ETV Bharat / sports

IND vs WI First T20 : অভিষেক বিষ্ণোইয়ের, প্রথম টি-20তে টস জিতে ফিল্ডিং ভারতের - India win the toss and elect to field first

ইডেনে ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের (India win the toss and elect to field first) ৷

IND vs WI First T20
প্রথম টি-20তে টস জিতে ব্যাটিং ভারতের
author img

By

Published : Feb 16, 2022, 6:34 PM IST

Updated : Feb 16, 2022, 7:16 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়ক হিসেবে আগে নেতৃত্ব দিয়েছেন ইডেনে ৷ কিন্তু পূর্ণসময়ের দায়িত্ব পাওয়ার পর জাতীয় দলের অধিনায়ক হিসেবে এই প্রথম ইডেনে পদার্পণ রোহিত শর্মার ৷ পয়মন্ত মাঠে ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল মুম্বইকরকে ৷ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (India win the toss and elect to field first) ৷ করোনা-কাঁটায় এই প্রথম দর্শকহীন ম্যাচ দেখবে ক্রিকেটের নন্দনকানন ৷ মরা ইডেনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে লেগস্পিনার রবি বিষ্ণোইয়ের ৷

আসন্ন টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে রাজি নন ৷ টস জিতে জানালেন রোহিত ৷ ভারত অধিনায়ক বলেন, "ইডেনের ম্যাচ ভিন্ন সময় ভিন্ন আচরণ করে ৷ তাই পিচ নিয়ে খুব বেশি কিছু বলতে রাজি নই আমি ৷ তবে একটা স্কোর মাথায় থাকলে দ্বিতীয়ার্ধে লক্ষ্যে পৌঁছনো অনেক সুবিধা হয় ৷ অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা সম্পূর্ণরূপে নিজেদের প্রস্তুত করতে চাই ৷" দল হিসেবে কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ তাঁদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বলেই বিশ্বাস রোহিতের ৷

আরও পড়ুন : KKR New Captain : নাইটদের নতুন সেনাপতি শ্রেয়স আইয়ার

অধিনায়কের সঙ্গে ওপেনার শুরু করবেন ইশান কিষান ৷ পক্ষান্তরে ওয়ান-ডে সিরিজে চুনকামের লজ্জা এড়িয়ে 2016 বিশ্বকাপ জয়ের মঞ্চে হৃত সম্মান পুনরুদ্ধারের চেষ্টায় ক্যারিবিয়ানরা ৷ পোলার্ড জানান, টস জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন তিনি ৷

IND vs WI First T20
অভিষেক বিষ্ণোইয়ের

একনজরে ভারতীয় একাদশ : রোহিত (অধিনায়ক), ইশান, কোহলি, পন্থ, সূর্যকুমার, ভেঙ্কটেশ, দীপক, হর্ষল, ভুবনেশ্বর, বিষ্ণোই, চাহাল ৷

কলকাতা, 16 ফেব্রুয়ারি : ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়ক হিসেবে আগে নেতৃত্ব দিয়েছেন ইডেনে ৷ কিন্তু পূর্ণসময়ের দায়িত্ব পাওয়ার পর জাতীয় দলের অধিনায়ক হিসেবে এই প্রথম ইডেনে পদার্পণ রোহিত শর্মার ৷ পয়মন্ত মাঠে ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল মুম্বইকরকে ৷ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (India win the toss and elect to field first) ৷ করোনা-কাঁটায় এই প্রথম দর্শকহীন ম্যাচ দেখবে ক্রিকেটের নন্দনকানন ৷ মরা ইডেনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে লেগস্পিনার রবি বিষ্ণোইয়ের ৷

আসন্ন টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে রাজি নন ৷ টস জিতে জানালেন রোহিত ৷ ভারত অধিনায়ক বলেন, "ইডেনের ম্যাচ ভিন্ন সময় ভিন্ন আচরণ করে ৷ তাই পিচ নিয়ে খুব বেশি কিছু বলতে রাজি নই আমি ৷ তবে একটা স্কোর মাথায় থাকলে দ্বিতীয়ার্ধে লক্ষ্যে পৌঁছনো অনেক সুবিধা হয় ৷ অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা সম্পূর্ণরূপে নিজেদের প্রস্তুত করতে চাই ৷" দল হিসেবে কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ তাঁদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বলেই বিশ্বাস রোহিতের ৷

আরও পড়ুন : KKR New Captain : নাইটদের নতুন সেনাপতি শ্রেয়স আইয়ার

অধিনায়কের সঙ্গে ওপেনার শুরু করবেন ইশান কিষান ৷ পক্ষান্তরে ওয়ান-ডে সিরিজে চুনকামের লজ্জা এড়িয়ে 2016 বিশ্বকাপ জয়ের মঞ্চে হৃত সম্মান পুনরুদ্ধারের চেষ্টায় ক্যারিবিয়ানরা ৷ পোলার্ড জানান, টস জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন তিনি ৷

IND vs WI First T20
অভিষেক বিষ্ণোইয়ের

একনজরে ভারতীয় একাদশ : রোহিত (অধিনায়ক), ইশান, কোহলি, পন্থ, সূর্যকুমার, ভেঙ্কটেশ, দীপক, হর্ষল, ভুবনেশ্বর, বিষ্ণোই, চাহাল ৷

Last Updated : Feb 16, 2022, 7:16 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.