআর

তিরুঅনন্তপুরম, 25 নভেম্বর: প্রথম টি-20 ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 209 রান তাড়া করে জিতেছে ভারত ৷ ব্যাটাররা তাঁদের কাজ করেছেন দ্বিতীয় ইনিংসে ৷ কিন্তু, প্রথম ইনিংসে বোলারদের পারফর্ম্যান্স ভাবাচ্ছে ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে খেলা ভারতীয় দলকে ৷ একমাত্র মুকেশ কুমার এবং অক্ষর প্যাটেল বাদে কোনও বোলারই জস ইংলিস এবং স্টভি স্মিথের সামনে জায়গায় বল রাখতে পারেননি ৷ পাঁচ বোলারে খেলা ভারতীয় দলে আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা এবং রবি বিষ্ণোই কোনও প্রভাবই ফেলতে পারেননি ৷

পাঁচ ম্যাচের টি-20 সিরিজে ভারত 1-0 ফলাফলে এগিয়ে রয়েছে ৷ এবার ম্যাচ কেরলের তিরুঅনন্তপুরমে ৷ সেখানেও বিশাপত্তনমের মতো ব্যাটিং সহায়ক উইকেট থাকবে বলেই ধরা হচ্ছে ৷ কিন্তু, বিশাখাপত্তনমে আর্শদীপ উইকেট পাননি ৷ তিনি 4 ওভারে 41 রান দিয়েছেন ৷ প্রসিদ্ধ কৃষ্ণা এক উইকেট পেলেও 4 ওভারে 50 রান দিয়েছেন ৷ সেখানে রবি বিষ্ণোই 4 ওভারে 54 রান দিয়ে 1 উইকেট দিয়েছেন ৷ তিনজনের বোলিং ইকনমি যথাক্রমে 10.20, 12.50 ও 13.50 ৷

উলটোদিকে অক্ষর প্যাটেল হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে জাতীয় দলে ফিরে কোনও উইকেট পাননি ৷ তবে, 4 ওভারে আটের ইকনমিতে 32 রান দিয়ে অজি ব্যাটারদের আটকে রাখতে সক্ষম হয়েছেন ৷ একই সঙ্গে মুকেশ কুমার 4 ওভারে মাত্র 29 রান দিয়েছেন ৷ দু’জনে উইকেট না পেলেও টি-টোয়েন্টি ম্যাচের 4 ওভারে প্রতিপক্ষকে রান দেননি সেভাবে ৷ বাকি বোলাররা যেখানে জস ইংলিসের সামনে অসহায় ছিলেন, সেখানেই ব্যাকঅফ লেন্থ, ইয়র্কর, স্লোয়ার ও বাউন্সারের মিশ্রণে অজিদের চ্যালেঞ্জ ছোড়েন মুকেশ কুমার ৷ বুঝিয়ে দেন পিচ ব্যাটিং সহায়ক হলেও, সঠিক জায়গায়, সঠিক বল করলে রান আটকানো সম্ভব ৷

দ্বিতীয় ম্যাচে ভারত উইনিং কম্বিনেশন নিয়ে নামবে, নাকি বদল করা হবে ? সেটাই বড় প্রশ্ন ৷ বিশেষত, বোলিংয়ের ক্ষেত্রে তিরুঅনন্তপুরমে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতেও পারে ৷ আর তা হলে, রবি বিষ্ণোই বাদ পড়তে পারেন ৷ অক্ষর প্যাটেলকে বাদ দেবে না দল ৷ অন্যদিকে, তিলক বর্মা আরও দু’ম্যাচে সুযোগ পাবেন, তা নিশ্চিত ৷ কিন্তু, শ্রেয়স আইয়ার চতুর্থ ম্যাচের আগে দলে যোগ দেওয়ার পর তিলক বর্মাকে বাইরে বসতে হবে ৷ কারণ, ওপেনিংয়ে ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল ওপেনিং করবেন ৷ সূর্যকুমার এবং ঈশানের জায়গায় কোনও বদলের সম্ভাবনা নেই, চোট না থাকলে ৷ আর 6 বা 7 নম্বরে রিঙ্কু ফিনিশারের কাজ করবেন ৷ সেখানে সহ-অধিনায়ক শ্রেয়সকে সুযোগ দিতে তিলক বর্মাকেই আপস করতে হবে ৷

আরও পড়ুন:

  1. শেষ ওভারে চাপ সামলানোর কৌশল শিখেছেন ধোনির থেকে, জানালেন রিংকু
  2. 'ভয়ডরহীন ক্রিকেট', অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসের ব্যাখ্যা স্কাইয়ের
  3. বিশ্বকাপে পা তোলার জের, যোগীরাজ্যে মিচ মার্শের বিরুদ্ধে এফআইআর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.