বিশাখাপত্তনম, 23 নভেম্বর: বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এখনও টাটকা ৷ ভারতের বিরুদ্ধে টি-20 সিরিজের শুরুতেই সে কথা জানান দিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার জস ইংলিস ৷ অজি ব্যাটার হিসেবে দ্রুততম শতরান হাঁকিয়ে প্রথম টি-20'তে দলকে রানের পাহাড়ে চড়ালেন তিনি ৷ বিশাখাপত্তনমে মাত্র 47 বলে শতরান হাঁকিয়ে অ্যারন ফিঞ্চের নজির ছুঁলেন তিনি ৷ 20 ওভারে 3 উইকেট হারিয়ে 203 রান তুলল অজিরা ৷
পাশাপাশি অর্ধশতরানে এল স্টিভ স্মিথের ব্যাটে (52) ৷ তবে ঝোড়ো শতরানে সব আলো কেড়ে নিলেন ইংলিস ৷ 50 বলে অজি ব্যাটারের 110 রানের ইনিংস সাজানো ছিল 11টি চার, 8টি ছয়ে ৷ বিশ্বকাপের শোক ভুলে অজিদের বিরুদ্ধে টি-20 সিরিজে শুরুতে বিশাখাপত্তনমে এদিন টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান দলের নব নির্বাচিত অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ আইসিসি'র মেগা ইভেন্টের পর এই সিরিজে ভারতীয় দল যেন ভাঙা হাট ৷ রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুলদের অনুপস্থিতিতে তাই স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার ৷
-
Innings Break!
— BCCI (@BCCI) November 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Australia post 208/3 on the board.
Over to #TeamIndia batters now 👍 👍
The chase coming up shortly. ⌛️
Scorecard ▶️ https://t.co/T64UnGxiJU #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/HzNYrOpgFf
">Innings Break!
— BCCI (@BCCI) November 23, 2023
Australia post 208/3 on the board.
Over to #TeamIndia batters now 👍 👍
The chase coming up shortly. ⌛️
Scorecard ▶️ https://t.co/T64UnGxiJU #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/HzNYrOpgFfInnings Break!
— BCCI (@BCCI) November 23, 2023
Australia post 208/3 on the board.
Over to #TeamIndia batters now 👍 👍
The chase coming up shortly. ⌛️
Scorecard ▶️ https://t.co/T64UnGxiJU #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/HzNYrOpgFf
এছাড়া দলের ব্যাটন যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংয়ের মতো তরুণ ক্রিকেটারদের কাঁধে ৷ বিশাখাপত্তনমে এদিন টস জিতে ভারতের নয়া অধিনায়ক জানান, শিশির ফ্য়াক্টরের কথা মাথায় রেখেই রান তাড়া করার সিদ্ধান্ত ৷ বিশ্বকাপ ফাইনালে একাদশে ছিলেন সূর্য ৷ সেই ম্যাচে হারের শোক সহজে ভোলার নয় ৷ তাই আপাতত এই ম্যাচ এবং সিরিজ জিতে সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার অপেক্ষায় সূর্য ৷
উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালে সূর্যর ব্যাটিং নিয়েও সমালোচনা কম হয়নি ৷ প্রশ্নের মুখে পড়েছিল তাঁর 28 বলে 18 রানের মন্থর ইনিংস ৷ সিরিজ জিতে সেইসব সমালোচনার কিছুটা জবাব দেওয়ার সুযোগ মুম্বইকরের কাছে ৷ অন্যদিকে অস্ট্রেলিয়া শিবিরও কার্যত তারকাহীন ৷ দেশে ফিরে গিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স ৷ এই সিরিজে ক্যাঙারু শিবিরের নেতৃত্ব দিচ্ছেন ম্যাথু ওয়েড ৷
একনজরে ভারতীয় একাদশ: যশস্বী, রুতুরাজ, ঈশান (উইকেটরক্ষক), সূর্যকুমার (অধিনায়ক), তিলক, রিঙ্কু, অক্ষর, বিষ্ণোই, আর্শদীপ, মুকেশ ও প্রসিদ্ধ ৷
একনজরে অস্ট্রেলিয়া একাদশ: শর্ট, স্মিথ, ইংলিস, হার্ডি, স্টইনিস, ডেভিড, ওয়েড (অধিনায়ক/উইকেটরক্ষক), অ্যাবট, এলিস, বেহরেনড্রফ এবং সাংঘা ৷
আরও পড়ুন: