ETV Bharat / sports

ভারতীয় পেসাররা টেস্ট সিরিজ়ে শর্ট বলের বেশি ব্য়বহার করবে : স্মিথ - শর্ট বল

প্রাক্তন অজ়ি অধিনায়ক বলেন, কোনও দল যদি আমাকে শর্ট বল করে আউট করার চেষ্টা করে, তবে তা অস্ট্রেলিয়া দলের পক্ষে সবচেয়ে সুবিধার হবে ৷ কারণ, লাগাতার শর্ট বল করলে বোলারের শক্তি বেশি ক্ষয় হবে ৷ যা তাঁদের ক্লান্ত করে দেবে ৷ এরপরই তিনি যোগ করেন, তিনি জীবনে প্রচুর শর্ট বলের মুখোমুখি হয়েছেন ৷ তবে, তাতে তাঁর কোনও সমস্য়া হয়নি ৷ তিনি মনে করেন, তাঁদের ব্য়াটসম্য়ানদের শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ৷

steve-smith-dares-indian-pacers-to-bowl-short-in-forthcoming-series
ভারতীয় পেসাররা আসন্ন টেস্ট সিরিজ়ে শর্ট বলের বেশি ব্য়বহার করবে : স্টিভ স্মিথ
author img

By

Published : Nov 15, 2020, 4:04 PM IST

মেলবোর্ন, 15 নভেম্বর : ওয়ান’ডে, টি-20 ও টেস্ট সিরিজ় খেলতে ইতিমধ্য়ে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে ভারতীয় দল ৷ 27 নভেম্বর থেকে ওয়ান’ডে দিয়ে শুরু হবে সিরিজ় ৷ তবে, এখন থেকেই স্নায়ুর যুদ্ধ শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া শিবির ৷ আর তার শুরুটা করলেন অস্ট্রেলিয়ান রান মেশিন স্টিভ স্মিথ ৷ যেখানে ভারতীয় পেসারদের চাপে রাখতে অভিনব কৌশল নিলেন তিনি ৷ এক সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে স্টিভ বলেন, আসন্ন বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ়ে ভারতীয় পেসাররা শর্ট পিচ বোলিংয়ের সাহায্য় নেবে ৷ যা তাঁর ক্ষেত্রে বেশি ব্য়বহার করার চেষ্টা করবে ভারতীয় পেস ব্যাটারি ৷ তবে, এতে অস্ট্রেলিয়া দলের সুবিধাই হবে বলে মনে করেন স্টিভ ৷

প্রাক্তন অজ়ি অধিনায়ক বলেন, কোনও দল যদি আমাকে শর্ট বল করে আউট করার চেষ্টা করে, তবে তা অস্ট্রেলিয়া দলের পক্ষে সবচেয়ে সুবিধার হবে ৷ কারণ, লাগাতার শর্ট বল করলে বোলারের শক্তি বেশি ক্ষয় হবে ৷ যা তাঁদের ক্লান্ত করে দেবে ৷ এরপরই তিনি যোগ করেন, তিনি জীবনে প্রচুর শর্ট বলের মুখোমুখি হয়েছেন ৷ তবে, তাতে তাঁর কোনও সমস্য়া হয়নি ৷ তিনি মনে করেন, তাঁদের ব্য়াটসম্য়ানদের শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ৷ প্রসঙ্গত, 2019-20-তে নিউজ়িল্য়ান্ড সিরিজ়ে স্টিভ স্মিথকে চারবার আউট করেছিলেন কিউয়ি বাঁ হাতি পেসার নেইল ওয়াগনার ৷ সেই সিরিজ়ে স্মিথের শরীর লক্ষ্য় করে লাগাতার শর্ট পিচ ডেলিভারি করে গিয়েছিলেন কিউয়ি পেসার ৷ তবে, সেই সিরিজ়ে স্মিথ তিন ম্য়াচে গড়ে 43 রান করেছিলেন ৷ এ নিয়ে তিনি বলেন, তাঁকে আউট করতে বোলাররা যখন ব্য়স্ত ছিল ৷ তখন তিনি মাটি আঁকড়ে পড়ে থেকে অন্য় ব্য়াটসম্য়ানদের রান করতে সাহায্য় করেছিলেন ৷ স্মিথের স্পষ্ট বক্তব্য়, এখানে তাঁর জন্য় নাটকের কিছু নেই ৷ তিনি পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করেন ৷ কীভাবে বিপক্ষ বোলাররা তাঁকে আউট করার চেষ্টা করছে, তা বুঝে নিয়ে পালটা জবাব দেওয়ার চেষ্টা করেন তিনি ৷ তবে, ওয়াগনারের বোলিং নিয়ে তিনি বলেন, ওয়াগনার খুব ভালোভাবে তাঁর বাউন্সারকে ব্য়বহার করেছিলেন ৷ তবে, অন্য়রা তা করতে পারবে বলে তিনি মনে করেন না ৷

তাঁর কথায়, কিছু প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে শর্ট বল করার চেষ্টা করলেও, ওয়াগনারের মতো সঠিক টার্গেটে রাখতে ব্য়র্থ হয়েছে ৷ এরপরই নেইল ওয়াগনারের প্রশংসায় স্মিথ বলেন, বলের গতিতে হেরফের ঘটনানোর এক অসাধারণ ক্ষমতা রয়েছে নেইল ওয়াগনারের ৷ যার বেশিরভাগই তাঁর পাঁজর এবং মাথা লক্ষ্য় করে ধেয়ে আসে ৷ তবে, 17 ডিসেম্বর থেকে টেস্ট সিরিজ় শুরু আগে, 27 নভেম্বর ওয়ান’ডে সিরিজ় দিয়ে সফর শুরু করবে ভারতীয় দল ৷ যে সিরিজ়ে মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরা ভারতীয় পেস আক্রমণে সবচেয়ে বড় ভূমিকা নেবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

মেলবোর্ন, 15 নভেম্বর : ওয়ান’ডে, টি-20 ও টেস্ট সিরিজ় খেলতে ইতিমধ্য়ে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে ভারতীয় দল ৷ 27 নভেম্বর থেকে ওয়ান’ডে দিয়ে শুরু হবে সিরিজ় ৷ তবে, এখন থেকেই স্নায়ুর যুদ্ধ শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া শিবির ৷ আর তার শুরুটা করলেন অস্ট্রেলিয়ান রান মেশিন স্টিভ স্মিথ ৷ যেখানে ভারতীয় পেসারদের চাপে রাখতে অভিনব কৌশল নিলেন তিনি ৷ এক সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে স্টিভ বলেন, আসন্ন বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ়ে ভারতীয় পেসাররা শর্ট পিচ বোলিংয়ের সাহায্য় নেবে ৷ যা তাঁর ক্ষেত্রে বেশি ব্য়বহার করার চেষ্টা করবে ভারতীয় পেস ব্যাটারি ৷ তবে, এতে অস্ট্রেলিয়া দলের সুবিধাই হবে বলে মনে করেন স্টিভ ৷

প্রাক্তন অজ়ি অধিনায়ক বলেন, কোনও দল যদি আমাকে শর্ট বল করে আউট করার চেষ্টা করে, তবে তা অস্ট্রেলিয়া দলের পক্ষে সবচেয়ে সুবিধার হবে ৷ কারণ, লাগাতার শর্ট বল করলে বোলারের শক্তি বেশি ক্ষয় হবে ৷ যা তাঁদের ক্লান্ত করে দেবে ৷ এরপরই তিনি যোগ করেন, তিনি জীবনে প্রচুর শর্ট বলের মুখোমুখি হয়েছেন ৷ তবে, তাতে তাঁর কোনও সমস্য়া হয়নি ৷ তিনি মনে করেন, তাঁদের ব্য়াটসম্য়ানদের শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ৷ প্রসঙ্গত, 2019-20-তে নিউজ়িল্য়ান্ড সিরিজ়ে স্টিভ স্মিথকে চারবার আউট করেছিলেন কিউয়ি বাঁ হাতি পেসার নেইল ওয়াগনার ৷ সেই সিরিজ়ে স্মিথের শরীর লক্ষ্য় করে লাগাতার শর্ট পিচ ডেলিভারি করে গিয়েছিলেন কিউয়ি পেসার ৷ তবে, সেই সিরিজ়ে স্মিথ তিন ম্য়াচে গড়ে 43 রান করেছিলেন ৷ এ নিয়ে তিনি বলেন, তাঁকে আউট করতে বোলাররা যখন ব্য়স্ত ছিল ৷ তখন তিনি মাটি আঁকড়ে পড়ে থেকে অন্য় ব্য়াটসম্য়ানদের রান করতে সাহায্য় করেছিলেন ৷ স্মিথের স্পষ্ট বক্তব্য়, এখানে তাঁর জন্য় নাটকের কিছু নেই ৷ তিনি পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করেন ৷ কীভাবে বিপক্ষ বোলাররা তাঁকে আউট করার চেষ্টা করছে, তা বুঝে নিয়ে পালটা জবাব দেওয়ার চেষ্টা করেন তিনি ৷ তবে, ওয়াগনারের বোলিং নিয়ে তিনি বলেন, ওয়াগনার খুব ভালোভাবে তাঁর বাউন্সারকে ব্য়বহার করেছিলেন ৷ তবে, অন্য়রা তা করতে পারবে বলে তিনি মনে করেন না ৷

তাঁর কথায়, কিছু প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে শর্ট বল করার চেষ্টা করলেও, ওয়াগনারের মতো সঠিক টার্গেটে রাখতে ব্য়র্থ হয়েছে ৷ এরপরই নেইল ওয়াগনারের প্রশংসায় স্মিথ বলেন, বলের গতিতে হেরফের ঘটনানোর এক অসাধারণ ক্ষমতা রয়েছে নেইল ওয়াগনারের ৷ যার বেশিরভাগই তাঁর পাঁজর এবং মাথা লক্ষ্য় করে ধেয়ে আসে ৷ তবে, 17 ডিসেম্বর থেকে টেস্ট সিরিজ় শুরু আগে, 27 নভেম্বর ওয়ান’ডে সিরিজ় দিয়ে সফর শুরু করবে ভারতীয় দল ৷ যে সিরিজ়ে মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরা ভারতীয় পেস আক্রমণে সবচেয়ে বড় ভূমিকা নেবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.