বেঙ্গালুরু, 19 জুন : রবিবার বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ডিসাইডার খেলতে নামবে 'ঋষভ পন্থ অ্যান্ড কোং' (India vs South Africa 5th T20 Preview) ৷ প্রথম দুই ম্যাচে হতশ্রী হারের পর, তৃতীয় ও চতুর্থ টি-20তে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছে ভারত ৷ বিশেষ করে বোলাররা ৷ গত ম্যাচে 4 উইকেট নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন তরুণ আবেশ খান ৷ শেষ দু'ম্যাচের দাপটে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ এই মুহূর্তে 2-2 ৷ আজকের ম্যাচ জিতলে, ঘরের মাঠে প্রথমবার প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজ নিজেদের নামে করবে ভারত ৷
তবে, কামব্যাকের মধ্যেও বেশ কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে ৷ যেমন মিডল অর্ডারে রান গতি কমে যাওয়া ৷ আর সেই সঙ্গে ধারাবাহিকভাবে উইকেট হারানো ৷ চতুর্থ টি-20তে পাওয়ার প্লে-তে ভারত 2 উইকেট হারিয়েছিল ৷ কিন্তু, একটা সময় দ্রুত 5 উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল ৷ সেখান থেকে সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা হার্দিক পান্ডিয়া এবং ভারতীয় দলে কামব্যাক করা দীনেশ কার্তিকের ব্যাটে ভর করে 169 রান করে মেন ইন ব্লু ৷
পাশাপাশি, প্রথম ম্যাচে ছন্দে থাকা শ্রেয়স আইয়ার গত 3 ম্যাচে সেভাবে রান করতে পারেননি ৷ আর 4 নম্বরে ব্যাট করতে নামা ঋষভ পন্থের কঠিন পরিস্থিতিতে দায়িত্বজ্ঞানহীন শট খেলার প্রবণতা, কোচ রাহুল দ্রাবিড়কে ভাবাচ্ছে ৷ বিশেষ করে এই সিরিজের 3টি ম্যাচে দক্ষিণ আফ্রিকান বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজের ওয়াইড লাইন বলকে তুলে মারতে গিয়ে কভার, এক্সট্রা কভার বাউন্ডারিতে ক্যাচ-আউট হয়েছেন ৷ ফলে দিল্লি ম্যাচের পর ভারতীয় ব্যাটিংকে সেভাবে বিশ্বাসযোগ্য মনে হয়নি ৷
আরও পড়ুন : কার্তিকেয়ার স্পিনে স্বপ্নভঙ্গ বাংলার, 23 বছর পর রঞ্জি ফাইনালে মধ্যপ্রদেশ
এই পরিস্থিতিতে বোলাররাই ভারতের একমাত্র ভরসা ৷ বিশেষ করে শুরুতে ভুবনেশ্বর কুমার এবং মাঝের ওভারে যুজবেন্দ্র চহাল ৷ ভুবনেশ্বর শুরু থেকেই ছন্দে রয়েছেন ৷ গত ম্যাচে উইকেট না পেলেও, 2 ওভার করে মাত্র 8 রান দিয়েছিলেন তিনি ৷ পাশাপাশি, যুজবেন্দ্র চহাল বিশাখাপত্তনমের পর রাজকোটেও উইকেট তুলেছেন ৷ বিশেষ করে পাওয়ার হিটার হেনরিক ক্লাসেনকে তিনি শেষ দু'ম্য়াচেই আউট করেছেন ৷ তবে, এই সিরিজে ভারতের স্ট্যান্ডিং অধিনায়ক ঋষভের টস ভাগ্য মোটেই ভাল যাচ্ছে না ৷ সিরিজের 4টি ম্যাচেই টস হেরেছেন তিনি ৷ এখন দেখার বেঙ্গালুরুতে টস এবং ম্যাচ দুইয়ের ভাগ্য ঋষভের দিকে ঝোঁকে কিনা !