ETV Bharat / sports

ICC World Cup 2023: ভারত-পাক মেগা দ্বৈরথে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত রোহিতের, একাদশে গিল

India vs Pakistan in ICC Cricket World Cup: বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ আজ ৷ যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে আয়োজক ভারত ৷ ধারে ও ভারে এই ম্যাচে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ভারতীয় দল ৷ তবে, আসল লড়াইটা হবে মাঠে ৷

Image Courtesy: ICC Cricket World Cup
Image Courtesy: ICC Cricket World Cup
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 1:35 PM IST

Updated : Oct 14, 2023, 2:10 PM IST

আমেদাবাদ, 14 অক্টোবর: আমেদাবাদের মেগা ক্ল্যাশে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিতের ৷ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সুস্থ হয়ে প্রথম একাদশে ফিরলেন শুভমন গিল ৷ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ডানি-হাতি ব্যাটারকে ওপেন করতে দেখা যাবে ৷ তবে, আফগানিস্তানের বিরুদ্ধে রান করেও বাদ পড়লেন বাঁ-হাতি ঈশান কিষাণ ৷ এ দিন বোলিংয়ে সিদ্ধান্ত নিয়ে রোহিত জানান, রাতের আমেদাবাদে শিশির বড় ভূমিকা নেবে ম্যাচের ফলাফলে ৷ যেখানে রান তাড়া করে জেতা অনেকটাই সহজ বলে মনে করছেন তিনি ৷ এমনকি পাকিস্তান অধিনায়ক বাবর আজমকেও একই কথা বলতে শোনা গিয়েছে ৷

আজকের ম্যাচে ভারতের প্রথম একাদশে ফিরেছেন ওপেনার শুভমন গিল ৷ কিন্তু, তাঁকে জায়গা করে দিতে গিয়ে বাঁ-হাতি ঈশান কিষাণকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ শ্রেয়স আইয়ারকে মিডল-অর্ডারে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন, সঞ্জয় মঞ্জরেকরের মতো প্রাক্তন ক্রিকেটার ৷ সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন, ‘‘ঈশান কিষাণের বাদ পড়া আমাকে হতাশ করেছে ৷ বদল শ্রেয়স আইয়ারকে মিডল-অর্ডারে বসানো যেত ৷’’ মিডল-অর্ডারে পাকিস্তানের বাঁ-হাতি অর্থডক্স স্পিনারের বিরুদ্ধে ঈশান সেরা অস্ত্র হতে পারতেন বলে মত মঞ্জরেকরের ৷

অন্যদিক, গত দুই ম্যাচে জসপ্রীত বুমরাকে ফর্মে দেখা গেলেও, মহম্মদ সিরাজকে সেভাবে সফল হতে পারেননি ৷ সেটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে বড় চিন্তার ৷ তবে, সিরাজের মতো ক্রিকেটার বড় মঞ্চে নিজের সেরাটা দিতে জানানে ৷ তাই হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা হায়দরাবাদির উপর পূর্ণ আস্থা রাখছেন ৷ কিন্তু, ব্যাটিংকে শক্তিশালী করতে গিয়ে, ফের একবার মহম্মদ শামির মতো সিনিয়র বোলারকে প্রথম একাদশে রাখা হল না ৷ নতুন বলে বুমরার সঙ্গে উইকেট তোলার নিরিখে সিরাজর থেকে শামিকে অনেক বেশি এগিয়ে রেখেছিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ৷ সেখানে পাকিস্তানের বিরুদ্ধে শামির অভিজ্ঞতার অভাব ভারতীয় দল অনুভব করতে পারেন বলে মত তাঁর ৷ গত ম্যাচে পাকিস্তানের টপ-অর্ডারে সেঞ্চুরি করেছেন আবদুল্লা শফিক এবং মহম্মদ রিজওয়ান ৷ তা শ্রীলঙ্কার বিরুদ্ধে হলেও, বড় ম্যাচের আগে পাকিস্তানের দুই ব্যাটার ফর্মে রয়েছেন ৷ তাই বাবর আজমের সঙ্গে রিজওয়ান এবং শফিকের উইকেটও গুরুত্বপূর্ণ হবে ৷

আরও পড়ুন: ভারত-পাক দ্বৈরথের আবহে নানা রঙে সেজে উঠেছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম


আমেদাবাদ, 14 অক্টোবর: আমেদাবাদের মেগা ক্ল্যাশে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিতের ৷ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সুস্থ হয়ে প্রথম একাদশে ফিরলেন শুভমন গিল ৷ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ডানি-হাতি ব্যাটারকে ওপেন করতে দেখা যাবে ৷ তবে, আফগানিস্তানের বিরুদ্ধে রান করেও বাদ পড়লেন বাঁ-হাতি ঈশান কিষাণ ৷ এ দিন বোলিংয়ে সিদ্ধান্ত নিয়ে রোহিত জানান, রাতের আমেদাবাদে শিশির বড় ভূমিকা নেবে ম্যাচের ফলাফলে ৷ যেখানে রান তাড়া করে জেতা অনেকটাই সহজ বলে মনে করছেন তিনি ৷ এমনকি পাকিস্তান অধিনায়ক বাবর আজমকেও একই কথা বলতে শোনা গিয়েছে ৷

আজকের ম্যাচে ভারতের প্রথম একাদশে ফিরেছেন ওপেনার শুভমন গিল ৷ কিন্তু, তাঁকে জায়গা করে দিতে গিয়ে বাঁ-হাতি ঈশান কিষাণকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ শ্রেয়স আইয়ারকে মিডল-অর্ডারে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন, সঞ্জয় মঞ্জরেকরের মতো প্রাক্তন ক্রিকেটার ৷ সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন, ‘‘ঈশান কিষাণের বাদ পড়া আমাকে হতাশ করেছে ৷ বদল শ্রেয়স আইয়ারকে মিডল-অর্ডারে বসানো যেত ৷’’ মিডল-অর্ডারে পাকিস্তানের বাঁ-হাতি অর্থডক্স স্পিনারের বিরুদ্ধে ঈশান সেরা অস্ত্র হতে পারতেন বলে মত মঞ্জরেকরের ৷

অন্যদিক, গত দুই ম্যাচে জসপ্রীত বুমরাকে ফর্মে দেখা গেলেও, মহম্মদ সিরাজকে সেভাবে সফল হতে পারেননি ৷ সেটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে বড় চিন্তার ৷ তবে, সিরাজের মতো ক্রিকেটার বড় মঞ্চে নিজের সেরাটা দিতে জানানে ৷ তাই হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা হায়দরাবাদির উপর পূর্ণ আস্থা রাখছেন ৷ কিন্তু, ব্যাটিংকে শক্তিশালী করতে গিয়ে, ফের একবার মহম্মদ শামির মতো সিনিয়র বোলারকে প্রথম একাদশে রাখা হল না ৷ নতুন বলে বুমরার সঙ্গে উইকেট তোলার নিরিখে সিরাজর থেকে শামিকে অনেক বেশি এগিয়ে রেখেছিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ৷ সেখানে পাকিস্তানের বিরুদ্ধে শামির অভিজ্ঞতার অভাব ভারতীয় দল অনুভব করতে পারেন বলে মত তাঁর ৷ গত ম্যাচে পাকিস্তানের টপ-অর্ডারে সেঞ্চুরি করেছেন আবদুল্লা শফিক এবং মহম্মদ রিজওয়ান ৷ তা শ্রীলঙ্কার বিরুদ্ধে হলেও, বড় ম্যাচের আগে পাকিস্তানের দুই ব্যাটার ফর্মে রয়েছেন ৷ তাই বাবর আজমের সঙ্গে রিজওয়ান এবং শফিকের উইকেটও গুরুত্বপূর্ণ হবে ৷

আরও পড়ুন: ভারত-পাক দ্বৈরথের আবহে নানা রঙে সেজে উঠেছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম


Last Updated : Oct 14, 2023, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.