ETV Bharat / sports

চোট নিয়ে মাঠ ছাড়লেন শিখর, রোহিতের সঙ্গী রাহুল

author img

By

Published : Jan 19, 2020, 5:22 PM IST

Updated : Jan 19, 2020, 5:48 PM IST

কাঁধে চোট নিয়ে মাঠ ছাড়লেন ওপেনার শিখর ধাওয়ান । সঙ্গে সঙ্গেই পরীক্ষা করানোর জন্য শিখরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

Sikhar Dhawan
শিখর ধাওয়ান

বেঙ্গালুরু, 19 জানুয়ারি : একদিকে স্টিভ স্মিথের ঝড় থামাতে নাস্তানাবুদ, ঠিক তখনই ভারতীয় শিবিরের কাছে ধাক্কা । কাঁধে চোট নিয়ে মাঠ ছাড়লেন ওপেনার শিখর ধাওয়ান । সঙ্গে সঙ্গেই পরীক্ষা করানোর জন্য শিখরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রথমার্ধ শেষ হওয়ার আগে ভারতীয় শিবিরের কাছে একটাই প্রশ্ন ব্যাট হাতে কী মাঠে নামতে পারবেন শিখর ? ইনিংস শুরু করতে পারলেন না শিখর ।

রাজকোট অজিদের বিরুদ্ধে খেলার সময়ই কাঁধ চোট পান শিখর । তার পরই বেঙ্গালুরুতে তৃতীয় ম্যাচে তাঁর দলে থাকা নিয়ে সংশয় তৈরি হচ্ছিল । যদিও আজ সব সংশয় দূরে সরিয়ে মাঠে নামেন শিখর । বেশ ভালোই ফিল্ড করছিলেন ভারতীয় দলের গব্বর । কিন্তু, ধাক্কা এল ঠিক 44.3 ওভারে । কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে ।

শিখর ব্যাট করবেন কি না, তা স্পষ্ট করছে না টিম । ইনিংস শুরু করতে পারলেন না শিখর । রোহিতের সঙ্গে শুরুতে এলেন লোকেশ রাহুল । এখনও দেখার ধাওয়ান ব্যাট করার মতো অবস্থায় আছেন কি না ।

বেঙ্গালুরু, 19 জানুয়ারি : একদিকে স্টিভ স্মিথের ঝড় থামাতে নাস্তানাবুদ, ঠিক তখনই ভারতীয় শিবিরের কাছে ধাক্কা । কাঁধে চোট নিয়ে মাঠ ছাড়লেন ওপেনার শিখর ধাওয়ান । সঙ্গে সঙ্গেই পরীক্ষা করানোর জন্য শিখরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রথমার্ধ শেষ হওয়ার আগে ভারতীয় শিবিরের কাছে একটাই প্রশ্ন ব্যাট হাতে কী মাঠে নামতে পারবেন শিখর ? ইনিংস শুরু করতে পারলেন না শিখর ।

রাজকোট অজিদের বিরুদ্ধে খেলার সময়ই কাঁধ চোট পান শিখর । তার পরই বেঙ্গালুরুতে তৃতীয় ম্যাচে তাঁর দলে থাকা নিয়ে সংশয় তৈরি হচ্ছিল । যদিও আজ সব সংশয় দূরে সরিয়ে মাঠে নামেন শিখর । বেশ ভালোই ফিল্ড করছিলেন ভারতীয় দলের গব্বর । কিন্তু, ধাক্কা এল ঠিক 44.3 ওভারে । কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে ।

শিখর ব্যাট করবেন কি না, তা স্পষ্ট করছে না টিম । ইনিংস শুরু করতে পারলেন না শিখর । রোহিতের সঙ্গে শুরুতে এলেন লোকেশ রাহুল । এখনও দেখার ধাওয়ান ব্যাট করার মতো অবস্থায় আছেন কি না ।

Jammu, Jan 19 (ANI): To mark the 30th anniversary of the mass exodus of Kashmiri Pandits from the Valley, a group of people staged protest in Jammu. Protesters showed placards that read 'Holocaust Day' and 'Black Day in History of JandK'. They demanded solution from Centre and also demanded rehabilitation. Protestors urged Centre to set up commission to investigate the incident.
Last Updated : Jan 19, 2020, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.