ETV Bharat / sports

IND vs ZIM বিফলে গেল রাজার শতরান, জিম্বাবোয়েকে ক্লিন সুইপ করল ধাওয়ানের ভারত - Shubman Gill scores his maiden ton in international cricket

সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে 13 রানে জিতে জিম্বাবোয়েকে তাদের ঘরের মাঠে ক্লিন সুইপ করল ভারত (India win by 13 runs to complete clean sweep Zimbabwe) ৷ সৌজন্যে শুভমান গিলের পয়লা আন্তর্জাতিক শতরান (Shubman Gill scores his maiden ton in international cricket) ৷

Etv Bharat
জিম্বাবোয়েকে ক্লিন সুইপ করল ধাওয়ানের ভারত
author img

By

Published : Aug 22, 2022, 9:46 PM IST

হারারে, 22 অগস্ট: প্রত্য়াশামতোই জিম্বাবোয়েকে তাদের ঘরের মাঠে ক্লিন সুইপ করে দেশে ফিরছে ভারতীয় দল ৷ দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ মুঠোয় পুরে নেওয়া 'মেন ইন ব্লু' সোমবার হারারেতে নেমেছিল হোম টিমকে ক্লিন সুইপ করতে ৷ সেই লক্ষ্যে সফল হলেও প্রথম দু'ম্যাচের মত এদিন শিখর ধাওয়ান নেতৃত্বাধীন দলের জয় সহজে আসেনি ৷ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান-ডে ম্যাচে ভারত জিতল মাত্র 13 রানে (India win by 13 runs to complete clean sweep Zimbabwe) ৷ সৌজন্যে শুভমান গিলের পয়লা আন্তর্জাতিক শতরান (Shubman Gill scores his maiden ton in international cricket) ৷

প্রথম দু'ম্যাচে রান তাড়া করে জিতলেও নিয়মরক্ষার ম্যাচে এদিন টস জিতে প্রথমে ব্য়াটিং'য়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শিখর ধাওয়ান ৷ গিলের 97 বলে 130 (15টি চার, একটি ছয়) এবং ঈশান কিষাণের 50 রানের সৌজন্যে 8 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 289 রান তোলে সফরকারী ভারতীয় দল ৷ মাত্র 82 বলে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান আসে গিলের ব্য়াটে ৷ 40 রান করেন অধিনায়ক ধাওয়ান ৷

রান তাড়া করতে নেমে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি জিম্বাবোয়ে ৷ সিন উইলিয়ামস এবং সিকন্দর রাজার ব্য়াটে ভারতীয় দলকে রীতিমতো চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছিল তারা ৷ উইলিয়ামস 45 রানে আউট হলেও গিলের পালটা শতরান হাঁকিয়ে 3-0 সিরিজ হার এড়াতে মরিয়া ছিলেন রাজা ৷ 49তম ওভারে তিনি শার্দূল ঠাকুরের শিকার হতেই ক্লিন সুইপ নিশ্চিত করে ভারত ৷ বিফলে যায় 9টি চার এবং 3টি ছয়ে সাজানো রাজার ইনিংস ৷

IND vs ZIM
ম্য়াচের পাশাপাশি সিরিজ সেরাও হয়েছেন গিল

আরও পড়ুন: গিলের প্রথম আন্তর্জাতিক শতরান, নিয়মরক্ষার ম্যাচে জিম্বাবোয়েকে 290 রানের লক্ষ্যমাত্রা দিল ভারত

66 রানে 3 উইকেট নেন আবেশ খান (Avesh Khan took 3 wickets) ৷ 2টি উইকেট নিলেও 10 ওভারে 75 রান খরচ করেন প্রথম ম্যাচের নায়ক দীপক চাহার ৷ 38 রানে 3টি উইকেট নেন চায়নাম্য়ান কুলদীপ যাদব ৷ অক্ষরের ঝুলিতেও গিয়েছে 2টি উইকেট ৷ ম্য়াচের পাশাপাশি সিরিজ সেরাও হয়েছেন গিল (Shubman Gill awarded by MoM and series) ৷

হারারে, 22 অগস্ট: প্রত্য়াশামতোই জিম্বাবোয়েকে তাদের ঘরের মাঠে ক্লিন সুইপ করে দেশে ফিরছে ভারতীয় দল ৷ দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ মুঠোয় পুরে নেওয়া 'মেন ইন ব্লু' সোমবার হারারেতে নেমেছিল হোম টিমকে ক্লিন সুইপ করতে ৷ সেই লক্ষ্যে সফল হলেও প্রথম দু'ম্যাচের মত এদিন শিখর ধাওয়ান নেতৃত্বাধীন দলের জয় সহজে আসেনি ৷ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান-ডে ম্যাচে ভারত জিতল মাত্র 13 রানে (India win by 13 runs to complete clean sweep Zimbabwe) ৷ সৌজন্যে শুভমান গিলের পয়লা আন্তর্জাতিক শতরান (Shubman Gill scores his maiden ton in international cricket) ৷

প্রথম দু'ম্যাচে রান তাড়া করে জিতলেও নিয়মরক্ষার ম্যাচে এদিন টস জিতে প্রথমে ব্য়াটিং'য়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শিখর ধাওয়ান ৷ গিলের 97 বলে 130 (15টি চার, একটি ছয়) এবং ঈশান কিষাণের 50 রানের সৌজন্যে 8 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 289 রান তোলে সফরকারী ভারতীয় দল ৷ মাত্র 82 বলে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান আসে গিলের ব্য়াটে ৷ 40 রান করেন অধিনায়ক ধাওয়ান ৷

রান তাড়া করতে নেমে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি জিম্বাবোয়ে ৷ সিন উইলিয়ামস এবং সিকন্দর রাজার ব্য়াটে ভারতীয় দলকে রীতিমতো চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছিল তারা ৷ উইলিয়ামস 45 রানে আউট হলেও গিলের পালটা শতরান হাঁকিয়ে 3-0 সিরিজ হার এড়াতে মরিয়া ছিলেন রাজা ৷ 49তম ওভারে তিনি শার্দূল ঠাকুরের শিকার হতেই ক্লিন সুইপ নিশ্চিত করে ভারত ৷ বিফলে যায় 9টি চার এবং 3টি ছয়ে সাজানো রাজার ইনিংস ৷

IND vs ZIM
ম্য়াচের পাশাপাশি সিরিজ সেরাও হয়েছেন গিল

আরও পড়ুন: গিলের প্রথম আন্তর্জাতিক শতরান, নিয়মরক্ষার ম্যাচে জিম্বাবোয়েকে 290 রানের লক্ষ্যমাত্রা দিল ভারত

66 রানে 3 উইকেট নেন আবেশ খান (Avesh Khan took 3 wickets) ৷ 2টি উইকেট নিলেও 10 ওভারে 75 রান খরচ করেন প্রথম ম্যাচের নায়ক দীপক চাহার ৷ 38 রানে 3টি উইকেট নেন চায়নাম্য়ান কুলদীপ যাদব ৷ অক্ষরের ঝুলিতেও গিয়েছে 2টি উইকেট ৷ ম্য়াচের পাশাপাশি সিরিজ সেরাও হয়েছেন গিল (Shubman Gill awarded by MoM and series) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.