ETV Bharat / sports

ফের সিরাজের উদ্দেশে বর্ণবৈষম্যমূলক মন্তব্য, বের করা হল কয়েকজন দর্শককে - fans removed from SCG stands

সিরাজ তখন স্কোয়ার লেগের বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন । আর তখনই গ্যালারির স্ট্যান্ড থেক বর্ণবৈষম্যমূলক মন্তব্য ধেয়ে আসে তাঁর দিকে ।

ভারত বনাম অস্ট্রেলিয়া
ছবি সৌজন্যে ICC
author img

By

Published : Jan 10, 2021, 10:52 AM IST

সিডনি, 10 জানুয়ারি : গতকালের পর ফের আজ । ফের সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারি থেকে মহম্মদ সিরাজের দিকে ধেয়ে এল বর্ণবৈষম্যমূলক মন্তব্য । বিষয়টি নিয়ে ফিল্ড আম্পায়ারদের কাছে অভিযোগও জানান সিরাজ । তাঁর পাশে দাঁড়ান অধিনায়ক অজিঙ্ক রাহানেও । ফিল্ড আম্পায়ার পল রিফেলের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় রাহানেকে । আম্পায়ারদের সঙ্গে কথা বলেন ময়ঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পুজারাও ।

বর্ণবৈষম্যমূলক মন্তব্য এবং তারপর আম্পায়ারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের আলোচনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা । ভারতীয় দলের অভিযোগের ভিত্তিতে গ্যালারি থেকে দর্শকদের একাংশকে বের করে দেওয়া হয় । প্রায় মিনিট দশেক বন্ধ ছিল খেলা ।

ম্যাচ তখন পুরোপুরিভাবে অজ়িদের দখলে । ভারতীয় বোলিংয়ের প্রতি যেন একটা 'থোরাই কেয়ার' মনোভাব অজ়ি ব্যাটসম্যানদের । 86 নম্বর ওভার চলছে । সিরাজ স্কোয়ার লেগ বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন । তখনই গ্যালারি থেকে ধেয়ে আসে বর্ণবৈষম্যমূলক মন্তব্য ।

ঠিক আগের ওভারেই ক্যামেরন গ্রিনের কাছে দুটি ছয় হজম করতে হয়েছে সিরাজকে । বর্ণবৈষম্যমূলক ওই মন্তব্য কানে যাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজ আঙুল দিয়ে ইশারা করে দেখান গ্যালারির কোন দিক থেকে সেই মন্তব্য এসেছে । এরপর আম্পায়ারদের সঙ্গে কিছুক্ষণ আলোচনার পর গ্যালারি থেকে চার জনের একটি দলকে বেরিয়ে যেতে নির্দেশ দেন নিরাপত্তারক্ষীরা । এরপর আরও দু'জনকে গ্যালারি থেকে বেরিয়ে যেতে বলা হয় ।

আরও পড়ুন : বর্ণবৈষম্য়ের শিকার বুমরা-সিরাজ !

গতকালও এই একই অভিযোগ উঠেছিল । টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর আইসিসি ও স্টেডিয়ামের নিরাপত্তা আধিকারিকরা জসপ্রীত বুমরা ও সিরাজ এবং ভারতীয় দলের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন । ভারতীয় দলের অধিনায়ক অজিঙ্ক রাহানেকে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করতে দেখা গেছিল ।

অস্ট্রেলিয়ার সংবাদপত্র দা ডেইলি টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়েছে , গত দু'দিন ধরে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজকে কয়েকজন দর্শক গালিগালাজ করে চলেছে বলে ভারতীয দলের তরফে অভিযোগ করা হয়েছে । মনে করা হচ্ছে তা বর্ণবিদ্বেষমূলক । সিরাজ যখন ফাইন লেগে ফিল্ডিং করছিলেন সেই সময় রান্ডউইক এন্ড থেকে কোনও এক দর্শক তাঁকে গালি দিয়েছিল ।

সিডনি, 10 জানুয়ারি : গতকালের পর ফের আজ । ফের সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারি থেকে মহম্মদ সিরাজের দিকে ধেয়ে এল বর্ণবৈষম্যমূলক মন্তব্য । বিষয়টি নিয়ে ফিল্ড আম্পায়ারদের কাছে অভিযোগও জানান সিরাজ । তাঁর পাশে দাঁড়ান অধিনায়ক অজিঙ্ক রাহানেও । ফিল্ড আম্পায়ার পল রিফেলের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় রাহানেকে । আম্পায়ারদের সঙ্গে কথা বলেন ময়ঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পুজারাও ।

বর্ণবৈষম্যমূলক মন্তব্য এবং তারপর আম্পায়ারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের আলোচনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা । ভারতীয় দলের অভিযোগের ভিত্তিতে গ্যালারি থেকে দর্শকদের একাংশকে বের করে দেওয়া হয় । প্রায় মিনিট দশেক বন্ধ ছিল খেলা ।

ম্যাচ তখন পুরোপুরিভাবে অজ়িদের দখলে । ভারতীয় বোলিংয়ের প্রতি যেন একটা 'থোরাই কেয়ার' মনোভাব অজ়ি ব্যাটসম্যানদের । 86 নম্বর ওভার চলছে । সিরাজ স্কোয়ার লেগ বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন । তখনই গ্যালারি থেকে ধেয়ে আসে বর্ণবৈষম্যমূলক মন্তব্য ।

ঠিক আগের ওভারেই ক্যামেরন গ্রিনের কাছে দুটি ছয় হজম করতে হয়েছে সিরাজকে । বর্ণবৈষম্যমূলক ওই মন্তব্য কানে যাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজ আঙুল দিয়ে ইশারা করে দেখান গ্যালারির কোন দিক থেকে সেই মন্তব্য এসেছে । এরপর আম্পায়ারদের সঙ্গে কিছুক্ষণ আলোচনার পর গ্যালারি থেকে চার জনের একটি দলকে বেরিয়ে যেতে নির্দেশ দেন নিরাপত্তারক্ষীরা । এরপর আরও দু'জনকে গ্যালারি থেকে বেরিয়ে যেতে বলা হয় ।

আরও পড়ুন : বর্ণবৈষম্য়ের শিকার বুমরা-সিরাজ !

গতকালও এই একই অভিযোগ উঠেছিল । টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর আইসিসি ও স্টেডিয়ামের নিরাপত্তা আধিকারিকরা জসপ্রীত বুমরা ও সিরাজ এবং ভারতীয় দলের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন । ভারতীয় দলের অধিনায়ক অজিঙ্ক রাহানেকে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করতে দেখা গেছিল ।

অস্ট্রেলিয়ার সংবাদপত্র দা ডেইলি টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়েছে , গত দু'দিন ধরে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজকে কয়েকজন দর্শক গালিগালাজ করে চলেছে বলে ভারতীয দলের তরফে অভিযোগ করা হয়েছে । মনে করা হচ্ছে তা বর্ণবিদ্বেষমূলক । সিরাজ যখন ফাইন লেগে ফিল্ডিং করছিলেন সেই সময় রান্ডউইক এন্ড থেকে কোনও এক দর্শক তাঁকে গালি দিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.