ETV Bharat / sports

India vs England : রাহুলের ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল ভারত - India vs England Frist Test 3rd Day

প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড ভারতের ৷ তৃতীয় দিন মধ্যাহ্নভোজের পরে ইংল্যান্ডের থেকে 25 রানে এগিয়ে ভারত ৷ ব্যাট হাতে ওপেনার কে এল রাহুল 214 বলে 84 রানের অসাধারণ ইনিংস খেলেছেন ৷ অন্যদিকে, তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৷

india-vs-england-frist-test-match-3rd-day
India vs England : ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল ভারত
author img

By

Published : Aug 6, 2021, 7:56 PM IST

ট্রেন্টব্রিজ, 6 অগস্ট : বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের প্রাথমিক ধাক্কা সামলে, ইংল্যান্ড (England)-এর বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে ফের একবার চালকের আসনে ভারত (India) ৷ ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান টপকে লিড নিল ভারতীয় দল ৷ 191 রান করে 5 উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ভারত ৷ দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে রাহুলের উইকেট হারায় ভারত ৷ কে এল রাহুল (K L Rahul) 214 বলে 84 রানে জিমি অ্যান্ডারসনের বলে আউট হন ৷ অন্যদিকে, বাঁ হাতি স্পিনিং অলরাউন্ডা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) 75 বলে 45 রানে অপরাজিত আছেন ৷ এই মুহূর্তে ভারত 35 রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ডের প্রথম ইনিংসের থেকে ৷

গতকালের 125 রানে 4 উইকেট স্কোর থেকে তৃতীয়দিনে ভারতের ইনিংসকে টানতে শুরু করেন ওপেনার কে এল রাহুল এবং উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ দুই ব্যাটম্যান শুরু থেকেই সাবধানী ইনিংস খেলা শুরু করেন ৷ কারণ, দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে অ্যান্ডারসনের সুইং সামলাতে হিমশিম খেতে হয়েছিল ভারতীয় মিডল অর্ডারকে ৷ অ্যান্ডারসনের সুইংয়ের ধাক্কায় প্যাভিলিয়নে ফিরতে হয় চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলিকে ৷ রান আউট হন সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷ সেখান থেকে ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে ইনিংস সামলানোর কাজ শুরু করেন রাহুল ৷

আজ সকালে দুই ব্যাটসম্যান শুরুটা ভালই করেছিলেন ৷ কিন্তু, বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি ৷ ফলে প্রায় ঘণ্টাখানেকের খেলা নষ্ট হয় ৷ পরে ব্যাট করতে নেমে রৌদ্দজ্জ্বল পরিবেশে শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ছিলেন ঋষভ ৷ আর ততটাই রক্ষণাত্মক কে এল রাহুল ৷ ঋষভ 20 বলে 25 রান করে আউট হয়ে যান ৷ কিন্তু, তার আগে ভারত যাতে ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান টপকে যেতে পারে, তা নিশ্চিত করে দিয়ে যান ৷ ভারতের 145 রানের স্কোরে আউট হন ঋষভ ৷ সেখান থেকে স্যার জাদেজাকে সঙ্গে নিয়ে ইনিংস টানতে শুরু করেন রাহুল ৷ ধৈর্যের সঙ্গে ব্যাট করে তিনি এবং রবীন্দ্র জাদেজা ভারতকে লিড পেতে সাহায্য করেন ৷ দু’জনে মিলে 96 বলে 46 রানের ইনিংস খেলেন ৷

আরও পড়ুন : Joffra Archer : কনুই এর ফ্র্যাকচারের কারণে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেটের বাইরে জোফরা আর্চার

অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে বল হাতে সফল হয়েছেন জিমি অ্যান্ডারসন এবং অলি রবিনসন ৷ অ্যান্ডারসন 44 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন ৷ রবিনসন 55 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে, টেস্ট ক্রিকেটার হিসেবে 2 হাজার রান এবং 200 উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা ৷ তিনি ছাড়া ভারতের হয়ে এই রেকর্ড একমাত্র রয়েছে কপিল দেবের ৷ অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে 21তম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন স্যার জাদেজা ৷

ট্রেন্টব্রিজ, 6 অগস্ট : বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের প্রাথমিক ধাক্কা সামলে, ইংল্যান্ড (England)-এর বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে ফের একবার চালকের আসনে ভারত (India) ৷ ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান টপকে লিড নিল ভারতীয় দল ৷ 191 রান করে 5 উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ভারত ৷ দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে রাহুলের উইকেট হারায় ভারত ৷ কে এল রাহুল (K L Rahul) 214 বলে 84 রানে জিমি অ্যান্ডারসনের বলে আউট হন ৷ অন্যদিকে, বাঁ হাতি স্পিনিং অলরাউন্ডা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) 75 বলে 45 রানে অপরাজিত আছেন ৷ এই মুহূর্তে ভারত 35 রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ডের প্রথম ইনিংসের থেকে ৷

গতকালের 125 রানে 4 উইকেট স্কোর থেকে তৃতীয়দিনে ভারতের ইনিংসকে টানতে শুরু করেন ওপেনার কে এল রাহুল এবং উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ দুই ব্যাটম্যান শুরু থেকেই সাবধানী ইনিংস খেলা শুরু করেন ৷ কারণ, দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে অ্যান্ডারসনের সুইং সামলাতে হিমশিম খেতে হয়েছিল ভারতীয় মিডল অর্ডারকে ৷ অ্যান্ডারসনের সুইংয়ের ধাক্কায় প্যাভিলিয়নে ফিরতে হয় চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলিকে ৷ রান আউট হন সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷ সেখান থেকে ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে ইনিংস সামলানোর কাজ শুরু করেন রাহুল ৷

আজ সকালে দুই ব্যাটসম্যান শুরুটা ভালই করেছিলেন ৷ কিন্তু, বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি ৷ ফলে প্রায় ঘণ্টাখানেকের খেলা নষ্ট হয় ৷ পরে ব্যাট করতে নেমে রৌদ্দজ্জ্বল পরিবেশে শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ছিলেন ঋষভ ৷ আর ততটাই রক্ষণাত্মক কে এল রাহুল ৷ ঋষভ 20 বলে 25 রান করে আউট হয়ে যান ৷ কিন্তু, তার আগে ভারত যাতে ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান টপকে যেতে পারে, তা নিশ্চিত করে দিয়ে যান ৷ ভারতের 145 রানের স্কোরে আউট হন ঋষভ ৷ সেখান থেকে স্যার জাদেজাকে সঙ্গে নিয়ে ইনিংস টানতে শুরু করেন রাহুল ৷ ধৈর্যের সঙ্গে ব্যাট করে তিনি এবং রবীন্দ্র জাদেজা ভারতকে লিড পেতে সাহায্য করেন ৷ দু’জনে মিলে 96 বলে 46 রানের ইনিংস খেলেন ৷

আরও পড়ুন : Joffra Archer : কনুই এর ফ্র্যাকচারের কারণে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেটের বাইরে জোফরা আর্চার

অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে বল হাতে সফল হয়েছেন জিমি অ্যান্ডারসন এবং অলি রবিনসন ৷ অ্যান্ডারসন 44 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন ৷ রবিনসন 55 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে, টেস্ট ক্রিকেটার হিসেবে 2 হাজার রান এবং 200 উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা ৷ তিনি ছাড়া ভারতের হয়ে এই রেকর্ড একমাত্র রয়েছে কপিল দেবের ৷ অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে 21তম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন স্যার জাদেজা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.