ETV Bharat / sports

India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে মেগা দ্বৈরথে নেই শামি, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের - বাবর আজম

India vs Pakistan Toss in Asia Cup 2023: পাল্লেকেলের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ তবে, প্রথম একাদশে জায়গা পেলেন না মহম্মদ শামি ৷ বদলে ব্যাটিং গভীরতা বাড়াতে নেওয়া হল শার্দূল ঠাকুরকে ৷

Image Courtesy: ICC Twitter
Image Courtesy: ICC Twitter
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 2:34 PM IST

Updated : Sep 2, 2023, 3:07 PM IST

পাল্লেকেলে, 2 সেপ্টেম্বর: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের মেগা দ্বৈরথ ৷ পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ এশিয়ান জায়ান্টসদের এই দ্বৈরথে প্রথম একাদশে সুযোগ পেলেন না মহম্মদ শামি ৷ 2022-এর পর ফের 50 ওভারের ক্রিকেটে কামব্যাক করলেন জসপ্রীত বুমরাহ ৷ এই ম্যাচে তিনজন অলরাউন্ডার নিয়ে নেমেছে ভারত ৷ চোট সারিয়ে প্রথম একাদশে ফিরেছেন শ্রেয়স আইয়ার ৷

তবে, পাকিস্তানের মতো বড় ম্যাচে মহম্মদ শামির প্রথম একাদশে জায়গা না পাওয়া অবশ্যই টিম ম্যানেজমেন্টের ভাবনাচিন্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ৷ প্রাথমিকভাবে পাকিস্তানের শক্তিশালী বোলিংয়ের কারণে, রাহুল এবং রোহিত ব্যাটিং গভীরতা বাড়াতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে ৷ সেই কারণে, 8 নম্বরে শার্দূল ঠাকুরকে খেলানোর পরিকল্পনা নিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, নতুন বল হোক বা পুরনো, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম এবং মহম্মদ নওয়াজদের বিরুদ্ধে শামির অভিজ্ঞতার অভাববোধ করবেন রোহিত শর্মা ৷

অন্যদিকে, পাল্লেকেলের পিচে দুই ইনিংসের শুরুতেই পেসাররা সাহায্য পাবেন ৷ সম্প্রচারকারী চ্যানেলের পিচ রিপোর্টে সঞ্জয় মঞ্জরেকর এমনটাই জানিয়েছেন ৷ তিনি জানান, যেহেতু মাঝেমধ্যেই বৃষ্টি নামছে ৷ তাই হাওয়ায় সিম মুভমেন্টও পাবেন বোলাররা ৷ তবে, পিচের সমান বাউন্স ব্যাটারদেরও সাহায্য করবে ৷ আর বল পুরনো হলে রিস্ট স্পিনার কুলদীপ যাদবও সাহায্য পাবেন বলে মত সঞ্জয় মঞ্জরেকরের ৷

আরও পড়ুন: তাঁর হাতেই বদলেছে বোলিং বিভাগ, মেগা ম্যাচে বুমরাই বাজি প্রাক্তন কোচ অরুণের

টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে শতরান হাঁকানো পাক অধিনায়ক বাবর আজম সর্বোচ্চ শতরানের নিরিখে কিংবদন্তি সঈদ আনোয়ারের (20টি) নজির ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন ৷ আরেকটি সেঞ্চুরি করলেই ওডিআই ক্রিকেটে শতরানের নিরিখে প্রাক্তনীকে ছুঁয়ে ফেলবেন বাবর ৷ পাকিস্তান তাদের সেরা তিন পেসারকে নিয়ে মাঠে নেমেছে ৷ শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হ্যারিস রউফ নতুন বলে রোহিত, শুভমনদের পরীক্ষা নেবেন ৷ অন্যদিকে, স্পিন বিভাগে রয়েছেন মহম্মদ নওয়াজ, শাদাব খান এবং ইফতিখার আহমেদ ৷

আরও পড়ুন: মাঠের দ্বৈরথের আগে বিরাট-বাবরদের সৌদার্হ্যের উষ্ণতা পাল্লেকেলেতে

পাল্লেকেলে, 2 সেপ্টেম্বর: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের মেগা দ্বৈরথ ৷ পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ এশিয়ান জায়ান্টসদের এই দ্বৈরথে প্রথম একাদশে সুযোগ পেলেন না মহম্মদ শামি ৷ 2022-এর পর ফের 50 ওভারের ক্রিকেটে কামব্যাক করলেন জসপ্রীত বুমরাহ ৷ এই ম্যাচে তিনজন অলরাউন্ডার নিয়ে নেমেছে ভারত ৷ চোট সারিয়ে প্রথম একাদশে ফিরেছেন শ্রেয়স আইয়ার ৷

তবে, পাকিস্তানের মতো বড় ম্যাচে মহম্মদ শামির প্রথম একাদশে জায়গা না পাওয়া অবশ্যই টিম ম্যানেজমেন্টের ভাবনাচিন্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ৷ প্রাথমিকভাবে পাকিস্তানের শক্তিশালী বোলিংয়ের কারণে, রাহুল এবং রোহিত ব্যাটিং গভীরতা বাড়াতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে ৷ সেই কারণে, 8 নম্বরে শার্দূল ঠাকুরকে খেলানোর পরিকল্পনা নিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, নতুন বল হোক বা পুরনো, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম এবং মহম্মদ নওয়াজদের বিরুদ্ধে শামির অভিজ্ঞতার অভাববোধ করবেন রোহিত শর্মা ৷

অন্যদিকে, পাল্লেকেলের পিচে দুই ইনিংসের শুরুতেই পেসাররা সাহায্য পাবেন ৷ সম্প্রচারকারী চ্যানেলের পিচ রিপোর্টে সঞ্জয় মঞ্জরেকর এমনটাই জানিয়েছেন ৷ তিনি জানান, যেহেতু মাঝেমধ্যেই বৃষ্টি নামছে ৷ তাই হাওয়ায় সিম মুভমেন্টও পাবেন বোলাররা ৷ তবে, পিচের সমান বাউন্স ব্যাটারদেরও সাহায্য করবে ৷ আর বল পুরনো হলে রিস্ট স্পিনার কুলদীপ যাদবও সাহায্য পাবেন বলে মত সঞ্জয় মঞ্জরেকরের ৷

আরও পড়ুন: তাঁর হাতেই বদলেছে বোলিং বিভাগ, মেগা ম্যাচে বুমরাই বাজি প্রাক্তন কোচ অরুণের

টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে শতরান হাঁকানো পাক অধিনায়ক বাবর আজম সর্বোচ্চ শতরানের নিরিখে কিংবদন্তি সঈদ আনোয়ারের (20টি) নজির ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন ৷ আরেকটি সেঞ্চুরি করলেই ওডিআই ক্রিকেটে শতরানের নিরিখে প্রাক্তনীকে ছুঁয়ে ফেলবেন বাবর ৷ পাকিস্তান তাদের সেরা তিন পেসারকে নিয়ে মাঠে নেমেছে ৷ শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হ্যারিস রউফ নতুন বলে রোহিত, শুভমনদের পরীক্ষা নেবেন ৷ অন্যদিকে, স্পিন বিভাগে রয়েছেন মহম্মদ নওয়াজ, শাদাব খান এবং ইফতিখার আহমেদ ৷

আরও পড়ুন: মাঠের দ্বৈরথের আগে বিরাট-বাবরদের সৌদার্হ্যের উষ্ণতা পাল্লেকেলেতে

Last Updated : Sep 2, 2023, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.