রাঁচি, 19 নভেম্বর : জয়পুরের মতোই ধোনির শহরে সিরিজের দ্বিতীয় টি-20 ম্য়াচেও টস জিতলেন রোহিত শর্মা ৷ সিরিজ জয়ের লক্ষ্য়ে দ্বিতীয় ম্য়াচে ফের রান তাড়া করার পথে হাঁটলেন রোহিত ৷ প্রথম ম্য়াচে জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে রাঁচিতেই সিরিজের ফয়সালা করে ফেলতে চাইছে দ্রাবিড়ের ছেলেরা ৷ যদিও দ্বিতীয় ম্য়াচে উইনিং কম্বিনেশন ভাঙল ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট ৷ প্রথম ম্য়াচে হাতে চোট পাওয়া মহম্মদ সিরাজের পরিবর্তে আন্তর্জাতিক অভিষেক হল হর্ষল প্য়াটেলের ৷
2021 আইপিএলে সর্বাধিক উইকেট সংগ্রহকারী আরসিবি পেসার জাতীয় দলের ক্য়াপ সংগ্রহ করেন প্রাক্তন পেসার অজিত আগরকরের হাত থেকে ৷ একাদশে তিন পরিবর্ত আনল কিউয়ি শিবিরও ৷ অ্য়াডাম মিলনে, ইশ সোধি এবং জিমি নিশমকে একাদশে ফেরাল টিম সাউদির দল ৷ এই ম্য়াচে জয় পেলেই টি-20 বিশ্বকাপ ফাইনালিস্টদের বিরুদ্ধে সিরিজ মুঠোয় ভরে নেবে টিম ইন্ডিয়া ৷
অন্যদিকে সিরিজ বাঁচানোই লক্ষ্য় গাপটিলদের ৷ উইলিয়ামসনহীন নিউজিল্য়ান্ড কতটা মরণকামড় দেয়, এখন সেটাই দেখার ৷ আগামী রবিবার সিরিজের শেষ ম্য়াচ কলকাতায় ৷
আরও পড়ুন : 'ভালবাসি তোমায়', এবি ডি'র অবসরে ভগ্নহৃদয়ে বার্তা কোহলির
একনজরে ভারতীয় একাদশ : রোহিত (অধিনায়ক), রাহুল, সূর্যকুমার, পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স, ভেঙ্কটেশ, অক্ষর, দীপক, অশ্বিন, ভুবনেশ্বর, হর্ষল ৷
একনজরে নিউজিল্য়াণ্ড একাদশ : গাপটিল, মিচেল, চ্যাপম্য়ান, ফিলিপস, সেইফার্ট (উইকেটরক্ষক), নিশম, স্য়ান্টনার, সাউদি (অধিনায়ক), বোল্ট, মিলনে, সোধি ৷