ETV Bharat / sports

টি-20 সিরিজ়ে ভারতীয় ফিল্ডিং নিয়ে অসন্তুষ্ট মহম্মদ কাইফ - ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ়ে ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ ৷ আর সেই কারণেই কাইফ মনে করেন আগামী বছর টি-20 বিশ্বকাপ ভারতের জেতার সম্ভাবনা কমে যাচ্ছে ৷

mohammad-kaif-not-happy-with-indias-fielding-in-t20-series
টি-20 সিরিজ়ে ভারতীয় ফিল্ডিং নিয়ে অসন্তুষ্ট মহম্মদ কাইফ
author img

By

Published : Dec 10, 2020, 7:32 PM IST

সিডনি, 10 ডিসেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ়ে ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ ৷ আর সেই কারণেই আগামী বছর টি-20 বিশ্বকাপ ভারতের জেতার সম্ভাবনা কমে যাচ্ছে বলে মনে করেন কাইফ ৷ মঙ্গলবার তৃতীয় টি-20 ম্য়াচে অস্ট্রেলিয়া 186 রান করে ৷ সেই ম্য়াচে ম্যাথু ওয়েড এবং গ্লেন ম্য়াক্সওয়েল অর্ধ শতরান করেন ৷ কাইফ বলছেন, এর পিছনে রয়েছে ভারতের দুর্বল ফিল্ডিং৷

ভারতের সেরা ফিল্ডারদের একজন মহম্মদ কাইফ বলেন, ভারতীয় দলের এমন দুর্বল ফিল্ডিং বিশ্বকাপে অনেক গুরুত্বপূর্ণ ম্য়াচ ভারতের হাত থেকে বের করে নিয়ে যেতে পারে ৷ একাধিক ক্য়াচ ফেলা এবং ফিল্ডিং মিস কখনই খেলার অংশ হতে পারে না ৷ তারা এটা একটু বেশিই করছে ৷ আর এমনটা চলতে থাকলে, আগামী বছর অক্টোবরে ভারতে হতে চলা টি-20 বিশ্বকাপে বড় ম্য়াচ ভারতকে হারতে হতে পারে ৷’’

আরও পডুন : হল না ক্লিন সুইপ, 12 রানে হার কোহলিদের

পাশাপাশি ভারতীয় তরুণ বোলিং বিভাগের পাশে দাঁড়িয়ে কাইফ বলেন, এতে ভারতীয় দলের বোলিং বিভাগের মনোবল ভেঙে পড়বে ৷ যখন একজন বোলার দেখবেন তাঁর বলে ক্য়াচ পড়ছে, তখন রান আপে ফিরে যাওয়ার সময় তাঁর মনোবল ভেঙে যাবে ৷ এই প্রসঙ্গে নিজেদের উদাহরণ দিয়ে কাউফ বলেন, ‘‘যখন আমরা অজিত আগরাকার, শ্রীনাথ বা জাহির খানের বলে ক্য়াচ ফেলতাম, তখন তাঁরা আমাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতেন ৷ আর তার পরের দিন প্র্য়াকটিসে অতিরিক্ত দু’ঘণ্টা সময় কাটাতাম ৷’’ শেষ টি-20 ম্য়াচে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 12 রানে হেরেছে ৷ যদিও ভারতীয় দল আগেই সিরিজ় নিজেদের দখলে নিয়েছিল ৷

অন্য়দিকে, রোহিত শর্মা টেস্ট সিরিজ়ের জন্য় ফিট কি না তা এখনও স্পষ্ট নয় ৷ 11 ডিসেম্বর জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমি থেকে রোহিতের ফিটনেস নিয়ে জানানো হতে পারে ৷

সিডনি, 10 ডিসেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ়ে ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ ৷ আর সেই কারণেই আগামী বছর টি-20 বিশ্বকাপ ভারতের জেতার সম্ভাবনা কমে যাচ্ছে বলে মনে করেন কাইফ ৷ মঙ্গলবার তৃতীয় টি-20 ম্য়াচে অস্ট্রেলিয়া 186 রান করে ৷ সেই ম্য়াচে ম্যাথু ওয়েড এবং গ্লেন ম্য়াক্সওয়েল অর্ধ শতরান করেন ৷ কাইফ বলছেন, এর পিছনে রয়েছে ভারতের দুর্বল ফিল্ডিং৷

ভারতের সেরা ফিল্ডারদের একজন মহম্মদ কাইফ বলেন, ভারতীয় দলের এমন দুর্বল ফিল্ডিং বিশ্বকাপে অনেক গুরুত্বপূর্ণ ম্য়াচ ভারতের হাত থেকে বের করে নিয়ে যেতে পারে ৷ একাধিক ক্য়াচ ফেলা এবং ফিল্ডিং মিস কখনই খেলার অংশ হতে পারে না ৷ তারা এটা একটু বেশিই করছে ৷ আর এমনটা চলতে থাকলে, আগামী বছর অক্টোবরে ভারতে হতে চলা টি-20 বিশ্বকাপে বড় ম্য়াচ ভারতকে হারতে হতে পারে ৷’’

আরও পডুন : হল না ক্লিন সুইপ, 12 রানে হার কোহলিদের

পাশাপাশি ভারতীয় তরুণ বোলিং বিভাগের পাশে দাঁড়িয়ে কাইফ বলেন, এতে ভারতীয় দলের বোলিং বিভাগের মনোবল ভেঙে পড়বে ৷ যখন একজন বোলার দেখবেন তাঁর বলে ক্য়াচ পড়ছে, তখন রান আপে ফিরে যাওয়ার সময় তাঁর মনোবল ভেঙে যাবে ৷ এই প্রসঙ্গে নিজেদের উদাহরণ দিয়ে কাউফ বলেন, ‘‘যখন আমরা অজিত আগরাকার, শ্রীনাথ বা জাহির খানের বলে ক্য়াচ ফেলতাম, তখন তাঁরা আমাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতেন ৷ আর তার পরের দিন প্র্য়াকটিসে অতিরিক্ত দু’ঘণ্টা সময় কাটাতাম ৷’’ শেষ টি-20 ম্য়াচে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 12 রানে হেরেছে ৷ যদিও ভারতীয় দল আগেই সিরিজ় নিজেদের দখলে নিয়েছিল ৷

অন্য়দিকে, রোহিত শর্মা টেস্ট সিরিজ়ের জন্য় ফিট কি না তা এখনও স্পষ্ট নয় ৷ 11 ডিসেম্বর জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমি থেকে রোহিতের ফিটনেস নিয়ে জানানো হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.