নিউদিল্লি, 15 অক্টোবর : আজ দেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের 89 তম জন্মদিন ৷ সেই উপলক্ষে দেশের মিসাইল ম্য়ানকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ তাঁকে সম্মান জানাতে গিয়ে সচিন বলেন,
দেশের সব প্রজন্মের কাছেই কালাম একজন অনুপ্রেরণা হয়ে থাকবেন ৷
শুধু তাই নয়, প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার তাঁর প্রশংসায় বলেন, জীবনের সবক্ষেত্রেই কালাম সাফল্য়ের চূড়ায় পৌঁছেছেন ৷
তিনি শিখিয়েছেন, স্বপ্ন বড় দেখ, কিন্তু সবর্দা মাটির সঙ্গে মিশে থাকো ৷ যা তোমাকে সাফল্য়ের চূড়ায় উড়তে সাহায্য় করবে ৷
রাষ্ট্রপতি হিসেবেও এপিজে আবদুল কালাম কতটা সফল হয়েছেন, সেই প্রসঙ্গও এ দিন সচিন তেন্ডুলকরের কথায় উঠে আসে ৷ আবদুল কালাম দেশবাসীর রাষ্ট্রপতি হয়ে উঠতে পেরেছিলেন ৷ ফলে দেশের উন্নয়নকে এক অন্য় মাত্রা দিয়েছিলেন তিনি ৷ বিজ্ঞানী হিসেবেও দেশের সামরিক উন্নয়নে এক অনন্য় ভূমিকা পালন করেছিলেন কালাম ৷ যার ফলস্বরূপ ভারতকে দিয়েছিলেন তার প্রথম উন্নতমানের মিসাইল ৷ একজন অ্য়ারস্পেস বিজ্ঞানী হিসেবে কালাম দেশের দু'টি সবচেয়ে বড় স্পেস সেন্টার ডিফেন্স রিসার্চ অ্য়ান্ড ডেভলপমেন্ট অরগানাইজ়েশন ও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশনের সঙ্গে কাজ করেছেন ৷