ETV Bharat / sports

IND-NZ: স্থগিত হয়ে গেল আগামী বছর বিরাটদের নিউজিল্যান্ড সফর - ভারত-নিউজিল্যান্ড

আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-20 বিশ্বকাপ ৷ অক্টোবর ও নভেম্বরে হবে এই টুর্নামেন্ট ৷ ক্রিকেটর সংক্ষিপ্ত ফর্ম্য়াটের এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল গত বছর ৷ কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়ে যায় ৷ এক বছর পর 2022 হচ্ছে এই বিশ্বকাপ ৷

IND-NZ
স্থগিত হয়ে গেল আগামী বছর বিরাটদের কিউয়ি সফর
author img

By

Published : Sep 16, 2021, 5:45 PM IST

Updated : Sep 16, 2021, 7:44 PM IST

ওয়েলিংটন, 16 সেপ্টেম্বর: কোভিড কোয়ারান্টিনের দোহাই দিয়ে আগামী বছর নিউজিল্যান্ড সফর স্থগিত করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ 2022 সালে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে আগামী বছর কিউয়ি সফরে যাওয়ার কথা ছিল বিরাট কোহলিদের ৷ ভারতীয় দলের কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হবে 2023 ওয়ান ডে বিশ্বকাপের অংশ হিসেবে ৷

বিরাটদের এই নিউজিল্যান্ড সফর হবে আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপের পর ৷ এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখপাত্র ৷ তবে নভেম্বরের শেষে ভারত সফরে আসবে নিউজিল্যান্ড ৷ কোহলিদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ও তিন ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা কেন উইলিয়ামসনদের ৷

বড়দিনের আগে ভারত সফর শেষ করে দেশে ফিরে 14 দিনের কোয়ারান্টিনে থাকতে হবে কিউয়ি ক্রিকেটারদের ৷ ফলে ঘরের মাঠে এবার বক্সিং ডে টেস্ট খেলতে পারবে না উইলিয়ামসনরা ৷ বাংলাদেশের বিরুদ্ধে কিউয়িদের টেস্ট সিরিজ শুরু হবে 28 ডিসেম্বর থেকে ৷ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ একজিকিউটিভ ডেভিড হোয়াইট বলেন, "আমরা ক্রিকেটাদের মানসিক অবস্থা বুঝতে পেরেই এই সিদ্ধান্ত নিয়েছি ৷ সার শীতের পর দেশে ফিরে বিশ্রামের সময় পেতেন না কিউয়ি ক্রিকেটাররা ৷ উইলিয়ামসনদের বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: করোনার ভীতি কাটিয়ে আইপিএলে মাঠে ফিরছে দর্শক

নিউজিল্যান্ডে খেলতে গেলে বিরাট-রোহিতের 14 দিনের কোয়ারান্টিনে থাকা বাধ্যতামূলক ৷ যা ভারতীয় ক্রিকেটারদের মোটেই পছন্দের বিষয় নয় ৷ তবে শুধু করোনা গাইডলাইন নয়, দেশের মাটিতে ঠাসা সূচির কারণে ভারতের বিরুদ্ধে তাদের সিরিজ স্থগিত করার পথে হাঁটে কিউয়ি ক্রিকেট বোর্ড ৷ কারণ গ্রীষ্মে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে নিউজিল্য়ান্ড ৷ তারপর ঘরের মাঠে উইলিয়ামসনরা খেলবে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷ তারপর মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে বসছে সাত দলের মহিলা বিশ্বকাপ ৷

ওয়েলিংটন, 16 সেপ্টেম্বর: কোভিড কোয়ারান্টিনের দোহাই দিয়ে আগামী বছর নিউজিল্যান্ড সফর স্থগিত করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ 2022 সালে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে আগামী বছর কিউয়ি সফরে যাওয়ার কথা ছিল বিরাট কোহলিদের ৷ ভারতীয় দলের কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হবে 2023 ওয়ান ডে বিশ্বকাপের অংশ হিসেবে ৷

বিরাটদের এই নিউজিল্যান্ড সফর হবে আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপের পর ৷ এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখপাত্র ৷ তবে নভেম্বরের শেষে ভারত সফরে আসবে নিউজিল্যান্ড ৷ কোহলিদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ও তিন ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা কেন উইলিয়ামসনদের ৷

বড়দিনের আগে ভারত সফর শেষ করে দেশে ফিরে 14 দিনের কোয়ারান্টিনে থাকতে হবে কিউয়ি ক্রিকেটারদের ৷ ফলে ঘরের মাঠে এবার বক্সিং ডে টেস্ট খেলতে পারবে না উইলিয়ামসনরা ৷ বাংলাদেশের বিরুদ্ধে কিউয়িদের টেস্ট সিরিজ শুরু হবে 28 ডিসেম্বর থেকে ৷ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ একজিকিউটিভ ডেভিড হোয়াইট বলেন, "আমরা ক্রিকেটাদের মানসিক অবস্থা বুঝতে পেরেই এই সিদ্ধান্ত নিয়েছি ৷ সার শীতের পর দেশে ফিরে বিশ্রামের সময় পেতেন না কিউয়ি ক্রিকেটাররা ৷ উইলিয়ামসনদের বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: করোনার ভীতি কাটিয়ে আইপিএলে মাঠে ফিরছে দর্শক

নিউজিল্যান্ডে খেলতে গেলে বিরাট-রোহিতের 14 দিনের কোয়ারান্টিনে থাকা বাধ্যতামূলক ৷ যা ভারতীয় ক্রিকেটারদের মোটেই পছন্দের বিষয় নয় ৷ তবে শুধু করোনা গাইডলাইন নয়, দেশের মাটিতে ঠাসা সূচির কারণে ভারতের বিরুদ্ধে তাদের সিরিজ স্থগিত করার পথে হাঁটে কিউয়ি ক্রিকেট বোর্ড ৷ কারণ গ্রীষ্মে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে নিউজিল্য়ান্ড ৷ তারপর ঘরের মাঠে উইলিয়ামসনরা খেলবে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷ তারপর মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে বসছে সাত দলের মহিলা বিশ্বকাপ ৷

Last Updated : Sep 16, 2021, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.