ETV Bharat / sports

SA vs IND 2nd ODI : পরীক্ষার মুখে মিডল অর্ডার ও বোলিং বিভাগ, আজ হারলেই সিরিজ হাতছাড়া

প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (SA vs IND 2nd ODI Preview) বড় পরীক্ষা ভারতীয় বোলিং বিভাগের ৷ একটি রান আউট সহ প্রথম ম্যাচে মাত্র 4টি উইকেট নিয়েছিলেন বুমরা, অশ্বিনরা (Bowling Department is Concern for India) ৷ পাশাপাশি ভারতীয় মিডল অর্ডারের ব্যর্থতায় ফের একবার দলকে হারের মুখ দেখতে হয়েছে (Challenge for Indian Middle Order Batters) ৷ ফলে ম্যাচ শেষ করে আসার চ্যালেঞ্জ থাকবে ঋষভ এবং শ্রেয়সদের কাঁধে ৷

SA vs IND 2nd ODI Preview
SA vs IND 2nd ODI Preview
author img

By

Published : Jan 21, 2022, 10:29 AM IST

পার্ল, 21 জানুয়ারি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে আজ ডু অর ডাই ম্যাচ ভারতীয় দলের ৷ আজ কেপটাউনের পার্লে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে নামবে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল (SA vs IND 2nd ODI) ৷ পার্লে প্রথম ম্যাচে 297 রান তাড়া করতে নেমে 8 উইকেট হারিয়ে 265 রানে থেমে যেতে হয় মেন ইন ব্লু বাহিনীকে ৷ যেখানে ভারতীয় দলে কামব্যাক করা শিখর ধাওয়ান, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং মিডিয়াম পেসার শার্দূল ঠাকুর ছাড়া আর কেউ রান পাননি ৷

দ্বিতীয় ম্যাচে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা এবং রাসি ভ্যান ডার ডুসেন (Do or Die Match for Team India) ৷ দুই ব্যাটারই প্রথম ম্যাচে শতরান করেন ৷ পাশাপাশি পার্লের শুকনো পিচে অশ্বিন এবং চহালের মতো অভিজ্ঞ দুই স্পিনারের সফল না হওয়া চিন্তায় রেখেছে ভারতের দুই রাহুলকে ৷ কারণ, দুই প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ এবং তাবরেজ শামসির বোলিং ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয় ৷

প্রথম ওডিআই-তে একটা সময় মনে করা হচ্ছিল, অন্তত 5 ওভার বাকি থাকতে ভারতীয় ব্যাটাররা ম্যাচ শেষ করে দেবেন ৷ ধাওয়ান এবং কোহলি নিজেদের মর্জি মতো ম্যাচকে নিয়ন্ত্রণ করছিলেন ৷ কিন্তু, প্রথমে মহারাজের বলে ধাওয়ানের উইকেট এবং তার কয়েক ওভারের মধ্যে শামসির বলে বিরাট প্যাভিলিয়নে ফিরতেই ভারত ম্যাচ থেকে দূরে সরে যেতে শুরু করে ৷

আরও পড়ুন : ICC Men's T20 WC 2022 : প্রকাশ্যে টি-20 বিশ্বকাপের সূচি, 23 অক্টোবর মেলবোর্নে ভারত-পাক লড়াই

ফের একবার ব্যর্থতার মুখ দেখেছে ভারতীয় মিডল অর্ডার (Challenge for Indian Middle Order Batters) ৷ শেষ টেস্টে শতরান করে আসা বাঁ হাতি উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ প্রথম ওয়ানডে-তে ব্যাট হাতে দলের ভরসা হয়ে উঠতে পারেননি ৷ এমনকি সফরে প্রথম ম্যাচ খেলা শ্রেয়স ভাল শুরু করেও উইকেট দিয়ে আসেন ৷ ফলে আজের ম্যাচে ভারতীয় মিডল অর্ডারের বড় পরীক্ষা হতে চলেছে ৷ প্রথম ম্যাচে ডেবিউ করা ভেঙ্কটেশ আইয়ারের দিকেও নজর থাকবে ৷ যদি তিনি আজকের ম্যাচে ফের সুযোগ পান ৷

আরও পড়ুন : India vs West Indies Series at Eden Gardens : ফেব্রুয়ারিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি ম্যাচ ইডেন গার্ডেন্সে

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগও চিন্তায় রাখছে বোলিং কোচ পরশ মামব্রেকে ৷ তাঁর অধীনে এটাই ভারতের প্রথম বিদেশ সফর ৷ যে সফরের প্রথম টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতকে ৷ যদিও সেখানে ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা ৷ আর একদিনের সিরিজেও শুরুটা ভাল করতে পারেনি ভারতীয় বোলাররা ৷ সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা 2 উইকেট এবং অশ্বিন 1 উইকেট ছাড়া বাকিদের সবার খাতা শূন্য ৷ বিশেষ করে শার্দূল ঠাকুর ৷ যার নো-বলের সুবাদে প্রথম ম্যাচে ভারতকে 297 রানের বিশাল রান তাড়া করতে হয়েছে ৷ প্রথম ম্যাচে একটি রান আউট সহ মোটে 4 উইকেট ফেলতে পেরেছেন ভারতীয় বোলারা (Bowling Department is Concern for India) ৷ যা আগামী বছর ঘরের মাঠে বিশ্বকাপের আগে সত্যিই চিন্তার বিষয় ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্কের কাছে ৷

পার্ল, 21 জানুয়ারি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে আজ ডু অর ডাই ম্যাচ ভারতীয় দলের ৷ আজ কেপটাউনের পার্লে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে নামবে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল (SA vs IND 2nd ODI) ৷ পার্লে প্রথম ম্যাচে 297 রান তাড়া করতে নেমে 8 উইকেট হারিয়ে 265 রানে থেমে যেতে হয় মেন ইন ব্লু বাহিনীকে ৷ যেখানে ভারতীয় দলে কামব্যাক করা শিখর ধাওয়ান, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং মিডিয়াম পেসার শার্দূল ঠাকুর ছাড়া আর কেউ রান পাননি ৷

দ্বিতীয় ম্যাচে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা এবং রাসি ভ্যান ডার ডুসেন (Do or Die Match for Team India) ৷ দুই ব্যাটারই প্রথম ম্যাচে শতরান করেন ৷ পাশাপাশি পার্লের শুকনো পিচে অশ্বিন এবং চহালের মতো অভিজ্ঞ দুই স্পিনারের সফল না হওয়া চিন্তায় রেখেছে ভারতের দুই রাহুলকে ৷ কারণ, দুই প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ এবং তাবরেজ শামসির বোলিং ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয় ৷

প্রথম ওডিআই-তে একটা সময় মনে করা হচ্ছিল, অন্তত 5 ওভার বাকি থাকতে ভারতীয় ব্যাটাররা ম্যাচ শেষ করে দেবেন ৷ ধাওয়ান এবং কোহলি নিজেদের মর্জি মতো ম্যাচকে নিয়ন্ত্রণ করছিলেন ৷ কিন্তু, প্রথমে মহারাজের বলে ধাওয়ানের উইকেট এবং তার কয়েক ওভারের মধ্যে শামসির বলে বিরাট প্যাভিলিয়নে ফিরতেই ভারত ম্যাচ থেকে দূরে সরে যেতে শুরু করে ৷

আরও পড়ুন : ICC Men's T20 WC 2022 : প্রকাশ্যে টি-20 বিশ্বকাপের সূচি, 23 অক্টোবর মেলবোর্নে ভারত-পাক লড়াই

ফের একবার ব্যর্থতার মুখ দেখেছে ভারতীয় মিডল অর্ডার (Challenge for Indian Middle Order Batters) ৷ শেষ টেস্টে শতরান করে আসা বাঁ হাতি উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ প্রথম ওয়ানডে-তে ব্যাট হাতে দলের ভরসা হয়ে উঠতে পারেননি ৷ এমনকি সফরে প্রথম ম্যাচ খেলা শ্রেয়স ভাল শুরু করেও উইকেট দিয়ে আসেন ৷ ফলে আজের ম্যাচে ভারতীয় মিডল অর্ডারের বড় পরীক্ষা হতে চলেছে ৷ প্রথম ম্যাচে ডেবিউ করা ভেঙ্কটেশ আইয়ারের দিকেও নজর থাকবে ৷ যদি তিনি আজকের ম্যাচে ফের সুযোগ পান ৷

আরও পড়ুন : India vs West Indies Series at Eden Gardens : ফেব্রুয়ারিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি ম্যাচ ইডেন গার্ডেন্সে

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগও চিন্তায় রাখছে বোলিং কোচ পরশ মামব্রেকে ৷ তাঁর অধীনে এটাই ভারতের প্রথম বিদেশ সফর ৷ যে সফরের প্রথম টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতকে ৷ যদিও সেখানে ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা ৷ আর একদিনের সিরিজেও শুরুটা ভাল করতে পারেনি ভারতীয় বোলাররা ৷ সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা 2 উইকেট এবং অশ্বিন 1 উইকেট ছাড়া বাকিদের সবার খাতা শূন্য ৷ বিশেষ করে শার্দূল ঠাকুর ৷ যার নো-বলের সুবাদে প্রথম ম্যাচে ভারতকে 297 রানের বিশাল রান তাড়া করতে হয়েছে ৷ প্রথম ম্যাচে একটি রান আউট সহ মোটে 4 উইকেট ফেলতে পেরেছেন ভারতীয় বোলারা (Bowling Department is Concern for India) ৷ যা আগামী বছর ঘরের মাঠে বিশ্বকাপের আগে সত্যিই চিন্তার বিষয় ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্কের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.