ETV Bharat / sports

IND vs AUS 2nd Test: অক্ষর-অশ্বিনের পালটা লড়াইয়ে জমজমাট কোটলা টেস্ট, 62 রানে এগিয়ে অজিরা

author img

By

Published : Feb 18, 2023, 12:23 PM IST

Updated : Feb 18, 2023, 6:34 PM IST

শততম টেস্টে রানের খাতাই খুলতে পারলেন না চেতেশ্বর পূজারা ৷ শূন্যতে প্যাভিলিয়নে ফিরলেন ভারতের মিস্টার ডিপেন্ডবল ৷ বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ ভারতের টপ অর্ডার ৷

IND vs AUS 2nd Test ETV BHARAT
IND vs AUS 2nd Test ETV BHARAT

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: দিনের প্রথম দু'টি সেশনে ন্যাথন লায়নের ঘূর্ণিতে সাত উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া ৷ 'সিংহ গর্জনে' তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের টপ এবং মিডল অর্ডার ৷ শততম টেস্টে শূন্য রানে আউট হন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara Gets Out on Zero in 100th Test) ৷ মধ্যাহ্নভোজের পর কোহলি এবং জাদেজা সাময়িক প্রতিরোধ গড়লেও, তা কাজে আসেনি ৷ চা-বিরতিতে 7 উইকেট হারিয়ে তোলে 179 রান ৷ কিন্তু চা-বিরতি পরবর্তীতে অক্ষর প্যাটেল-রবি অশ্বিন জুটিতে কোটলায় (পরিবর্তিত নাম অরুণ জেটলি স্টেডিয়াম) পালটা লড়াই ছুড়ে দেয় ভারত ৷ তবে প্রতিপক্ষের চেয়ে এক রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে গুটিয়ে গেল ভারত ৷ অস্ট্রেলিয়ার 263 রানের জবাবে প্রথম ইনিংসে ভারত শেষ 262 রানে ৷

অক্ষর করেন 74 রান, অশ্বিনের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ 37 ৷ তবে নতুন বল নিতেই মাত্র 9 রানে শেষ তিন উইকেট হারায় ভারত ৷ দ্বিতীয় টেস্টের (India vs Australia 2nd Test) দ্বিতীয় দিনের সকালে শুরুটা ভালোই করেছিলেন রোহিত শর্মা এবং কেএল রাহুল ৷ কিন্তু, ন্যাথন লায়ন এদিন তাঁর প্রথম ওভারেই সহ-অধিনায়ক কেএল রাহুলকে এলবিডব্লিউ করেন ৷ রাহুল 41 বলে 17 রান করে ফিরে যেতেই ধস নামে ভারতের ইনিংসে ৷ 1 ওভার পরেই রোহিত শর্মা (69 বলে 32 রান) বোল্ড হন লায়ন বলে ৷ কিন্তু, সবার নজর ছিল 100 তম টেস্ট খেলা চেতেশ্বর পূজারার দিকে ৷ শততম টেস্টে রানের খাতাই খুলতে ব্যর্থ হলেন তিনি ৷ লায়নের বলে তিনিও এলবিডব্লিউ হন ৷

এরপর শ্রেয়স আইয়ার (15 বলে 4 রান) শর্ট স্কোয়ার লেগে পিটার হ্যান্ডসকম্বের তালুবন্দি হন ৷ বিরাট কোহলি (84 বলে 44 রান) এবং রবীন্দ্র জাদেজা (74 বলে 26 রান) সামান্য প্রতিরোধ তৈরি করেন ৷ কিন্তু, টড মারফির বলে জাদেজা আউট হতেই ফের ধস নামে ভারতের ইনিংসে ৷ শ্রীকর ভরত 6 রানে শিকার হন লায়নের ৷ বিরাট কুনেমানের বলে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৷ লায়নের পাঁচ উইকেটের পাশাপাশি দু'টি করে উইকেট বাকি দুই অজি স্পিনার কুনেমান এবং মারফি ৷

আরও পড়ুন: চোট পেয়ে দ্বিতীয় টেস্টে বাদ ওয়ার্নার, কনকাসন রুলে বদলি হিসেবে খেলবেন রেনশ

দ্বিতীয় ইনিংসেও শুরুতে প্রথম ইনিংসের নায়ক খোয়াজা স্বল্প রানে আউট হলেও শুরুটা মন্দ হয়নি অজিদের ৷ দিনের শেষে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 61 রান তুলেছে সফরকারী দল ৷ খোয়াজা 6 রানে ফিরলেও ওয়ার্নারের পরিবর্তে ওপেনে নামা ট্রেভিস হেড অপরাজিত 39 রানে ৷ সঙ্গে 16 রানে ক্রিজে রয়েছেন মার্নাস ল্যাবুশেন ৷ অর্থাৎ, ভারতের চেয়ে 62 রানে এগিয়ে অস্ট্রেলিয়া ৷

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: দিনের প্রথম দু'টি সেশনে ন্যাথন লায়নের ঘূর্ণিতে সাত উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া ৷ 'সিংহ গর্জনে' তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের টপ এবং মিডল অর্ডার ৷ শততম টেস্টে শূন্য রানে আউট হন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara Gets Out on Zero in 100th Test) ৷ মধ্যাহ্নভোজের পর কোহলি এবং জাদেজা সাময়িক প্রতিরোধ গড়লেও, তা কাজে আসেনি ৷ চা-বিরতিতে 7 উইকেট হারিয়ে তোলে 179 রান ৷ কিন্তু চা-বিরতি পরবর্তীতে অক্ষর প্যাটেল-রবি অশ্বিন জুটিতে কোটলায় (পরিবর্তিত নাম অরুণ জেটলি স্টেডিয়াম) পালটা লড়াই ছুড়ে দেয় ভারত ৷ তবে প্রতিপক্ষের চেয়ে এক রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে গুটিয়ে গেল ভারত ৷ অস্ট্রেলিয়ার 263 রানের জবাবে প্রথম ইনিংসে ভারত শেষ 262 রানে ৷

অক্ষর করেন 74 রান, অশ্বিনের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ 37 ৷ তবে নতুন বল নিতেই মাত্র 9 রানে শেষ তিন উইকেট হারায় ভারত ৷ দ্বিতীয় টেস্টের (India vs Australia 2nd Test) দ্বিতীয় দিনের সকালে শুরুটা ভালোই করেছিলেন রোহিত শর্মা এবং কেএল রাহুল ৷ কিন্তু, ন্যাথন লায়ন এদিন তাঁর প্রথম ওভারেই সহ-অধিনায়ক কেএল রাহুলকে এলবিডব্লিউ করেন ৷ রাহুল 41 বলে 17 রান করে ফিরে যেতেই ধস নামে ভারতের ইনিংসে ৷ 1 ওভার পরেই রোহিত শর্মা (69 বলে 32 রান) বোল্ড হন লায়ন বলে ৷ কিন্তু, সবার নজর ছিল 100 তম টেস্ট খেলা চেতেশ্বর পূজারার দিকে ৷ শততম টেস্টে রানের খাতাই খুলতে ব্যর্থ হলেন তিনি ৷ লায়নের বলে তিনিও এলবিডব্লিউ হন ৷

এরপর শ্রেয়স আইয়ার (15 বলে 4 রান) শর্ট স্কোয়ার লেগে পিটার হ্যান্ডসকম্বের তালুবন্দি হন ৷ বিরাট কোহলি (84 বলে 44 রান) এবং রবীন্দ্র জাদেজা (74 বলে 26 রান) সামান্য প্রতিরোধ তৈরি করেন ৷ কিন্তু, টড মারফির বলে জাদেজা আউট হতেই ফের ধস নামে ভারতের ইনিংসে ৷ শ্রীকর ভরত 6 রানে শিকার হন লায়নের ৷ বিরাট কুনেমানের বলে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৷ লায়নের পাঁচ উইকেটের পাশাপাশি দু'টি করে উইকেট বাকি দুই অজি স্পিনার কুনেমান এবং মারফি ৷

আরও পড়ুন: চোট পেয়ে দ্বিতীয় টেস্টে বাদ ওয়ার্নার, কনকাসন রুলে বদলি হিসেবে খেলবেন রেনশ

দ্বিতীয় ইনিংসেও শুরুতে প্রথম ইনিংসের নায়ক খোয়াজা স্বল্প রানে আউট হলেও শুরুটা মন্দ হয়নি অজিদের ৷ দিনের শেষে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 61 রান তুলেছে সফরকারী দল ৷ খোয়াজা 6 রানে ফিরলেও ওয়ার্নারের পরিবর্তে ওপেনে নামা ট্রেভিস হেড অপরাজিত 39 রানে ৷ সঙ্গে 16 রানে ক্রিজে রয়েছেন মার্নাস ল্যাবুশেন ৷ অর্থাৎ, ভারতের চেয়ে 62 রানে এগিয়ে অস্ট্রেলিয়া ৷

Last Updated : Feb 18, 2023, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.