দিল্লি, 20 ডিসেম্বর : অ্যাডিলেড টেস্টে লজ্জার হারের মুখোমুখি হয়েছে ভারত ৷ তবে আইসিসি ব়্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্টের উন্নতি ঘটল ভারত অধিনায়ক বিরাট কোহলির ৷ এক নম্বর স্থানে থাকা স্টিভ স্মিথের সঙ্গে ব্যবধানও কমালেন তিনি ৷
বর্তমানে ভারত অধিনায়কের রেটিং পয়েন্ট 888 ৷ স্টিভ স্মিথের থেকে 21 পয়েন্ট কম ৷ অ্যাডিলেডে সিরিজ় শুরুর ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ হন স্মিথ ৷ অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হলেও প্রথম ইনিংসে 74 রান করেছিলেন কোহলি ৷ তারপরই প্রকাশিত আইসিসি ব়্য়াঙ্কিংয়ে 2 রেটিং পয়েন্ট পান বিরাট ৷ অন্যদিকে দুই ইনিংসে ব্যর্থ হওয়ায় 10 পয়েন্ট হারান স্মিথ ৷
2018-19 সালে ভারতের সিরিজ় জয়ের নায়ক চেতেশ্বর পূজারা একধাপ পিছিয়ে গেছেন ৷ তিনি আছেন অষ্টম স্থানে ৷ অজ়ি ব্যাটসম্যান মার্নাস লাবুশানে তাঁর চতুর্থ স্থান ধরে রেখেছেন ৷ তবে কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টে পৌঁছেছেন তিনি ৷ তাঁর বর্তমান রেটিং পয়েন্ট 839 ৷
তালিকায় তৃতীয় স্থানে আছেন নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ তিনি কোহলির থেকে মাত্র 11 পয়েন্টে পিছিয়ে আছেন ৷
আরও পড়ুন :- ব্যক্তিগত পরিকল্পনা দরকার, টিমমেটদের বার্তা বিরাটের
আইসিসি টেস্ট ব্যাটসম্যান ব়্যাঙ্কিং
- 1. স্টিভ স্মিথ - 911
- 2. বিরাট কোহলি - 888
- 3. কেন উইলিয়ামসন - 877
- 4. মার্নাস লাবুশানে - 839
- 5. বাবর আজ়ম - 797
- 6. ডেভিড ওয়ার্নার - 793
- 7. বেন স্টোকস - 760
- 8. চেতেশ্বর পূজারা - 755
- 9. জো রুট - 738
- 10. টম লাথাম -724