ETV Bharat / sports

ভারতের বিরুদ্ধে নেই রিচার্ডসন, পরিবর্ত হিসেবে অজ়ি দলে টাই - কেন রিচার্ডসন

সদ্যোজাত সন্তান ও স্ত্রীকে সময় দেওয়ার জন্যই এই সিরিজ়ে খেলবেন না বলে জানিয়ে দেন রিচার্ডসন ৷ একটি বিবৃতি দিয়ে একথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

কেন রিচার্ডসন
কেন রিচার্ডসন
author img

By

Published : Nov 18, 2020, 2:20 PM IST

মেলবোর্ন, 18 নভেম্বর : ভারতের বিরুদ্ধে সিরিজ়ে খেলবেন না কেন রিচার্ডসন ৷ তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া দলে এলেন অ্যান্ড্রু টাই ৷ 27 নভেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়া 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচের সিরিজ় খেলবে ৷

সদ্যোজাত সন্তান ও স্ত্রীকে সময় দেওয়ার জন্যই এই সিরিজ়ে খেলবেন না বলে জানিয়ে দেন রিচার্ডসন ৷ একটি বিবৃতি দিয়ে একথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

CA-র জাতীয় নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘‘কেনের জন্য এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল ৷ কিন্তু তাঁর এই সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সমর্থন করেন নির্বাচক ও দলের সদস্যরা ৷

তিনি আরও যোগ করেন, ‘‘অ্যাডিলেডে সদ্যোজাত সন্তান ও স্ত্রীর সঙ্গে থাকতে চান কেন রিচার্ডসন ৷ এই কঠিন পরিস্থিতির সময়ও আমরা ওর পাশে আছি ৷ দলে ওর অবদানটা আমরা মিস করব ৷ কিন্তু সম্পূর্ণভাবে ওর সিদ্ধান্তকে সম্মান জানাই ৷’’

ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ে অজ়ি দলে ছিলেন অ্যান্ড্রু টাই ৷ এখনও পর্যন্ত 7টি ওয়ানডে ও 26টি টি-20 ম্যাচ খেলেছেন টাই ৷ তার মধ্যে একদিনের ম্যাচে 12টি উইকেট ও 37টি টি-20 উইকেট তুলে নিয়েছেন ৷

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ় শুরু হবে 27 তারিখ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷ SCG-তেই 29 তারিখ হবে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ ৷ 2 ডিসেম্বর মানুকা ওভাল, ক্যানবেরাতে হবে সিরিজ়ের শেষ ম্যাচ ৷

মেলবোর্ন, 18 নভেম্বর : ভারতের বিরুদ্ধে সিরিজ়ে খেলবেন না কেন রিচার্ডসন ৷ তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া দলে এলেন অ্যান্ড্রু টাই ৷ 27 নভেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়া 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচের সিরিজ় খেলবে ৷

সদ্যোজাত সন্তান ও স্ত্রীকে সময় দেওয়ার জন্যই এই সিরিজ়ে খেলবেন না বলে জানিয়ে দেন রিচার্ডসন ৷ একটি বিবৃতি দিয়ে একথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

CA-র জাতীয় নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘‘কেনের জন্য এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল ৷ কিন্তু তাঁর এই সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সমর্থন করেন নির্বাচক ও দলের সদস্যরা ৷

তিনি আরও যোগ করেন, ‘‘অ্যাডিলেডে সদ্যোজাত সন্তান ও স্ত্রীর সঙ্গে থাকতে চান কেন রিচার্ডসন ৷ এই কঠিন পরিস্থিতির সময়ও আমরা ওর পাশে আছি ৷ দলে ওর অবদানটা আমরা মিস করব ৷ কিন্তু সম্পূর্ণভাবে ওর সিদ্ধান্তকে সম্মান জানাই ৷’’

ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ে অজ়ি দলে ছিলেন অ্যান্ড্রু টাই ৷ এখনও পর্যন্ত 7টি ওয়ানডে ও 26টি টি-20 ম্যাচ খেলেছেন টাই ৷ তার মধ্যে একদিনের ম্যাচে 12টি উইকেট ও 37টি টি-20 উইকেট তুলে নিয়েছেন ৷

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ় শুরু হবে 27 তারিখ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷ SCG-তেই 29 তারিখ হবে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ ৷ 2 ডিসেম্বর মানুকা ওভাল, ক্যানবেরাতে হবে সিরিজ়ের শেষ ম্যাচ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.