ETV Bharat / sports

India vs England : করোনা থেকে চোট, একাধিক চ্যালেঞ্জ সামলে ব্রিটিশ সিংহের বিরুদ্ধে ব্লু টাইগাররা - ভারত বনাম ইংল্যান্ড

ম্যাচের একটি বলও গড়ানোর আগে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি ভারতীয় দল ৷ কোভিড 19-এর চোখ রাঙানি থেকে শুরু করে একাধিক চোটে জর্জরিত কোহলির টিম ইন্ডিয়া ৷ ইংল্যান্ডের মাটিতে শেষবার যখন দুই দেশ মুখোমুখি হয়েছিল, 4-1 ব্যবধানে সিরিজ় হারতে হয় ভারতকে ৷ তবে এই ফলাফল দেখে সেই সিরিজ়ে খেলার গুণমান অনুমান করা বৃথা ৷

India vs England
India vs England
author img

By

Published : Aug 3, 2021, 8:30 PM IST

ট্রেন্টব্রিজ, 3 অগস্ট :বহু প্রতিক্ষিত টেস্ট সিরিজ় অবশেষে শুরু হতে চলেছে আগামিকাল ৷ ট্রেন্টব্রিজে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড ৷ একই সঙ্গে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সাইকেল ৷

ম্যাচের একটি বলও গড়ানোর আগে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি ভারতীয় দল ৷ কোভিড 19-এর চোখ রাঙানি থেকে শুরু করে একাধিক চোটে জর্জরিত কোহলির টিম ইন্ডিয়া ৷

ইংল্যান্ডের মাটিতে শেষবার যখন দুই দেশ মুখোমুখি হয়েছিল, 4-1 ব্যবধানে সিরিজ় হারতে হয় ভারতকে ৷ তবে এই ফলাফল দেখে সেই সিরিজ়ে খেলার গুণমান অনুমান করা বৃথা ৷

তবে এবার কোহলির সামনে চ্যালেঞ্জ আরও বড় ৷ চোট সমস্যায় জর্জরিত দল ৷ এতটাই অবস্থা খারাপ যে দেশ থেকে সূর্যকুমার যাদব ও পৃথ্বী শকে পরিবর্ত হিসেবে ডেকে নেওয়া হয়েছে ৷ চোটের প্রথম শিকার প্রতিভামান ওপেনার শুভমন গিল ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর চোট পান কেকেআরের এই ভরসাযোগ্য ক্রিকেটার ৷ পুরো সিরিজ় থেকেই দলের বাইরে চলে যান তিনি ৷ এছাড়া স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও পেসার আবেশ খান কাউন্টি একাদশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে চোট পান ৷

পরিবর্ত হিসেবে ডাক পেলেও নির্ধারিত সময়ে ইংল্যান্ডের বিমান ধরতে পারেননি সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ ৷ কারণ শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় দলে করোনা হানা ৷ বাধ্যতামূলকভাবে এইসময় কোয়ারিন্টিনে থাকতে হয় এই দুই ক্রিকেটারকে ৷ ফলে দেরি হয় ইংল্যান্ড যাওয়া ৷ তাঁরা একমাত্র তৃতীয় টেস্টের আগেই ভারতীয় দলে যোগদান করতে পারবেন ৷

তবে ভারতের কাছে সবথেকে খারাপ খবর আসে 2 অগস্ট ৷ অনুশীলনের সময় মাথায় চোট পান ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ৷ যা তাঁকে প্রথম টেস্ট থেকে ছিটকে দেয় ৷ প্রথম টেস্টে তাই দেখা যেতে পারে লোকেশ রাহুলকে ৷ যদি তিনি নামেন তাহলে 2 বছর পর ফের টেস্টে নামবেন লোকেশ ৷

ইংল্যান্ডের মাটিতে টেস্টে ভারতের রেকর্ড ভাল নয় ৷ এখনও পর্যন্ত খেলা 62টি টেস্টে ভারত হেরেছে 34টিতে ৷ জয় পেয়েছে মাত্র 7টিতে ৷ অন্যদিকে 18টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে ৷ শেষ বার 14 বছর আগে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ইংল্যান্ড থেকে সিরিজ় জেতে ভারত ৷

ইংল্যান্ডের পিচ ৷ তাই স্বাভাবিকভাবে বলাই যায়, পিচে সুইং থাকছেই ৷ ফলে ব্যাটসম্যানরা ফের পরীক্ষার মধ্যে পড়বেন তা বলাই বাহুল্য ৷ দুটি দলের তূণেই দুরন্ত পেস বোলার আছে ৷ তবে অভিজ্ঞতার দিকে ইংল্যান্ড সামান্য হলেও এগিয়ে ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে শিক্ষা নিতে দুই স্পিনারের ফর্মুলায় নাও যেতে পারে ভারত ৷ সেক্ষেত্রে বুমরা, ইশান্ত, শামির সঙ্গে সুযোগ পেতে পারেন উমেশ যাদবও ৷

আরও পড়ুন : IND vs ENG : ঘাসে ভরা পিচের আভাস দিয়ে ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি অ্যান্ডারসনের

ইংল্যান্ডের মাটিতে সুইং বোলিংয়ের বিরুদ্ধে বারবার প্রকট হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের দুরাবস্থা ৷ বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বারবার সামনে এসেছে রোহিত, পূজারা, রাহানে কোহলিদের দুর্বলতা ৷ তাই দ্রুত সেই সমস্যা কাটিয়ে উঠে নতুনভাবে শুরু করার লক্ষ্যে কোহলি ব্রিগেড ৷

ট্রেন্টব্রিজ, 3 অগস্ট :বহু প্রতিক্ষিত টেস্ট সিরিজ় অবশেষে শুরু হতে চলেছে আগামিকাল ৷ ট্রেন্টব্রিজে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড ৷ একই সঙ্গে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সাইকেল ৷

ম্যাচের একটি বলও গড়ানোর আগে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি ভারতীয় দল ৷ কোভিড 19-এর চোখ রাঙানি থেকে শুরু করে একাধিক চোটে জর্জরিত কোহলির টিম ইন্ডিয়া ৷

ইংল্যান্ডের মাটিতে শেষবার যখন দুই দেশ মুখোমুখি হয়েছিল, 4-1 ব্যবধানে সিরিজ় হারতে হয় ভারতকে ৷ তবে এই ফলাফল দেখে সেই সিরিজ়ে খেলার গুণমান অনুমান করা বৃথা ৷

তবে এবার কোহলির সামনে চ্যালেঞ্জ আরও বড় ৷ চোট সমস্যায় জর্জরিত দল ৷ এতটাই অবস্থা খারাপ যে দেশ থেকে সূর্যকুমার যাদব ও পৃথ্বী শকে পরিবর্ত হিসেবে ডেকে নেওয়া হয়েছে ৷ চোটের প্রথম শিকার প্রতিভামান ওপেনার শুভমন গিল ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর চোট পান কেকেআরের এই ভরসাযোগ্য ক্রিকেটার ৷ পুরো সিরিজ় থেকেই দলের বাইরে চলে যান তিনি ৷ এছাড়া স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও পেসার আবেশ খান কাউন্টি একাদশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে চোট পান ৷

পরিবর্ত হিসেবে ডাক পেলেও নির্ধারিত সময়ে ইংল্যান্ডের বিমান ধরতে পারেননি সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ ৷ কারণ শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় দলে করোনা হানা ৷ বাধ্যতামূলকভাবে এইসময় কোয়ারিন্টিনে থাকতে হয় এই দুই ক্রিকেটারকে ৷ ফলে দেরি হয় ইংল্যান্ড যাওয়া ৷ তাঁরা একমাত্র তৃতীয় টেস্টের আগেই ভারতীয় দলে যোগদান করতে পারবেন ৷

তবে ভারতের কাছে সবথেকে খারাপ খবর আসে 2 অগস্ট ৷ অনুশীলনের সময় মাথায় চোট পান ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ৷ যা তাঁকে প্রথম টেস্ট থেকে ছিটকে দেয় ৷ প্রথম টেস্টে তাই দেখা যেতে পারে লোকেশ রাহুলকে ৷ যদি তিনি নামেন তাহলে 2 বছর পর ফের টেস্টে নামবেন লোকেশ ৷

ইংল্যান্ডের মাটিতে টেস্টে ভারতের রেকর্ড ভাল নয় ৷ এখনও পর্যন্ত খেলা 62টি টেস্টে ভারত হেরেছে 34টিতে ৷ জয় পেয়েছে মাত্র 7টিতে ৷ অন্যদিকে 18টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে ৷ শেষ বার 14 বছর আগে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ইংল্যান্ড থেকে সিরিজ় জেতে ভারত ৷

ইংল্যান্ডের পিচ ৷ তাই স্বাভাবিকভাবে বলাই যায়, পিচে সুইং থাকছেই ৷ ফলে ব্যাটসম্যানরা ফের পরীক্ষার মধ্যে পড়বেন তা বলাই বাহুল্য ৷ দুটি দলের তূণেই দুরন্ত পেস বোলার আছে ৷ তবে অভিজ্ঞতার দিকে ইংল্যান্ড সামান্য হলেও এগিয়ে ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে শিক্ষা নিতে দুই স্পিনারের ফর্মুলায় নাও যেতে পারে ভারত ৷ সেক্ষেত্রে বুমরা, ইশান্ত, শামির সঙ্গে সুযোগ পেতে পারেন উমেশ যাদবও ৷

আরও পড়ুন : IND vs ENG : ঘাসে ভরা পিচের আভাস দিয়ে ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি অ্যান্ডারসনের

ইংল্যান্ডের মাটিতে সুইং বোলিংয়ের বিরুদ্ধে বারবার প্রকট হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের দুরাবস্থা ৷ বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বারবার সামনে এসেছে রোহিত, পূজারা, রাহানে কোহলিদের দুর্বলতা ৷ তাই দ্রুত সেই সমস্যা কাটিয়ে উঠে নতুনভাবে শুরু করার লক্ষ্যে কোহলি ব্রিগেড ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.