ইন্দোর, 1 মার্চ: তৃতীয় টেস্টের প্রথমদিনেই ব্যাটিং বিপর্যয় ভারতের (India vs Australia 3rd Test) ৷ প্রথম ইনিংসে মাত্র 33 ওভার ব্যাটিং করলেন ভারতীয় ব্যাটাররা ৷ আর তাতেই 109 রানে অলআউট রোহিত শর্মারা ৷ ইন্দোরের ব়্যাঙ্ক টার্নারে অজি স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করল ভারত ৷ 5 উইকেট নিলেন বাঁ-হাতি স্পিনার ম্যাথিউ কুহনেমন ৷ নাথন লায়ন 3 উইকেট নিয়েছেন ৷ ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি (52 বলে 22 রান) ৷
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা ৷ শুরুটা দুর্দান্ত করেছিলেন রোহিত এবং শুভমন ৷ মিচেল স্টার্ক এবং ক্যামেরন গ্রিনের প্রতি ওভারে প্রায় 5 রান গড়ে তুলছিলেন তাঁরা ৷ কিন্তু, ম্যাথিউ কুহনেমনকে আক্রমণে আনতেই ভারতের ইনিংসে ধস নামে ৷ কুহনেমনকে প্রথম ওভারে আক্রমণ করতে গিয়ে স্টাম্প হন রোহিত (12) ৷ এরপর কেএল রাহুলের জায়গায় আসা শুভমন গিল (21) স্লিপে ক্যাচ আউট হন ৷
পরবর্তী সময়ে ভারতীয় ইনিংসের বাঁধ ভাঙে ৷ একে একে চেতেশ্বর পূজারা (1), রবীন্দ্র জাদেজা (4), শ্রেয়স আইয়ার (0) প্যাভিলিয়নে ফিরে যান ৷ মাত্র 45 রানে 5 উইকেট হারায় ভারত ৷ একটা সময় মনে হচ্ছিল হয়তো 100 রানও তুলতে পারবেন না রোহিতরা ৷ সেখান থেকে ভারতের ইনিংসকে কিছুটা সামাল দেন বিরাট এবং শ্রীকর ভরত ৷ কিন্তু, ভরত 17 রানে আউট হতেই আবারও উইকেট পড়তে শুরু করে ৷ বিরাট কোহলিও মধ্যাহ্নভোজের আগে 22 রানে আউট হন ৷ মধ্যাহ্নভোজে ভারতের স্কোর ছিল 7 উইকেট হারিয়ে 84 রান ৷
-
A brilliant bowling performance from Australia 👏#WTC23 | #INDvAUS | 📝: https://t.co/FFaPxt9fIY pic.twitter.com/M8pfmScWiv
— ICC (@ICC) March 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A brilliant bowling performance from Australia 👏#WTC23 | #INDvAUS | 📝: https://t.co/FFaPxt9fIY pic.twitter.com/M8pfmScWiv
— ICC (@ICC) March 1, 2023A brilliant bowling performance from Australia 👏#WTC23 | #INDvAUS | 📝: https://t.co/FFaPxt9fIY pic.twitter.com/M8pfmScWiv
— ICC (@ICC) March 1, 2023
আরও পড়ুন: বাকি দু'টি টেস্টে গিলকে একাদশে দেখতে চান শাস্ত্রী
তবে, ইন্দোরের পিচে ভারতের ত্রাতা হতে পারেননি অক্ষর প্যাটেল (12 রানে অপরাজিত) এবং রবিচন্দ্রন অশ্বিন (3) ৷ মাঝে উমেশ যাদব কিছুটা আক্রমণে গেলেও তা যথেষ্ঠ ছিল না ৷ তিনি 17 রানে আউট হন ৷ মহম্মদ সিরাজ রান আউট হতেই ভারতের ইনিংস শেষ হয় মাত্র 109 রানে ৷ অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ম্যাথিউ কুহনেমন 16 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন ৷ নাথন লায়ন 3টি এবং টড মর্ফি 1টি উইকেট নিয়েছেন ৷