ETV Bharat / sports

India vs Australia 2nd Test: কোটলায় ছয় উইকেটে 'ক্যাঙারু বধ', বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখল ভারত

author img

By

Published : Feb 19, 2023, 1:56 PM IST

Updated : Feb 19, 2023, 2:46 PM IST

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অজিদের 6 উইকেটে হারল ভারত ৷ চার টেস্টের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) ধরে রাখল টিম ইন্ডিয়া ৷

India vs Austalia 2nd Test ETV BHARAT
India vs Austalia 2nd Test

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 6 উইকেটে জয় ভারতের (India Win by 6 Wickets in Delhi Test) ৷ স্পিনারদের দাপুটে বোলিংয়ের পর, রোহিত-বিরাট-পূজারার মিলিত প্রচেষ্টায় দ্বিতীয় ইনিংসে 115 রানের লক্ষ্য পার করল ভারত ৷ এই জয়ের ফলে চার টেস্টের সিরিজে ভারত 2-0 এগিয়ে গেল ৷ একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল রোহিত শর্মার দল ৷ দুই ইনিংস মিলিয়ে 10 উইকেট নিয়ে ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৷

তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়া 1 উইকেটে 61 রান থেকে ইনিংস শুরু করে ৷ কিন্তু, রবিচন্দ্রন অশ্বিন এবং বিশেষ করে রবীন্দ্র জাদেজার স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করে অজি ব্যাটাররা ৷ দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা তাঁর টেস্ট কেরিয়ারের বেস্ট বোলিং করলেন ৷ 42 রান দিয়ে 7 উইকেট নিয়েছেন তিনি ৷ অন্যদিকে, রবিচন্দ্রন অশ্বিন 59 রান দিতে 3 উইকেট পেয়েছেন ৷ ভারতের সামনে দ্বিতীয় ইনিংসে 115 রানের টার্গেট দিয়েছিল অজিরা ৷

রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার কেএল রাহুলের উইকেট হারায় ভারত ৷ মাত্র 1 রানে নাথন লায়নের বলে উইকেট-কিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ আউট হন তিনি ৷ রাহুলের মারা শট ফরওয়ার্ড শর্ট লেগের ফিল্ডারের পায়ে লেগে কেরির হাতে চলে যায় ৷ এরপর অধিনায়ক রোহিত এবং চেতেশ্বর পূজারা ভারতের ইনিংস টানতে থাকেন ৷ কিন্তু, পূজারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে 20 বলে 31 রানের মাথায় রান-আউট হন রোহিত ৷

The Border-Gavaskar Trophy stays with India 🏆

The hosts go 2-0 up against with a comprehensive win in Delhi 👊#WTC23 | #INDvAUS | 📝 https://t.co/HS93GIyEwS pic.twitter.com/xI0xvh2vOm

— ICC (@ICC) February 19, 2023 ">

আরও পড়ুন: ভারতের স্পিনের জালে 113 রানে শেষ অস্ট্রেলিয়া, 7 উইকেট জাদেজার

বিরাট কোহলি (31 বলে 20 রান) টম মর্ফির বলে স্ট্যাম্প আউট হন ৷ শ্রেয়স আইয়ার (10 বলে 12 রান) দ্রুত ইনিংস শেষ করার তাড়ায় মিড-উইকেট বাউন্ডারিতে ক্যাচ আউট হন ৷ কিন্তু, এরপর শততম টেস্ট খেলা পূজারার (74 বলে 31 রানে অপরাজিত) সঙ্গে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শ্রীকর ভরত (22 বলে 23 অপরাজিত) ৷ এই জয়ের ফলে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখল টিম ইন্ডিয়া ৷

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 6 উইকেটে জয় ভারতের (India Win by 6 Wickets in Delhi Test) ৷ স্পিনারদের দাপুটে বোলিংয়ের পর, রোহিত-বিরাট-পূজারার মিলিত প্রচেষ্টায় দ্বিতীয় ইনিংসে 115 রানের লক্ষ্য পার করল ভারত ৷ এই জয়ের ফলে চার টেস্টের সিরিজে ভারত 2-0 এগিয়ে গেল ৷ একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল রোহিত শর্মার দল ৷ দুই ইনিংস মিলিয়ে 10 উইকেট নিয়ে ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৷

তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়া 1 উইকেটে 61 রান থেকে ইনিংস শুরু করে ৷ কিন্তু, রবিচন্দ্রন অশ্বিন এবং বিশেষ করে রবীন্দ্র জাদেজার স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করে অজি ব্যাটাররা ৷ দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা তাঁর টেস্ট কেরিয়ারের বেস্ট বোলিং করলেন ৷ 42 রান দিয়ে 7 উইকেট নিয়েছেন তিনি ৷ অন্যদিকে, রবিচন্দ্রন অশ্বিন 59 রান দিতে 3 উইকেট পেয়েছেন ৷ ভারতের সামনে দ্বিতীয় ইনিংসে 115 রানের টার্গেট দিয়েছিল অজিরা ৷

রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার কেএল রাহুলের উইকেট হারায় ভারত ৷ মাত্র 1 রানে নাথন লায়নের বলে উইকেট-কিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ আউট হন তিনি ৷ রাহুলের মারা শট ফরওয়ার্ড শর্ট লেগের ফিল্ডারের পায়ে লেগে কেরির হাতে চলে যায় ৷ এরপর অধিনায়ক রোহিত এবং চেতেশ্বর পূজারা ভারতের ইনিংস টানতে থাকেন ৷ কিন্তু, পূজারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে 20 বলে 31 রানের মাথায় রান-আউট হন রোহিত ৷

আরও পড়ুন: ভারতের স্পিনের জালে 113 রানে শেষ অস্ট্রেলিয়া, 7 উইকেট জাদেজার

বিরাট কোহলি (31 বলে 20 রান) টম মর্ফির বলে স্ট্যাম্প আউট হন ৷ শ্রেয়স আইয়ার (10 বলে 12 রান) দ্রুত ইনিংস শেষ করার তাড়ায় মিড-উইকেট বাউন্ডারিতে ক্যাচ আউট হন ৷ কিন্তু, এরপর শততম টেস্ট খেলা পূজারার (74 বলে 31 রানে অপরাজিত) সঙ্গে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শ্রীকর ভরত (22 বলে 23 অপরাজিত) ৷ এই জয়ের ফলে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখল টিম ইন্ডিয়া ৷

Last Updated : Feb 19, 2023, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.