ETV Bharat / sports

T20 World Cup: স্কটিশদের 85 রান গুটিয়ে দিল ভারত - toss

রান-রেট বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ ভারতের কাছে ৷ জাদেজা-শামি-বুমরার দাপটে মাত্র 85 রানে গুটিয়ে গেল স্কটল্যান্ড ৷

T20 World Cup Live
সপ্তম ওভারে জোড়া উইকেট তুলে নিলেন জাদেজা, স্কটল্যান্ড 29/4
author img

By

Published : Nov 5, 2021, 7:06 PM IST

Updated : Nov 5, 2021, 9:15 PM IST

অধিনায়কের জন্মদিনে বোলারদের দুর্ধর্ষ পারফরম্য়ান্সে স্কটিশদের স্বল্প রানে বেঁধে রাখল টিম ইন্ডিয়া ৷ জাদেজা-শামি-বুমরার দাপটে মাত্র 85 রানে গুটিয়ে গেল স্কটল্যান্ড ৷ 7.1 ওভারের মধ্যে কোহলিরা লক্ষ্যমাত্রা ছুঁতে পারলে আফগানিস্তানকে টপকে লিগ টেবিলে তৃতীয়স্থানে উঠে আসবে টিম ইন্ডিয়া ৷

  • রান-রেট বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ ভারতের কাছে ৷ বোলারদের দাপটে 85 রানেই অল-আউট স্কটল্যান্ড ৷
  • 17 ওভারের প্রথম বলে শামির বলে ক্লিন বোল্ড ম্যাকলিয়ড ৷ দ্বিতীয় বলে রান-আউট শারিফ ৷ তৃতীয় বলে বোল্ড ইভান্স ৷ 81 রানে নবম উইকেটের পতন স্কটিশদের ৷
  • 16 ওভার শেষে স্কটল্যান্ড 81/6৷
  • চতুর্দশ ওভারে অশ্বিন ফেরালেন ক্রিস গ্রিভসকে ৷ 14 ওভারে 64/6 স্কটিশরা ৷
  • নেট রান-রেট বাড়ানোর লক্ষ্যে স্কটিশদের কম রানে বেঁধে রাখতে বদ্ধপরিকর কোহলিরা ৷
  • তৃতীয় ওভারে এসে ফের ব্রেক-থ্রু জাদেজার ৷ বিধ্বংসী লিস্ক ফিরলেন 21 রানে (12) ৷ 12 ওভার শেষে স্কটল্যান্ড 60/5 ৷
  • একাদশ ওভারে পঞ্চাশের গন্ডি টপকাল স্কটল্যান্ড ৷ শামি ব্যক্তিগত দ্বিতীয় ওভারে খরচ করলেন 13 রান ৷
  • ধস রুখে পঞ্চম উইকেটে বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা ম্যাকলিয়ড-মুন্সের ৷ 10 ওভার শেষে স্কটল্যান্ড 4 উইকেটে 44 ৷
  • সপ্তম ওভারে জোড়া উইকেট নিয়ে স্কটিশদের টপ-অর্ডার ধসিয়ে দিলেন জাদেজা ৷ 7 ওভারে স্কটল্যান্ড 29/4 ৷ জাড্ডুর ঘূর্ণিতে ফিরলেন বেরিংটন এবং ক্রস ৷
  • পাওয়ার-প্লের শেষ ওভারে মুন্সেকে ফেরালেন শামি ৷ স্কটিশদের দ্বিতীয় উইকেটের পতন ৷ প্রথম ওভারে উইকেট মেডেম বঙ্গ পেসারের ৷
  • অশ্বিনের প্রথম ওভারে 12 রান নিলেন মুন্সে ৷ 4 ওভার শেষে স্কটল্যান্ড 25/1 ৷
  • তৃতীয় ওভারে কোয়েটজারকে ফেরালেন বুমরা ৷ স্কটিশদের প্রথম উইকেটের পতন ৷
  • 2 ওভার শেষে স্কটল্যান্ডের রান 13/0 ৷
  • জন্মদিনে বিরাটের ব্যানার-পোস্টার নিয়ে মাঠে হাজির সমর্থকেরা ৷ ভারতের লক্ষ্য বড় জয় ৷

ভারতীয় দল : রাহুল, রোহিত, বিরাট (অধিনায়ক), সূর্যকুমার, পন্থ (উইকেটরক্ষক), পান্ডিয়া, জাদেজা, অশ্বিন, শামি, বুমরা, বরুণ ৷

  • শার্দূল ঠাকুরের পরিবর্তে একাদশে এলেন বরুণ চক্রবর্তী ৷
  • প্রথম তিন ম্যাচে টস হারের পর জন্মদিনে টস জিতলেন বিরাট, স্কটিশদের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করছে ভারত ৷

অধিনায়কের জন্মদিনে বোলারদের দুর্ধর্ষ পারফরম্য়ান্সে স্কটিশদের স্বল্প রানে বেঁধে রাখল টিম ইন্ডিয়া ৷ জাদেজা-শামি-বুমরার দাপটে মাত্র 85 রানে গুটিয়ে গেল স্কটল্যান্ড ৷ 7.1 ওভারের মধ্যে কোহলিরা লক্ষ্যমাত্রা ছুঁতে পারলে আফগানিস্তানকে টপকে লিগ টেবিলে তৃতীয়স্থানে উঠে আসবে টিম ইন্ডিয়া ৷

  • রান-রেট বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ ভারতের কাছে ৷ বোলারদের দাপটে 85 রানেই অল-আউট স্কটল্যান্ড ৷
  • 17 ওভারের প্রথম বলে শামির বলে ক্লিন বোল্ড ম্যাকলিয়ড ৷ দ্বিতীয় বলে রান-আউট শারিফ ৷ তৃতীয় বলে বোল্ড ইভান্স ৷ 81 রানে নবম উইকেটের পতন স্কটিশদের ৷
  • 16 ওভার শেষে স্কটল্যান্ড 81/6৷
  • চতুর্দশ ওভারে অশ্বিন ফেরালেন ক্রিস গ্রিভসকে ৷ 14 ওভারে 64/6 স্কটিশরা ৷
  • নেট রান-রেট বাড়ানোর লক্ষ্যে স্কটিশদের কম রানে বেঁধে রাখতে বদ্ধপরিকর কোহলিরা ৷
  • তৃতীয় ওভারে এসে ফের ব্রেক-থ্রু জাদেজার ৷ বিধ্বংসী লিস্ক ফিরলেন 21 রানে (12) ৷ 12 ওভার শেষে স্কটল্যান্ড 60/5 ৷
  • একাদশ ওভারে পঞ্চাশের গন্ডি টপকাল স্কটল্যান্ড ৷ শামি ব্যক্তিগত দ্বিতীয় ওভারে খরচ করলেন 13 রান ৷
  • ধস রুখে পঞ্চম উইকেটে বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা ম্যাকলিয়ড-মুন্সের ৷ 10 ওভার শেষে স্কটল্যান্ড 4 উইকেটে 44 ৷
  • সপ্তম ওভারে জোড়া উইকেট নিয়ে স্কটিশদের টপ-অর্ডার ধসিয়ে দিলেন জাদেজা ৷ 7 ওভারে স্কটল্যান্ড 29/4 ৷ জাড্ডুর ঘূর্ণিতে ফিরলেন বেরিংটন এবং ক্রস ৷
  • পাওয়ার-প্লের শেষ ওভারে মুন্সেকে ফেরালেন শামি ৷ স্কটিশদের দ্বিতীয় উইকেটের পতন ৷ প্রথম ওভারে উইকেট মেডেম বঙ্গ পেসারের ৷
  • অশ্বিনের প্রথম ওভারে 12 রান নিলেন মুন্সে ৷ 4 ওভার শেষে স্কটল্যান্ড 25/1 ৷
  • তৃতীয় ওভারে কোয়েটজারকে ফেরালেন বুমরা ৷ স্কটিশদের প্রথম উইকেটের পতন ৷
  • 2 ওভার শেষে স্কটল্যান্ডের রান 13/0 ৷
  • জন্মদিনে বিরাটের ব্যানার-পোস্টার নিয়ে মাঠে হাজির সমর্থকেরা ৷ ভারতের লক্ষ্য বড় জয় ৷

ভারতীয় দল : রাহুল, রোহিত, বিরাট (অধিনায়ক), সূর্যকুমার, পন্থ (উইকেটরক্ষক), পান্ডিয়া, জাদেজা, অশ্বিন, শামি, বুমরা, বরুণ ৷

  • শার্দূল ঠাকুরের পরিবর্তে একাদশে এলেন বরুণ চক্রবর্তী ৷
  • প্রথম তিন ম্যাচে টস হারের পর জন্মদিনে টস জিতলেন বিরাট, স্কটিশদের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করছে ভারত ৷
Last Updated : Nov 5, 2021, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.