বেঙ্গালুরু, 19 জানুয়ারি : একদিকে স্টিভ স্মিথের ঝড় থামাতে নাস্তানাবুদ, ঠিক তখনই ভারতীয় শিবিরের কাছে ধাক্কা । কাঁধে চোট নিয়ে মাঠ ছাড়লেন ওপেনার শিখর ধাওয়ান । সঙ্গে সঙ্গেই পরীক্ষা করানোর জন্য শিখরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রথমার্ধ শেষ হওয়ার আগে ভারতীয় শিবিরের কাছে একটাই প্রশ্ন ব্যাট হাতে কী মাঠে নামতে পারবেন শিখর ? ইনিংস শুরু করতে পারলেন না শিখর ।
রাজকোট অজিদের বিরুদ্ধে খেলার সময়ই কাঁধ চোট পান শিখর । তার পরই বেঙ্গালুরুতে তৃতীয় ম্যাচে তাঁর দলে থাকা নিয়ে সংশয় তৈরি হচ্ছিল । যদিও আজ সব সংশয় দূরে সরিয়ে মাঠে নামেন শিখর । বেশ ভালোই ফিল্ড করছিলেন ভারতীয় দলের গব্বর । কিন্তু, ধাক্কা এল ঠিক 44.3 ওভারে । কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে ।
শিখর ব্যাট করবেন কি না, তা স্পষ্ট করছে না টিম । ইনিংস শুরু করতে পারলেন না শিখর । রোহিতের সঙ্গে শুরুতে এলেন লোকেশ রাহুল । এখনও দেখার ধাওয়ান ব্যাট করার মতো অবস্থায় আছেন কি না ।