ETV Bharat / sports

ICC Womens WC 2022 : স্মৃতি-হরমনপ্রীতের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল ভারত

author img

By

Published : Mar 12, 2022, 10:19 AM IST

Updated : Mar 12, 2022, 12:53 PM IST

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রানের পাহাড়ে চড়ল 'উইমেন ইন ব্লু' । স্মৃতির 123 এবং হরমনপ্রীতের 109 রানের সৌজন্যে নির্ধারিত 50 ওভারে ভারত রান তুলল 317 (India Women score 317 runs against West Indies Women) ।

India score 317 runs in ICC Womens WC 2022
রানের পাহাড় গড়ল ভারত

হ্যামিলটন, 12 মার্চ : হ্যামিলটনে টসে জিতে ব্য়াট করল ভারত । মাত্র 5 রান করে মিতালি রাজ ক্রিজ ছাড়লেও জ্বলে উঠলেন স্মৃতি মন্ধনা এবং হরমনপ্রীত কৌর । দুই ব্যাটারের সেঞ্চুরিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রানের পাহাড়ে চড়ল 'উইমেন ইন ব্লু' । স্মৃতির 123 এবং হরমনপ্রীতের 109 রানের সৌজন্যে নির্ধারিত 50 ওভারে ভারত তুলল 317 রান ।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ মাঠে নেমেই ইতিহাস গড়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের 'লেডি সচিন তেন্ডুলকর' । আইসিসি মহিলা বিশ্বকাপের ইতিহাসে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড গড়ে ফেললেন মিতালি রাজ । যদিও অধিনায়ক হিসেবে মাইলফলক স্থাপন করার দিনে ব্যর্থ ব্যাটার মিতালি । কিন্তু মিতালির ব্যর্থতা ঢেকে দিলেন মন্ধনা-কৌর জুটি । 119 বলে 123 রান করলেন স্মৃতি মন্ধানা, 109 রান করে ফিরলেন হরমনপ্রীত কৌর । তাঁদের 184 রানের পার্টনারশিপে ভর করেই বিশ্বকাপের তৃতীয় ম্যাচে অ্যাডভান্টেজ ভারত ।

আরও পড়ুন : মহিলা বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়লেন 'ক্যাপ্টেন' মিতালি

অন্যান্যদের মধ্যে স্বস্তিকা ভাটিয়া (21 বলে 31) ছাড়া বাকিরা এদিন ব্যর্থ । জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই 140 রানে 6 উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ । বড় কোনও অঘটন না ঘটলে নেট রানরেট অনেকটাই বাড়িয়ে 2 পয়েন্ট আসছে ঝুলনদের ঝুলিতে ।

হ্যামিলটন, 12 মার্চ : হ্যামিলটনে টসে জিতে ব্য়াট করল ভারত । মাত্র 5 রান করে মিতালি রাজ ক্রিজ ছাড়লেও জ্বলে উঠলেন স্মৃতি মন্ধনা এবং হরমনপ্রীত কৌর । দুই ব্যাটারের সেঞ্চুরিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রানের পাহাড়ে চড়ল 'উইমেন ইন ব্লু' । স্মৃতির 123 এবং হরমনপ্রীতের 109 রানের সৌজন্যে নির্ধারিত 50 ওভারে ভারত তুলল 317 রান ।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ মাঠে নেমেই ইতিহাস গড়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের 'লেডি সচিন তেন্ডুলকর' । আইসিসি মহিলা বিশ্বকাপের ইতিহাসে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড গড়ে ফেললেন মিতালি রাজ । যদিও অধিনায়ক হিসেবে মাইলফলক স্থাপন করার দিনে ব্যর্থ ব্যাটার মিতালি । কিন্তু মিতালির ব্যর্থতা ঢেকে দিলেন মন্ধনা-কৌর জুটি । 119 বলে 123 রান করলেন স্মৃতি মন্ধানা, 109 রান করে ফিরলেন হরমনপ্রীত কৌর । তাঁদের 184 রানের পার্টনারশিপে ভর করেই বিশ্বকাপের তৃতীয় ম্যাচে অ্যাডভান্টেজ ভারত ।

আরও পড়ুন : মহিলা বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়লেন 'ক্যাপ্টেন' মিতালি

অন্যান্যদের মধ্যে স্বস্তিকা ভাটিয়া (21 বলে 31) ছাড়া বাকিরা এদিন ব্যর্থ । জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই 140 রানে 6 উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ । বড় কোনও অঘটন না ঘটলে নেট রানরেট অনেকটাই বাড়িয়ে 2 পয়েন্ট আসছে ঝুলনদের ঝুলিতে ।

Last Updated : Mar 12, 2022, 12:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.