ETV Bharat / sports

প্রত্যাঘাত নইব-জাদরানদের, ভারত-আফগানিস্তান তৃতীয় টি-20 টাই; ফয়সালা দ্বিতীয় সুপার ওভারে - India vs Afghanistan

Ind vs Afg T20I: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মাইলস্টোল রোহিত শর্মার ৷ আফগান বোলারদের নির্মম প্রবার করে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে পঞ্চম শতরান এল তাঁর ব্যাটে ৷ পালটা দিল আফগানরাও ৷ নির্ধারিত 20 ওভার শেষে ম্যাচ টাই ৷ এরপর প্রথম সুপার ওভারও টাই হওয়ায় ম্যাচ নিষ্পত্তি হবে দ্বিতীয় সুপার ওভারে ৷

Etv Bharat
রোহিতের ব্যাটে শতরান
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 8:06 PM IST

Updated : Jan 18, 2024, 8:02 AM IST

বেঙ্গালুরু, 17 জানুয়ারি: নিয়মরক্ষার ম্যাচ যে এমন উত্তেজনা তুলে রাখবে, সে কথা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি ক্রিকেটপ্রেমীরা ৷ ভারতের ছুড়ে দেওয়া 213 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সেয়ানে-সেয়ানে লড়াই করল আফগানরা ৷ ফলস্বরূপ ভারত-আফগান তৃতীয় টি-20 ম্যাচ টাই হল ৷ এমনকী খেলার নিষ্পত্তি প্রথম সুপার ওভারেও হল না ৷ ম্যাচ গড়াল দ্বিতীয় সুপার ওভারে ৷

টি-20 ক্রিকেটে দ্রুততম 12 হাজার রানের ক্লাবে প্রবেশের হাতছানি করতে প্রয়োজন ছিল মাত্র 6 রান ৷ ক্রিস গেইল, শোয়েব মালিকদের টপকে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচে সেই মাইলস্টোনে পৌঁছতে পারলেন না বিরাট কোহলি ৷ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রানের খাতা না-খুলেই ফিরতে হল রানমেশিনকে ৷ কিন্তু বিরাটের সেকেন্ড হোমে বুধবার শতরানে আলো কাড়লেন রোহিত শর্মা ৷ তাঁর অপরাজিত 121 রানের সৌজন্যে ভারত তুলল 4 উইকেটে 212 রান ৷

সেইসঙ্গে কোহলি ব্যর্থ হলেও বেঙ্গালুরুতে মাইলস্টোন গড়লেন ভারত অধিনায়ক ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বাধিক 5টি শতরান এল রোহিতের ব্যাটে ৷ 4টি শতরান করে সূর্যকুমার যাদব এবং গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে ৷

চিন্নাস্বামীতে টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ কিন্তু আফগান পেসারদের দাপটে প্রথম পাঁচ ওভারেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া ৷ দলীয় 22 রানের মধ্যে একে একে ফিরে যান যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শিবম দুবে এবং সঞ্জু স্যামসন ৷ এর মধ্যে বিরাট ও সঞ্জু ফেরেন শূন্য রানে ৷ তবে বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচে যাঁর ব্যাটে নজর ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের, বিপদে সেই 'হিটম্যানে'র ব্যাটেই সাহারা পেল দল ৷ প্রথম দু'ম্যাচে রান না-পাওয়া রোহিতের ব্যাটে এল ঝকঝকে শতরান ৷

চিন্নাস্বামীতে এদিন রোহিতকে সঙ্গ দিলেন রিঙ্কু সিং ৷ অর্ধশতরান এল তরুণ তুর্কীর ব্যাটেও ৷ 39 বলে 69 রান করলেন নাইট ব্যাটার ৷ মারলেন 2টি চার, 6টি ছক্কা ৷ অন্যদিকে 175.37 স্ট্রাইক রেটে ব্য়াট করে 69 বলে 121 রান করলেন রোহিত ৷ ভারত অধিনায়ক মারলেন 11টি চার, 8টি বিশাল ছয় ৷ সময়োপযোগী ব্যাটিংয়ে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত দলকে টানলেন 'হিটম্যান' ৷ সবমিলিয়ে ক্লিন স্যুইপ এড়াতে সফরকারী দলের দরকার 213 রান ৷

আরও পড়ুন:

  1. ফের নেটে ব্যাট হাতে সচিন, কীসের ইঙ্গিত দিলেন লিটল মাস্টার
  2. টি-20'তে দ্রুততম 12 হাজারি ক্লাবের সদস্য হওয়া থেকে মাত্র 6 রান দূরে বিরাট
  3. ধোনির নামে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা প্রাক্তন ক্রিকেটারের

বেঙ্গালুরু, 17 জানুয়ারি: নিয়মরক্ষার ম্যাচ যে এমন উত্তেজনা তুলে রাখবে, সে কথা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি ক্রিকেটপ্রেমীরা ৷ ভারতের ছুড়ে দেওয়া 213 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সেয়ানে-সেয়ানে লড়াই করল আফগানরা ৷ ফলস্বরূপ ভারত-আফগান তৃতীয় টি-20 ম্যাচ টাই হল ৷ এমনকী খেলার নিষ্পত্তি প্রথম সুপার ওভারেও হল না ৷ ম্যাচ গড়াল দ্বিতীয় সুপার ওভারে ৷

টি-20 ক্রিকেটে দ্রুততম 12 হাজার রানের ক্লাবে প্রবেশের হাতছানি করতে প্রয়োজন ছিল মাত্র 6 রান ৷ ক্রিস গেইল, শোয়েব মালিকদের টপকে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচে সেই মাইলস্টোনে পৌঁছতে পারলেন না বিরাট কোহলি ৷ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রানের খাতা না-খুলেই ফিরতে হল রানমেশিনকে ৷ কিন্তু বিরাটের সেকেন্ড হোমে বুধবার শতরানে আলো কাড়লেন রোহিত শর্মা ৷ তাঁর অপরাজিত 121 রানের সৌজন্যে ভারত তুলল 4 উইকেটে 212 রান ৷

সেইসঙ্গে কোহলি ব্যর্থ হলেও বেঙ্গালুরুতে মাইলস্টোন গড়লেন ভারত অধিনায়ক ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বাধিক 5টি শতরান এল রোহিতের ব্যাটে ৷ 4টি শতরান করে সূর্যকুমার যাদব এবং গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে ৷

চিন্নাস্বামীতে টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ কিন্তু আফগান পেসারদের দাপটে প্রথম পাঁচ ওভারেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া ৷ দলীয় 22 রানের মধ্যে একে একে ফিরে যান যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শিবম দুবে এবং সঞ্জু স্যামসন ৷ এর মধ্যে বিরাট ও সঞ্জু ফেরেন শূন্য রানে ৷ তবে বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচে যাঁর ব্যাটে নজর ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের, বিপদে সেই 'হিটম্যানে'র ব্যাটেই সাহারা পেল দল ৷ প্রথম দু'ম্যাচে রান না-পাওয়া রোহিতের ব্যাটে এল ঝকঝকে শতরান ৷

চিন্নাস্বামীতে এদিন রোহিতকে সঙ্গ দিলেন রিঙ্কু সিং ৷ অর্ধশতরান এল তরুণ তুর্কীর ব্যাটেও ৷ 39 বলে 69 রান করলেন নাইট ব্যাটার ৷ মারলেন 2টি চার, 6টি ছক্কা ৷ অন্যদিকে 175.37 স্ট্রাইক রেটে ব্য়াট করে 69 বলে 121 রান করলেন রোহিত ৷ ভারত অধিনায়ক মারলেন 11টি চার, 8টি বিশাল ছয় ৷ সময়োপযোগী ব্যাটিংয়ে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত দলকে টানলেন 'হিটম্যান' ৷ সবমিলিয়ে ক্লিন স্যুইপ এড়াতে সফরকারী দলের দরকার 213 রান ৷

আরও পড়ুন:

  1. ফের নেটে ব্যাট হাতে সচিন, কীসের ইঙ্গিত দিলেন লিটল মাস্টার
  2. টি-20'তে দ্রুততম 12 হাজারি ক্লাবের সদস্য হওয়া থেকে মাত্র 6 রান দূরে বিরাট
  3. ধোনির নামে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা প্রাক্তন ক্রিকেটারের
Last Updated : Jan 18, 2024, 8:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.