ETV Bharat / sports

IND vs AUS 4th Test: ড্র-এর পথে চতুর্থ টেস্ট, শেষ দিন প্রথম সেশনে অস্ট্রেলিয়া 1 উইকেটে 73 - ভারত বনাম অস্ট্রেলিয়া

ড্র-এর দিকে এগোচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ তথা সিরিজে শেষ টেস্ট (IND vs AUS 4th Test) ৷ পঞ্চম দিনের প্রথম সেশনে মাত্র 1 উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া ৷

IND vs AUS 4th Test ETV BHARAT
IND vs AUS 4th Test
author img

By

Published : Mar 13, 2023, 12:18 PM IST

আমেদাবাদ, 13 মার্চ: ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ তথা সিরিজের শেষ টেস্ট কার্যত ড্র-এর পথে ৷ পঞ্চম দিনের শুরুতে নাইট-ওয়াচম্যান ম্যাথিউ কুহনেমনের উইকেট তুলে নিয়েছে ভারত ৷ কিন্তু, তারপর ভারতীয় স্পিনারদের সামলে ম্যাচ ড্র-এর দিকে নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটাররা ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ওপেনার ট্রাভিস হেড এবং মার্নস লাবুশেন ৷ দু’জনে মিলে অস্ট্রেলিয়ার ইনিংস টেনে নিয়ে যাচ্ছেন ৷ মধ্যাহ্নভোজে অস্ট্রেলিয়ার স্কোর 1 উইকেট হারিয়ে 73 রান ৷

চতুর্থ টেস্ট অস্ট্রেলিয়ার পক্ষে জেতা কোনওভাবেই সম্ভব নয় ৷ প্রথম সেশনে যা পরিস্থিতি সেই অনুযায়ী, এই টেস্ট ম্যাচ ড্র-এর দিকে এগোচ্ছে ৷ আর যদি কোনও ফলাফল বেরোয় এই টেস্টের, তবে তা একমাত্র ভারতের পক্ষে ৷ তার জন্য অস্ট্রেলিয়ার বাকি 9 উইকেট দ্রুত তুলতে হবে ভারতকে ৷ পঞ্চম দিনের উইকেটে সেই দায়িত্ব পুরোপুরি ভারতীয় স্পিনারদের উপরেই বর্তাবে ৷ তবে, এক্ষেত্রে অস্ট্রেলিয়া যাতে বড় রানের লিড নিতে না-পারে সেটাও মাথায় রাখতে হবে ভারতীয় বোলারদের ৷

এই টেস্ট জয়ের উপর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নির্ভর করছে ৷ বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট ভারত জিতলে সরাসরি ফাইনালে কোয়ালিফাই করবে ৷ তা না-হলে, চলতি নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজের ফলাফলের দিকে নজর রাখতে হবে ভারতকে ৷ শ্রীলঙ্কা ওই সিরিজ 0-1 হারলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করবে ৷

আরও পড়ুন: আমেদাবাদে 'বিরাট' ইনিংসে সিডনির সচিনের একাগ্রতা

এই মুহূর্তে, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড ৷ বৃষ্টি বিঘ্নিত পঞ্চম দিনে নিউজিল্যান্ডকে জয়ের জন্য 257 রান তুলতে হবে ৷ তাদের টার্গেট 285 রান ৷ এই মুহূর্তে কিউয়িরা 4 উইকেট হারিয়ে 236 রান করেছে ৷ শেষদিনে আর 7 ওভারের খেলা বাকি ৷ আর জয়ের জন্য প্রয়োজন 49 রান ৷ ক্রিজে রয়েছেন কেন উইলিয়ামসন এবং টম বান্ডেল ৷

আমেদাবাদ, 13 মার্চ: ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ তথা সিরিজের শেষ টেস্ট কার্যত ড্র-এর পথে ৷ পঞ্চম দিনের শুরুতে নাইট-ওয়াচম্যান ম্যাথিউ কুহনেমনের উইকেট তুলে নিয়েছে ভারত ৷ কিন্তু, তারপর ভারতীয় স্পিনারদের সামলে ম্যাচ ড্র-এর দিকে নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটাররা ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ওপেনার ট্রাভিস হেড এবং মার্নস লাবুশেন ৷ দু’জনে মিলে অস্ট্রেলিয়ার ইনিংস টেনে নিয়ে যাচ্ছেন ৷ মধ্যাহ্নভোজে অস্ট্রেলিয়ার স্কোর 1 উইকেট হারিয়ে 73 রান ৷

চতুর্থ টেস্ট অস্ট্রেলিয়ার পক্ষে জেতা কোনওভাবেই সম্ভব নয় ৷ প্রথম সেশনে যা পরিস্থিতি সেই অনুযায়ী, এই টেস্ট ম্যাচ ড্র-এর দিকে এগোচ্ছে ৷ আর যদি কোনও ফলাফল বেরোয় এই টেস্টের, তবে তা একমাত্র ভারতের পক্ষে ৷ তার জন্য অস্ট্রেলিয়ার বাকি 9 উইকেট দ্রুত তুলতে হবে ভারতকে ৷ পঞ্চম দিনের উইকেটে সেই দায়িত্ব পুরোপুরি ভারতীয় স্পিনারদের উপরেই বর্তাবে ৷ তবে, এক্ষেত্রে অস্ট্রেলিয়া যাতে বড় রানের লিড নিতে না-পারে সেটাও মাথায় রাখতে হবে ভারতীয় বোলারদের ৷

এই টেস্ট জয়ের উপর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নির্ভর করছে ৷ বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট ভারত জিতলে সরাসরি ফাইনালে কোয়ালিফাই করবে ৷ তা না-হলে, চলতি নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজের ফলাফলের দিকে নজর রাখতে হবে ভারতকে ৷ শ্রীলঙ্কা ওই সিরিজ 0-1 হারলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করবে ৷

আরও পড়ুন: আমেদাবাদে 'বিরাট' ইনিংসে সিডনির সচিনের একাগ্রতা

এই মুহূর্তে, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড ৷ বৃষ্টি বিঘ্নিত পঞ্চম দিনে নিউজিল্যান্ডকে জয়ের জন্য 257 রান তুলতে হবে ৷ তাদের টার্গেট 285 রান ৷ এই মুহূর্তে কিউয়িরা 4 উইকেট হারিয়ে 236 রান করেছে ৷ শেষদিনে আর 7 ওভারের খেলা বাকি ৷ আর জয়ের জন্য প্রয়োজন 49 রান ৷ ক্রিজে রয়েছেন কেন উইলিয়ামসন এবং টম বান্ডেল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.