কলম্বো, 10 সেপ্টেম্বর: আজ হাইভোল্টেজ ম্যাচ ৷ এশিয়া কাপের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রথম সাক্ষাৎ খুব একটা ভালো হয়নি। এমনই আবহে কলম্বোয় সুপার সানডে'তে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুই প্রতিবেশীর ক্রিকেট বৈরিতা চিরকালই উঁচুতারে বাধা। এই জয় কাপ জয়ের চেয়েও মহার্ঘ। সফল অধিনায়কের তকমা পড়লেও দুই দেশের অধিনায়কের সাফল্যের খতিয়ান ভারত পাকিস্তান ম্যাচের সাফল্যের নিরিখেই মাপা হয়। তাই এই ক্রিকেট ডার্বি অন্য সব ম্যাচের থেকে আলাদা।
ইতিমধ্যেই গ্রুপ পর্বের খেলায় বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে। বৃষ্টি আবার যাতে প্রতিবন্ধকতা না-সৃষ্টি করে সেই জন্য ম্যাচ কলম্বোয় সরিয়ে নিয়ে আসা হয়েছে। তবে বৃষ্টির শঙ্কা কলম্বোতেও পিছু ছাড়ছে না। হাওয়া অফিস বলছে, 90 শতাংশ পূর্বাভাস রয়েছে বৃষ্টির। আয়োজকরা অবশ্য রিজার্ভ-ডে রেখেছেন। তবে ওয়াঘার এপার-ওপার আস্তিন গুটিয়ে বাইশ গজে ফয়সালাটা সেরে নিতে চাইছে রবিবারই। দুই দলের অন্দরে লাভা উদগীরন থাকলেও বহিরঙ্গে তার প্রকাশ নেই। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, শ্রীলঙ্কায় তারা গত দু'মাস ধরে খেলছেন। দ্বীপরাষ্ট্রে টেষ্ট ম্যাচ খেলেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলেছেন। তাই ভারতের তুলনায় এগিয়ে থাকবেন।
-
ASIA CUP 2023: 9th ODI
— Asia Cup (@AsiaCup_23) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇵🇰 Pakistani Pacers vs 🇮🇳Indian Batters
Which Team you will support?
Retweet for 🇵🇰Pakistan 🔁
Comment for 🇮🇳 India
Last Match Stats:
Top Pakistani Pacers:
🇵🇰 Shaheen Afridi: 04 Wickets
🇵🇰 Haris Rauf: 03 Wickets
🇵🇰 Naeem Shah: 03 Wickets
Top Indian… pic.twitter.com/lRLdp3hA8l
">ASIA CUP 2023: 9th ODI
— Asia Cup (@AsiaCup_23) September 9, 2023
🇵🇰 Pakistani Pacers vs 🇮🇳Indian Batters
Which Team you will support?
Retweet for 🇵🇰Pakistan 🔁
Comment for 🇮🇳 India
Last Match Stats:
Top Pakistani Pacers:
🇵🇰 Shaheen Afridi: 04 Wickets
🇵🇰 Haris Rauf: 03 Wickets
🇵🇰 Naeem Shah: 03 Wickets
Top Indian… pic.twitter.com/lRLdp3hA8lASIA CUP 2023: 9th ODI
— Asia Cup (@AsiaCup_23) September 9, 2023
🇵🇰 Pakistani Pacers vs 🇮🇳Indian Batters
Which Team you will support?
Retweet for 🇵🇰Pakistan 🔁
Comment for 🇮🇳 India
Last Match Stats:
Top Pakistani Pacers:
🇵🇰 Shaheen Afridi: 04 Wickets
🇵🇰 Haris Rauf: 03 Wickets
🇵🇰 Naeem Shah: 03 Wickets
Top Indian… pic.twitter.com/lRLdp3hA8l
একইসঙ্গে তিনি বলেছেন পাকিস্তানের পেস আক্রমণ এখন বিশ্বের সেরা। ইতিমধ্যে প্রথম একাদশ ঘোষণা করেছে পাক টিম ম্যানেজমেন্ট। ভারতীয় থিঙ্ক ট্যাংক প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে ধোঁয়াশা অব্যাহত রাখছে। বৃষ্টি বিঘ্নিত প্রাথমিক পর্বের পাকিস্তান ম্যাচে তিন পেসার নিয়ে নেমেছিলেন রোহিত শর্মা। কিন্তু প্রেমাদাসায় বাইশ গজ স্পিনারদের বন্ধু। তাই তিন স্পিনারে ভারতীয় একাদশ সাজতে পারে। সেক্ষেত্রে রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবের সঙ্গে অক্ষর প্যাটেল দলে জায়গা পাবেন। বাদ পড়তে পারেন শার্দূল ঠাকুর।
এদিকে, সদ্য বাবা হয়েছেন যশপ্রীত বুমরা। সিরিজের মাঝেই দেশে এসে সন্তানকে দেখে গিয়েছেন দেশের এই স্পিটস্টার। আজকের ম্যাচে মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামির মধ্যে বুমরার সঙ্গী কে হন সেটাই দেখার। তাছাড়া প্রাথমিক পর্বের পাক ম্যাচে শামিকে বাইরে রাখা হয়েছিল। মনে করা হচ্ছে, লোকেশ রাহুল আসতে পারেন শ্রেয়স আইয়ারের জায়গায়। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চোট সারিয়ে ফেরা কেএলকে দেখে নিতে চাইছেন বিশ্বকাপের কথা মাথায় রেখে। শ্রেয়স আইয়ারও চোট সারিয়ে ফিরে নেপালের বিরুদ্ধে দলে ছিলেন। তবে ব্যাট করতে হয়নি। এই অবস্থায় পাল্লেকেলেতে ভালো খেলা ইশান কিষাণকে বসানোর ঝুঁকি দ্রাবিড়-রোহিত জুটি নেবেন কিনা সেটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন।
সব মিলিয়ে ধোঁয়াশা অব্যাহত। পাল্লেকেলেতে পাকিস্তানের পেস আক্রমণ ভারতীয় ব্যাটিংয়ে কাঁপন ধরিয়েছিল। নাসিম শাহ, শাহিন আফ্রিদির বল বুঝতে যে সমস্যা হয়েছে তা মানছেন শুভমন গিল। পাক পেসারদের বিরুদ্ধে নিয়মিত না-খেলার কারণেই এই সমস্যা বলে মনে করেন এই তরুণ ভারতীয় ওপেনার। তবে এই ম্যাচে সমস্যা যাই থাকুক না-কেন পারফরম্যান্সই শেষ কথা। প্রতিবন্ধকতা সরিয়ে জয়ই ক্রিকেটারদের দেশের ও দশের নায়কের আসনে স্থান দেয়। আর এই চ্যালেঞ্জ সামলানোটা যে স্নায়ুর উপর নির্ভরশীল তা বলছেন ঝুলন গোস্বামী।
তাঁর মতে, আর্ন্তজাতিক ম্যাচ খেলতে হলে সমস্ত পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। সংশ্লিষ্ট দিনে কীভাবে পরিস্থিতি সামলানো সম্ভব হল তার উপরই সবকিছু নির্ভর করবে। ভারতীয় ক্রিকেটারদের নৈপুণ্যের উপর আস্থা রাখছেন ঝুলন। তিনি মনে করেন, রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলিরা বড় মঞ্চে জ্বলে উঠতে জানেন। এই কথা মাথায় রেখেই ভারতের পক্ষে বাজি ধরছেন ঝুলন। বাংলার ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার বলছেন, "পাকিস্তান পেস আক্রমণ সেরা। শাহিন আফ্রিদি নাসিম শাহরা ছন্দে রয়েছেন।"
তবে বারবার উইকেট দিয়ে কোহলি রোহিতরা চলে আসবেন তা ভাবলে ভুল হবে। তাছাড়া শেষ ম্যাচে প্রাথমিক ধাক্কা সামলে ভারত কিন্তু লড়াই করার মত স্কোর করেছিল। তাই রবিবাবের ভারত পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ ব্যাটার বনাম বোলারদের পরস্পরকে টেক্কা দেওয়ার লড়াই। অপেক্ষা কয়েক ঘণ্টার।
আরও পড়ুন: সুপার ফোরে ভারত-পাক ম্যাচে ‘বিশেষ রিজার্ভ ডে’, ঘোষণা এসিসি’র