পুনে, 19 অক্টোবর: মাত্র তিন বল করে মাঠ ছেড়েছেন হার্দিক পান্ডিয়া ৷ গোড়ালি ঘুরে যাওয়ায় আর মাঠেই নামতে পারলেন না ভারতীয় অল-রাউন্ডার ৷ অন্যদিকে শুরু থেকেই টাইগারদের দাদাগিরি ৷ দুইয়ে মিলে পুনেতে প্রথমার্ধটা ভালো গেল না ‘টিম ইন্ডিয়া’র ৷ তানজিদ হাসান ও লিটন দাসের ওপেনিং পার্টনারশিপ, শেষের দিকে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ’র যুগলবন্দিতে ভর করে 256 রান তুলল বাংলাদেশ ৷ স্লো আউটফিল্ড ও ‘মেন ইন ব্লু’র দুর্দান্ত ফিল্ডিং বাধা হয়ে না-দাঁড়ালে আরও 20-25 রান তুলে ফেলত ‘শান্ত অ্যান্ড কোং’ ৷
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এদিন শুরু থেকেই চেপে বসেছিলেন তানজিদ হাসান ও লিটন দাস ৷ ওপেনিং পার্টনারশিপে 93 তোলে শাকিবহীন বাংলাদেশ ৷ লিটন দাস ফেরেন 82 বলে 66 রান করে ৷ তানজিদ হাসান ফেরেন 51 রান করে ৷ যদিও তানজিদ-লিটন ফেরার পর ব্যর্থ টাইগারদের মিডল অর্ডার ৷ নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও তৌফিক হৃদয়ের মিলিত সংগ্রহ 27 রান ৷ শাকিব না-থাকায় আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত ৷ এদিন যদিও অধিনায়কোচিত ইনিংস বেরল না শান্তর ব্যাট থেকে ৷ বাংলাদেশ ব্যাটারের সংগ্রহ 8 রান ৷ 3 রান করে ফেরেন মিরাজ ৷ হৃদয়ের ব্যাটে এসেছে 16 রান ৷
আরও পড়ুন: লিটনের স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়ে মচকাল গোড়ালি, মাঠ ছাড়লেন হার্দিক
সেখান থেকে লড়াইটা শুরু করেন মুশফিকুর রহিম (46 বলে 38) ও মাহমুদুল্লাহ (36 বলে 46) ৷ দুই ব্যাটারের দাপটেই আড়াইশো পেরিয়ে যায় বাংলাদেশের রান ৷ দু’টি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন ৷ একটি করে উইকেট এসেছে কুলদীপ যাদব ও শার্দূল ঠাকুরের ঝুলিতে ৷ পুনেতে এদিন নজর কেড়েছে টিম ইন্ডিয়ার ফিল্ডিং ৷ দুরন্ত ফিল্ডিং করলেন রবীন্দ্র জাদেজা, হার্দিকের বদলে নামা সূর্যকুমার যাদব ৷