- দ্বিতীয় দিনে 5 উইকেটে 151 রানে থামল ভারত ৷ ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে ও শ্রীকর ভরৎ ৷ এখনও 318 রানে পিছিয়ে রয়েছে ভারত ৷ ফলে মিরাকেল না-হলে ট্রফি খরা কাটানো কার্যত অসম্ভব ৷
WTC Final: ব্যর্থ রোহিত-বিরাট, মিরাকেল না-হলে ওভালেও কাটছে না ট্রফিখরা - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
23:05 June 08
22:36 June 08
- মাত্র 14 রানে ক্রিজ ছেড়েছেন বিরাট ৷ সমসংখ্যক রান করে প্যাভিলিয়নে ফিরেছেন পূজারাও ৷
22:36 June 08
- ব্যর্থ বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ৷
19:58 June 08
- ব্যাট করতে নেমেই বিপর্যয় ভারতীয় ব্যাটিং অর্ডারে ৷ ফিরে গিয়েছেন রোহিত শর্মা ও শুভমন গিল ৷ 26 বলে 15 করে ফিরে গিয়েছেন অধিনায়ক রোহিত ৷ সদ্য আইপিএলে কমলা টুপি জেতা শুভমন ক্রিজ ছেড়েছেন ব্যক্তিগত 13 রানে ৷
18:46 June 08
- শেষলগ্নে দুরন্ত সিরাজ ৷ ডানহাতি পেসারের দাপটে 469 রানে শেষ হল অজিদের ইনিংস ৷
17:22 June 08
- মধ্যাহ্নভোজের বিরতিতে অজিদের স্কোর 422 ৷ ক্রিজে অ্যালেক্স কেরি ও অধিনায়ক প্যাট কামিন্স ৷
16:33 June 08
- প্রথম ইনিংসে চারশো টপকাল 'কামিন্স অ্যান্ড কোং' ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্টিয়ারিং অজিদের হাতে ৷
16:21 June 08
- ওভালে লর্ড সেই শার্দূল ৷ ভয়ংকর হয়ে ওঠা স্টিভ স্মিথকে ফেরালেন ঠাকুর ৷ 268 বলে 121 রান করে ফিরলেন অজি ব্যাটার ৷
16:06 June 08
- দাপট দেখিয়েছেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ ৷ অজিদের দুই ব্যাটারই সেঞ্চুরি করেছেন ৷ রানের পাহাড় গড়েছে ব্যাগি গ্রিন ৷ যদিও দ্বিতীয় দিনের শুরুতেই আঘাত হেনেছেন শামি-সিরাজ ৷ পরপর ফিরেছেন হেড ও ক্যামেরন গ্রিন ৷
15:16 June 08
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে চর্চায় ছিল পিচ ৷ সবুজ গালিচা প্রস্তুত করেছেন ওভালের কিউরেটর লিজ ৷ তিনি জানিয়েছিলেন, পিচে যথেষ্ট বাউন্স থাকবে ৷ সেই মতোই দুরন্ত হয়ে উঠেছিলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা ৷ যদিও সমস্ত সামলে দাপট দেখিয়েছেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ ৷ অজিদের দুই ব্যাটারই সেঞ্চুরি করেছেন ৷ রানের পাহাড় গড়েছে ব্যাগি গ্রিন ৷ যদিও দ্বিতীয় দিনের শুরুতেই দাপট শামি-সিরাজের ৷ পরপর ফিরেছেন হেড ও ক্যামেরন গ্রিন ৷
23:05 June 08
- দ্বিতীয় দিনে 5 উইকেটে 151 রানে থামল ভারত ৷ ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে ও শ্রীকর ভরৎ ৷ এখনও 318 রানে পিছিয়ে রয়েছে ভারত ৷ ফলে মিরাকেল না-হলে ট্রফি খরা কাটানো কার্যত অসম্ভব ৷
22:36 June 08
- মাত্র 14 রানে ক্রিজ ছেড়েছেন বিরাট ৷ সমসংখ্যক রান করে প্যাভিলিয়নে ফিরেছেন পূজারাও ৷
22:36 June 08
- ব্যর্থ বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ৷
19:58 June 08
- ব্যাট করতে নেমেই বিপর্যয় ভারতীয় ব্যাটিং অর্ডারে ৷ ফিরে গিয়েছেন রোহিত শর্মা ও শুভমন গিল ৷ 26 বলে 15 করে ফিরে গিয়েছেন অধিনায়ক রোহিত ৷ সদ্য আইপিএলে কমলা টুপি জেতা শুভমন ক্রিজ ছেড়েছেন ব্যক্তিগত 13 রানে ৷
18:46 June 08
- শেষলগ্নে দুরন্ত সিরাজ ৷ ডানহাতি পেসারের দাপটে 469 রানে শেষ হল অজিদের ইনিংস ৷
17:22 June 08
- মধ্যাহ্নভোজের বিরতিতে অজিদের স্কোর 422 ৷ ক্রিজে অ্যালেক্স কেরি ও অধিনায়ক প্যাট কামিন্স ৷
16:33 June 08
- প্রথম ইনিংসে চারশো টপকাল 'কামিন্স অ্যান্ড কোং' ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্টিয়ারিং অজিদের হাতে ৷
16:21 June 08
- ওভালে লর্ড সেই শার্দূল ৷ ভয়ংকর হয়ে ওঠা স্টিভ স্মিথকে ফেরালেন ঠাকুর ৷ 268 বলে 121 রান করে ফিরলেন অজি ব্যাটার ৷
16:06 June 08
- দাপট দেখিয়েছেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ ৷ অজিদের দুই ব্যাটারই সেঞ্চুরি করেছেন ৷ রানের পাহাড় গড়েছে ব্যাগি গ্রিন ৷ যদিও দ্বিতীয় দিনের শুরুতেই আঘাত হেনেছেন শামি-সিরাজ ৷ পরপর ফিরেছেন হেড ও ক্যামেরন গ্রিন ৷
15:16 June 08
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে চর্চায় ছিল পিচ ৷ সবুজ গালিচা প্রস্তুত করেছেন ওভালের কিউরেটর লিজ ৷ তিনি জানিয়েছিলেন, পিচে যথেষ্ট বাউন্স থাকবে ৷ সেই মতোই দুরন্ত হয়ে উঠেছিলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা ৷ যদিও সমস্ত সামলে দাপট দেখিয়েছেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ ৷ অজিদের দুই ব্যাটারই সেঞ্চুরি করেছেন ৷ রানের পাহাড় গড়েছে ব্যাগি গ্রিন ৷ যদিও দ্বিতীয় দিনের শুরুতেই দাপট শামি-সিরাজের ৷ পরপর ফিরেছেন হেড ও ক্যামেরন গ্রিন ৷