ETV Bharat / sports

ICC World Cup 2023: টস জিতে বোলিং জস বাটলারের, সুযোগ পেলেন না অশ্বিন - রবিচন্দ্রন অশ্বিন

India vs England in ICC Cricket World Cup: লখনউয়ের অটলবিহারী একানা স্টেডিয়ামে মুখোমুখি ভারত-ইংল্যান্ড ৷ একদিকে পয়েন্ট তালিকায় দু’নম্বরে থাকা ভারত এবং বিপক্ষে সবার নিচে থাকা ইংল্যান্ড ৷

Image Courtesy: BCCI and ECB X
Image Courtesy: BCCI and ECB X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 1:39 PM IST

Updated : Oct 29, 2023, 3:48 PM IST

লখনউ, 29 অক্টোবর: লখনউয়ে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ৷ আইসিসি বিশ্বকাপে প্রথমবার আগে ব্যাট করতে নামছে ভারত ৷ তবে, রোহিত শর্মা জানালেন, তিনি টস জিতলে আগে ব্যাটিং করতেন ৷ কারণ, স্কোর বোর্ডে রান তুলে, তা ডিফেন্ড করার চ্যালেঞ্জ নিতে চায় টিম ম্যানেজমেন্ট ৷ উত্তর ভারতে এই সময় ঠান্ডা পড়তে শুরু করেছে ৷ রাতের দিকে শিশির বড় ভূমিকা নিতে পারে ৷ আর একানা স্টেডিয়ামের শুকনো উইকেটে আগে বোলিং করে প্রতিপক্ষকে অল্প রানে আটকে দেওয়াই লক্ষ্য ইংল্যান্ডের ৷

আজকের ম্যাচে দুই দলেই কোনও পরিবর্তন করা হয়নি ৷ ভারত নিউজিল্যান্ড ম্যাচের ইউনিং কম্বিনেশন নিয়ে খেলতে নামছে ৷ তবে, একানার শুকনো পিচে অশ্বিনকে দেখা যেতে পারে, এমন একটা সম্ভাবনা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ ৷ কিন্তু, আংশিক লালমাটির পিচে তিন পেসার খেলানোর পক্ষে টিম ম্যানেজমেন্ট ৷ বিষাণ সিং বেদির স্মরণে কালো আর্মব্যান্ড পরে খেলছে টিম ইন্ডিয়া ৷ 23 অক্টোবর প্রয়াত হন কিংবদন্তি ক্রিকেটার ৷ 1976-1978 সালের মধ্যে 22টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বেদি ৷ 1967-1979 সাল পর্যন্ত মোট 67টি টেস্ট এবং 10টি ওডিআইতে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

আজকের ম্যাচে একদিকে লিগ তালিকায় সব ম্যাচ জিতে দু’নম্বরে থাকা ভারতীয় দল ৷ আর তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের চারটিতে হেরে সবার নিচে থাকা ইংল্যান্ড ৷ সেই দল যাঁরা 2019 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ৷ তবে, এই ম্যাচে ইংল্যান্ডকে হালকাভাবে নিতে রাজি নন রোহিত অ্যান্ড কোম্পানি ৷ নিজেদের দিনে যে কোনও দলকে পর্যুদস্ত করতে সক্ষম থ্রি-লায়ন্সরা ৷ তাই সবরকম প্রস্তুতি নিয়েই নামছেন রোহিতরা ৷ বিশেষত, ইংল্যান্ড ব্যাটিংয়ের বিরুদ্ধে ৷ ওপেনিংয়ে ডেভিড মালান, জনি বেয়ারস্টোর মতো বিস্ফোরক ব্যাটারদের দ্রুত ফেরানোর দায়িত্ব থাকবে ভারতের পেস ব্যাটারির উপর ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে 100তম আন্তর্জাতিক ম্যাচ রোহিতের, 'হিটম্যান'কে নিয়ে বাড়ছে প্রত্যাশা

তিন নম্বরে জো রুট তেমন সফল না হলেও, নিজের দিনে তিনি ভয়ংকর ৷ তাই মাটি আকড়ে ধরার আগেই 'রুট'কে উপড়ে ফেলতে হবে ৷ এরপর মিডল-অর্ডারে জস বাটলার, বেন স্টোকস, মইন আলি এবং লিয়াম লিভিংস্টোনরা রয়েছেন ৷ তাঁরা নিজেরা সেরা ম্যাচ উইনার ৷ তবে, এটা ঠিক এই বিশ্বকাপে এই ম্যাচ উইনারদের এক শতাংশও পায়নি ইংল্যান্ড দল ৷ কিন্তু, কোনও ভাবেই থ্রি-লায়ন্সকে হালকাভাবে নিলে চলবে না ৷

আরও পড়ুন: বিধ্বস্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ নিয়ে জল্পনা

অন্যদিকে, টুর্নামেন্টে সব ম্যাচ জিতে এখনও পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল ভারত ৷ ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মা শুরুটা ভালো করছেন দলের হয়ে ৷ তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ে ভারতের খেলা পাঁচ ম্যাচে রান তাড়া করতে গিয়ে স্কোরবোর্ডের চাপ মিডল-অর্ডার বুঝতেই পারেনি ৷ তার উপর আজ অধিনায়ক হিসেবে রোহিত একশোতম ম্যাচ খেলতে নামবেন ৷ তাই এই ম্যাচে রোহিতের থেকে বাড়তি কিছু আশা করছে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা ৷ আর শুভমন গিলের ব্যাট থেকেও তেমন বড় ইনিংস আসেনি ৷ তাই এবার গিলের ব্যাট থেকেও রানের আশায় রয়েছে টিম ম্যানেজমেন্ট ৷

লখনউ, 29 অক্টোবর: লখনউয়ে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ৷ আইসিসি বিশ্বকাপে প্রথমবার আগে ব্যাট করতে নামছে ভারত ৷ তবে, রোহিত শর্মা জানালেন, তিনি টস জিতলে আগে ব্যাটিং করতেন ৷ কারণ, স্কোর বোর্ডে রান তুলে, তা ডিফেন্ড করার চ্যালেঞ্জ নিতে চায় টিম ম্যানেজমেন্ট ৷ উত্তর ভারতে এই সময় ঠান্ডা পড়তে শুরু করেছে ৷ রাতের দিকে শিশির বড় ভূমিকা নিতে পারে ৷ আর একানা স্টেডিয়ামের শুকনো উইকেটে আগে বোলিং করে প্রতিপক্ষকে অল্প রানে আটকে দেওয়াই লক্ষ্য ইংল্যান্ডের ৷

আজকের ম্যাচে দুই দলেই কোনও পরিবর্তন করা হয়নি ৷ ভারত নিউজিল্যান্ড ম্যাচের ইউনিং কম্বিনেশন নিয়ে খেলতে নামছে ৷ তবে, একানার শুকনো পিচে অশ্বিনকে দেখা যেতে পারে, এমন একটা সম্ভাবনা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ ৷ কিন্তু, আংশিক লালমাটির পিচে তিন পেসার খেলানোর পক্ষে টিম ম্যানেজমেন্ট ৷ বিষাণ সিং বেদির স্মরণে কালো আর্মব্যান্ড পরে খেলছে টিম ইন্ডিয়া ৷ 23 অক্টোবর প্রয়াত হন কিংবদন্তি ক্রিকেটার ৷ 1976-1978 সালের মধ্যে 22টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বেদি ৷ 1967-1979 সাল পর্যন্ত মোট 67টি টেস্ট এবং 10টি ওডিআইতে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

আজকের ম্যাচে একদিকে লিগ তালিকায় সব ম্যাচ জিতে দু’নম্বরে থাকা ভারতীয় দল ৷ আর তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের চারটিতে হেরে সবার নিচে থাকা ইংল্যান্ড ৷ সেই দল যাঁরা 2019 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ৷ তবে, এই ম্যাচে ইংল্যান্ডকে হালকাভাবে নিতে রাজি নন রোহিত অ্যান্ড কোম্পানি ৷ নিজেদের দিনে যে কোনও দলকে পর্যুদস্ত করতে সক্ষম থ্রি-লায়ন্সরা ৷ তাই সবরকম প্রস্তুতি নিয়েই নামছেন রোহিতরা ৷ বিশেষত, ইংল্যান্ড ব্যাটিংয়ের বিরুদ্ধে ৷ ওপেনিংয়ে ডেভিড মালান, জনি বেয়ারস্টোর মতো বিস্ফোরক ব্যাটারদের দ্রুত ফেরানোর দায়িত্ব থাকবে ভারতের পেস ব্যাটারির উপর ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে 100তম আন্তর্জাতিক ম্যাচ রোহিতের, 'হিটম্যান'কে নিয়ে বাড়ছে প্রত্যাশা

তিন নম্বরে জো রুট তেমন সফল না হলেও, নিজের দিনে তিনি ভয়ংকর ৷ তাই মাটি আকড়ে ধরার আগেই 'রুট'কে উপড়ে ফেলতে হবে ৷ এরপর মিডল-অর্ডারে জস বাটলার, বেন স্টোকস, মইন আলি এবং লিয়াম লিভিংস্টোনরা রয়েছেন ৷ তাঁরা নিজেরা সেরা ম্যাচ উইনার ৷ তবে, এটা ঠিক এই বিশ্বকাপে এই ম্যাচ উইনারদের এক শতাংশও পায়নি ইংল্যান্ড দল ৷ কিন্তু, কোনও ভাবেই থ্রি-লায়ন্সকে হালকাভাবে নিলে চলবে না ৷

আরও পড়ুন: বিধ্বস্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ নিয়ে জল্পনা

অন্যদিকে, টুর্নামেন্টে সব ম্যাচ জিতে এখনও পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল ভারত ৷ ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মা শুরুটা ভালো করছেন দলের হয়ে ৷ তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ে ভারতের খেলা পাঁচ ম্যাচে রান তাড়া করতে গিয়ে স্কোরবোর্ডের চাপ মিডল-অর্ডার বুঝতেই পারেনি ৷ তার উপর আজ অধিনায়ক হিসেবে রোহিত একশোতম ম্যাচ খেলতে নামবেন ৷ তাই এই ম্যাচে রোহিতের থেকে বাড়তি কিছু আশা করছে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা ৷ আর শুভমন গিলের ব্যাট থেকেও তেমন বড় ইনিংস আসেনি ৷ তাই এবার গিলের ব্যাট থেকেও রানের আশায় রয়েছে টিম ম্যানেজমেন্ট ৷

Last Updated : Oct 29, 2023, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.