ETV Bharat / sports

IND vs SA 3rd ODI : নিয়মরক্ষার ম্যাচে একাধিক পরিবর্তন, টসে জিতে ফিল্ডিং ভারতের - India won the toss and elected to field first

কেপটাউনের গতিতে ভরা পিচে পরীক্ষার মুখে ভারতীয় বোলাররা (Testing Time for Indian Bowling Department) ৷ টস জিতে নিয়মরক্ষার ম্য়াচে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক (India won the toss and elected to field first) ৷

IND vs SA 3rd ODI
নিয়মরক্ষার ম্যাচে টসে জিতে বল করছে ভারত
author img

By

Published : Jan 23, 2022, 2:13 PM IST

Updated : Jan 23, 2022, 3:06 PM IST

কেপটাউন, 23 জানুয়ারি : টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজও হাতছাড়া হয়েছে ভারতের ৷ পার্লের মাঠে 2-0 সিরিজ হেরে কেপটাউনে নিয়মরক্ষার ম্যাচে নেমেছে কেএল রাহুল অ্যান্ড কোম্পানি ৷ টস জিতে নিয়মরক্ষার ম্য়াচে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক ৷

প্রথম দু'ম্যাচে হারের পর দলে একাধিক পরিবর্তন করে নিউল্যান্ডসে নেমেছে ‘মেন ইন ব্লু’ ৷ দলে এসেছেন সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা ৷ বাদ পড়েছেন ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার ৷ ইতিমধ্যেই 34 রানে জানেমন মালান, তেম্বা বাভুমার উইকেট হারিয়েছে প্রোটিয়ারা ৷

নিয়মরক্ষার হলেও ভারতীয় ব্রিগেডের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ম্যাচ ৷ মূলত পরীক্ষার মুখে ভারতীয় দলের মিডল অর্ডার এবং বোলিং বিভাগ ৷ সফল হলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দল বাছাইয়ে যেমন তার প্রভাব পড়বে ৷ তেমনি ব্যর্থ হলে বাদ পড়তে হতে পারে অনেককে ৷

আরও পড়ুন: SA vs IND 3rd ODI : কেপটাউনে আজ মান বাঁচানোর লড়াই, পরীক্ষার মুখে ভারতীয় বোলাররা

একনজরে ভারতীয় একাদশ : ধাওয়ান, রাহুল (অধিনায়ক), কোহলি, পন্থ, শ্রেয়স, সূর্যকুমার, জয়ন্ত, দীপক, বুমরা, চাহাল, প্রসিদ্ধ ৷

একনজরে দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন, মালান, বাভুমা, মার্করাম, ডুসেন, মিলার, ফেহলুকুয়াও, প্রিটোরিয়াস, মহারাজ, মাগালা, এনগিদি ৷

কেপটাউন, 23 জানুয়ারি : টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজও হাতছাড়া হয়েছে ভারতের ৷ পার্লের মাঠে 2-0 সিরিজ হেরে কেপটাউনে নিয়মরক্ষার ম্যাচে নেমেছে কেএল রাহুল অ্যান্ড কোম্পানি ৷ টস জিতে নিয়মরক্ষার ম্য়াচে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক ৷

প্রথম দু'ম্যাচে হারের পর দলে একাধিক পরিবর্তন করে নিউল্যান্ডসে নেমেছে ‘মেন ইন ব্লু’ ৷ দলে এসেছেন সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা ৷ বাদ পড়েছেন ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার ৷ ইতিমধ্যেই 34 রানে জানেমন মালান, তেম্বা বাভুমার উইকেট হারিয়েছে প্রোটিয়ারা ৷

নিয়মরক্ষার হলেও ভারতীয় ব্রিগেডের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ম্যাচ ৷ মূলত পরীক্ষার মুখে ভারতীয় দলের মিডল অর্ডার এবং বোলিং বিভাগ ৷ সফল হলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দল বাছাইয়ে যেমন তার প্রভাব পড়বে ৷ তেমনি ব্যর্থ হলে বাদ পড়তে হতে পারে অনেককে ৷

আরও পড়ুন: SA vs IND 3rd ODI : কেপটাউনে আজ মান বাঁচানোর লড়াই, পরীক্ষার মুখে ভারতীয় বোলাররা

একনজরে ভারতীয় একাদশ : ধাওয়ান, রাহুল (অধিনায়ক), কোহলি, পন্থ, শ্রেয়স, সূর্যকুমার, জয়ন্ত, দীপক, বুমরা, চাহাল, প্রসিদ্ধ ৷

একনজরে দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন, মালান, বাভুমা, মার্করাম, ডুসেন, মিলার, ফেহলুকুয়াও, প্রিটোরিয়াস, মহারাজ, মাগালা, এনগিদি ৷

Last Updated : Jan 23, 2022, 3:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.