ETV Bharat / sports

ICC World Cup 2023: এবার ব্যর্থ হলে অপেক্ষা আরও তিনটি বিশ্বকাপের, রোহিতদের ট্রফিজয় নিয়ে 'শাস্ত্রীয় বচন' - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

Ravi Shastri on India's Chance to Win ICC Cricket World Cup: ঘরের মাঠে এবার বিশ্বকাপ জিততে না পারলে, ভারতকে আরও তিনটি বিশ্বকাপ অপেক্ষ করতে হবে ৷ এমনটাই জানালেন প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী ৷

Image Courtesy: X
Image Courtesy: X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 7:35 PM IST

নয়াদিল্লি, 12 নভেম্বর: আইসিসি বিশ্বকাপে লিগ পর্বের আট ম্যাচে অপরাজেয় পারফরম্যান্স ভারতীয় দলের ৷ প্রথম দল হিসেবে সেমিফাইনালে প্রবেশ করেছে রোহিত শর্মা অ্যান্ড কোং ৷ ভারতীয় দলের একাদশে সবাই সেরা ফর্মে রয়েছেন ৷ এই পরিস্থিতিতে ভারতের সামনে ঘরের মাঠে বিশ্বকাপ জেতার এটাই সুবর্ণ সুযোগ ৷ তাই প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর মতে, এই সুযোগ হাতছাড়া করলে ভারতকে আরও তিনটি বিশ্বকাপ অপেক্ষা করতে হবে ৷

একটি পডকাস্ট শো-তে শাস্ত্রী জানান, 2011 সালের পর 2023-এ আবারও ভারতের সামনে বিশ্বকাপ জেতার সেরা সুযোগ এসেছে ৷ আর এবার তা না-হলে, ভারতকে এর জন্য অন্ততপক্ষে তিনটি বিশ্বকাপ অর্থাৎ, আরও 12 বছরের অপেক্ষা সহ্য করতে হবে ৷ তাঁর কথায়, ‘‘এই দেশটা এখন পাগল হয়ে গেছে ৷ শেষবার যখন ভারতীয় দল বিশ্বকাপ জিতেছিল, সেটা 12 বছর আগে ৷ তাঁদের সামনে আবার সেই একই কাজ করে দেখানোর সুযোগ এসেছে ৷ যেভাবে তাঁরা খেলছে, এটা হয়তো তাঁদের সেরা সুযোগ ৷’’

শাস্ত্রীর মতে, ‘‘যদি তাঁরা এই সুযোগটা হারায়, তাহলে অন্ততপক্ষে আরও তিনটি বিশ্বকাপ অপেক্ষা করতে হবে, এই ট্রফি জেতার কথা ভাবার জন্য ৷ এক ঝাঁক অসাধারণ প্লেয়ার দলে রয়েছে ৷ যাঁদের 7-8 জন নিজেদের সেরা ফর্মে রয়েছেন ৷ এটা তাঁদের মধ্যে অনেকের শেষ বিশ্বকাপ ৷ তাই যেভাবে তাঁরা খেলছে, পরিস্থিতিকে কাজে লাগিয়ে ৷ তাঁদের উচিত দলকে বিশ্বকাপ জেতানো ৷’’

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ভারতের বোলিং ইউনিট টুর্নামেন্টের সেরা ৷ জসপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের মতো পেসার শুরুতেই প্রতিপক্ষকে ধরাশায়ী করে দিচ্ছে ৷ আর সেখানেই মাঝের ওভারে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের মতো স্পিনারদের সামলাতে হচ্ছে ৷ পাঁচ বোলারই তাঁদের স্বপ্নের ফর্মে রয়েছেন এই বিশ্বকাপে ৷ অন্যদিকে, ভারতীয় ব্যাটিংয়ে ওপেনিং জুটি থেকে শুরু করে তিন নম্বরে বিরাট কোহলি ফর্মে তো ছিলই ৷ শেষ তিন ম্যাচে শ্রেয়স আইয়ারও দুরন্ত ফর্মে রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. এই ভারতীয় দল আমার দেখা সেরা, মত ফারুক ইঞ্জিনিয়ারের
  2. নিয়মরক্ষার ম্যাচে ডাচদের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের

নয়াদিল্লি, 12 নভেম্বর: আইসিসি বিশ্বকাপে লিগ পর্বের আট ম্যাচে অপরাজেয় পারফরম্যান্স ভারতীয় দলের ৷ প্রথম দল হিসেবে সেমিফাইনালে প্রবেশ করেছে রোহিত শর্মা অ্যান্ড কোং ৷ ভারতীয় দলের একাদশে সবাই সেরা ফর্মে রয়েছেন ৷ এই পরিস্থিতিতে ভারতের সামনে ঘরের মাঠে বিশ্বকাপ জেতার এটাই সুবর্ণ সুযোগ ৷ তাই প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর মতে, এই সুযোগ হাতছাড়া করলে ভারতকে আরও তিনটি বিশ্বকাপ অপেক্ষা করতে হবে ৷

একটি পডকাস্ট শো-তে শাস্ত্রী জানান, 2011 সালের পর 2023-এ আবারও ভারতের সামনে বিশ্বকাপ জেতার সেরা সুযোগ এসেছে ৷ আর এবার তা না-হলে, ভারতকে এর জন্য অন্ততপক্ষে তিনটি বিশ্বকাপ অর্থাৎ, আরও 12 বছরের অপেক্ষা সহ্য করতে হবে ৷ তাঁর কথায়, ‘‘এই দেশটা এখন পাগল হয়ে গেছে ৷ শেষবার যখন ভারতীয় দল বিশ্বকাপ জিতেছিল, সেটা 12 বছর আগে ৷ তাঁদের সামনে আবার সেই একই কাজ করে দেখানোর সুযোগ এসেছে ৷ যেভাবে তাঁরা খেলছে, এটা হয়তো তাঁদের সেরা সুযোগ ৷’’

শাস্ত্রীর মতে, ‘‘যদি তাঁরা এই সুযোগটা হারায়, তাহলে অন্ততপক্ষে আরও তিনটি বিশ্বকাপ অপেক্ষা করতে হবে, এই ট্রফি জেতার কথা ভাবার জন্য ৷ এক ঝাঁক অসাধারণ প্লেয়ার দলে রয়েছে ৷ যাঁদের 7-8 জন নিজেদের সেরা ফর্মে রয়েছেন ৷ এটা তাঁদের মধ্যে অনেকের শেষ বিশ্বকাপ ৷ তাই যেভাবে তাঁরা খেলছে, পরিস্থিতিকে কাজে লাগিয়ে ৷ তাঁদের উচিত দলকে বিশ্বকাপ জেতানো ৷’’

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ভারতের বোলিং ইউনিট টুর্নামেন্টের সেরা ৷ জসপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের মতো পেসার শুরুতেই প্রতিপক্ষকে ধরাশায়ী করে দিচ্ছে ৷ আর সেখানেই মাঝের ওভারে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের মতো স্পিনারদের সামলাতে হচ্ছে ৷ পাঁচ বোলারই তাঁদের স্বপ্নের ফর্মে রয়েছেন এই বিশ্বকাপে ৷ অন্যদিকে, ভারতীয় ব্যাটিংয়ে ওপেনিং জুটি থেকে শুরু করে তিন নম্বরে বিরাট কোহলি ফর্মে তো ছিলই ৷ শেষ তিন ম্যাচে শ্রেয়স আইয়ারও দুরন্ত ফর্মে রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. এই ভারতীয় দল আমার দেখা সেরা, মত ফারুক ইঞ্জিনিয়ারের
  2. নিয়মরক্ষার ম্যাচে ডাচদের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.