ETV Bharat / sports

অস্ট্রেলিয়ায় ভারতের সাফল্য বিরাটের অধিনায়কত্বের উপর নির্ভর করছে : সৌরভ - ভারতীয় ক্রিকেট

শেষ বার অস্ট্রেলিয়া সফরে সিরিজ় জয় করেছিল ভারতীয় দল ৷ 4 ম্যাচের সিরিজ় জিতেছিল 2-1 ব্যবধানে ৷ তবে সেই অজ়ি দলে থাকেননি স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশ্যানে ৷ এছাড়া বিরাটরা সামনাসামনি হবেন প্যাট ক্যামিন্স সমৃদ্ধ বিশ্বের অন্যতম সেরা পেস অ্যাটাকের ৷

team india
team india
author img

By

Published : Nov 7, 2020, 9:38 PM IST

দিল্লি, 7 নভেম্বর : আরব আমিরশাহিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করেই অস্ট্রেলিয়া পাড়ি দেবে ভারতীয় ক্রিকেট দল ৷ ইতিমধ্যে দুবাই পৌঁছে গেছেন চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী সহ দলের কোচিং স্টাফরা ৷ তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের অধিনায়কত্বেই নির্ভর করছে ভারতের সাফল্য ৷

শেষ বার অস্ট্রেলিয়া সফরে সিরিজ় জয় করেছিল ভারতীয় দল ৷ 4 ম্যাচের সিরিজ় জিতেছিল 2-1 ব্যবধানে ৷ তবে সেই অজ়ি দলে থাকেননি স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশ্যানে ৷ এছাড়া বিরাটরা সামনাসামনি হবেন প্যাট ক্যামিন্স সমৃদ্ধ বিশ্বের অন্যতম সেরা পেস অ্যাটাকের ৷ 27 নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের অস্ট্রেলিয়া সফরের খেলা ৷

তবে BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, ভারতের সাফল্য লুকিয়ে আছে বিরাটের অধিনায়কত্বের উপর ৷ এবং কীভাবে বিরাট তাঁর ক্রিকেটারদের ব্যাবহার করছে তার উপর ৷ একটি বেসরকারি সংবাদ মাধ্যমে সৌরভ বলেন, ‘‘ ভারতীয় পেস অ্যাটাকে নভদীপ সাইনি আগের থেকে যথেষ্ট উন্নতি করেছেন ৷ ভালো লাইন লেন্থ বজায় রেখে ভালো স্পিডে বোলিং করছেন সাইনি ৷ তাই ভারতের আক্রমণ করার ক্ষমতা আছে ৷ আমি একজন ক্রিকেটার হিসেবে বলছি, বোর্ডের সভাপতি হিসেবে নয় ৷ এটা বিরাটের উপর নির্ভর করছে কীভাবে তাঁদের ব্যবহার করবে ৷ একজন অধিনায়ক হিসেবে বিরাটকে নির্ণয় করতে হবে কাকে দিয়ে আক্রমণ শুরু করবে ৷ এবং কে ডিফেন্ড করবে ৷ কোন সময়ে ও অশ্বিন, জাদেজা, বুমরা , সাইনি না শামিকে দিয়ে আক্রমণ করবে সেটা বিরাটকে ঠিক করতে হবে ৷’’

ওপেনিং পার্টনারশিপের দিকেও নজর দেওয়ার কথা শোনা গেছে সৌরভের গলায় ৷ তাঁর মতে, ইনিংস শুরুর প্রথম 20 ওভার খুব গুরুত্বপূর্ণ ৷ কারণ এই প্রথম 20 ওভারে ম্যাচ জেতার বা হারার উপর সরাসরি প্রভাব ফেলে ৷

সৌরভ বলেন, ‘‘ বিরাটের দলে ভালো ব্যাটসম্যান আছে ৷ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরের সময় ওপেনিং পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ ৷ তোমার প্রয়োজন একজন ময়ঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা অথবা পৃথ্বী শ, যারা প্রথম 20 ওভার পার করে দেবে, কারণ তখন বলে মুভমেন্ট থাকবে ৷ এই কারণেই আমি সর্বদা বলি বীরেন্দ্র সেহওয়াগ সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একজন ৷ সেহওয়াগ সেই সময় এই 20 ওভার খেলে দিত, ফলে দ্রাবিড়ের উপর চাপ বাড়ত না ৷’’

দিল্লি, 7 নভেম্বর : আরব আমিরশাহিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করেই অস্ট্রেলিয়া পাড়ি দেবে ভারতীয় ক্রিকেট দল ৷ ইতিমধ্যে দুবাই পৌঁছে গেছেন চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী সহ দলের কোচিং স্টাফরা ৷ তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের অধিনায়কত্বেই নির্ভর করছে ভারতের সাফল্য ৷

শেষ বার অস্ট্রেলিয়া সফরে সিরিজ় জয় করেছিল ভারতীয় দল ৷ 4 ম্যাচের সিরিজ় জিতেছিল 2-1 ব্যবধানে ৷ তবে সেই অজ়ি দলে থাকেননি স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশ্যানে ৷ এছাড়া বিরাটরা সামনাসামনি হবেন প্যাট ক্যামিন্স সমৃদ্ধ বিশ্বের অন্যতম সেরা পেস অ্যাটাকের ৷ 27 নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের অস্ট্রেলিয়া সফরের খেলা ৷

তবে BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, ভারতের সাফল্য লুকিয়ে আছে বিরাটের অধিনায়কত্বের উপর ৷ এবং কীভাবে বিরাট তাঁর ক্রিকেটারদের ব্যাবহার করছে তার উপর ৷ একটি বেসরকারি সংবাদ মাধ্যমে সৌরভ বলেন, ‘‘ ভারতীয় পেস অ্যাটাকে নভদীপ সাইনি আগের থেকে যথেষ্ট উন্নতি করেছেন ৷ ভালো লাইন লেন্থ বজায় রেখে ভালো স্পিডে বোলিং করছেন সাইনি ৷ তাই ভারতের আক্রমণ করার ক্ষমতা আছে ৷ আমি একজন ক্রিকেটার হিসেবে বলছি, বোর্ডের সভাপতি হিসেবে নয় ৷ এটা বিরাটের উপর নির্ভর করছে কীভাবে তাঁদের ব্যবহার করবে ৷ একজন অধিনায়ক হিসেবে বিরাটকে নির্ণয় করতে হবে কাকে দিয়ে আক্রমণ শুরু করবে ৷ এবং কে ডিফেন্ড করবে ৷ কোন সময়ে ও অশ্বিন, জাদেজা, বুমরা , সাইনি না শামিকে দিয়ে আক্রমণ করবে সেটা বিরাটকে ঠিক করতে হবে ৷’’

ওপেনিং পার্টনারশিপের দিকেও নজর দেওয়ার কথা শোনা গেছে সৌরভের গলায় ৷ তাঁর মতে, ইনিংস শুরুর প্রথম 20 ওভার খুব গুরুত্বপূর্ণ ৷ কারণ এই প্রথম 20 ওভারে ম্যাচ জেতার বা হারার উপর সরাসরি প্রভাব ফেলে ৷

সৌরভ বলেন, ‘‘ বিরাটের দলে ভালো ব্যাটসম্যান আছে ৷ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরের সময় ওপেনিং পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ ৷ তোমার প্রয়োজন একজন ময়ঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা অথবা পৃথ্বী শ, যারা প্রথম 20 ওভার পার করে দেবে, কারণ তখন বলে মুভমেন্ট থাকবে ৷ এই কারণেই আমি সর্বদা বলি বীরেন্দ্র সেহওয়াগ সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একজন ৷ সেহওয়াগ সেই সময় এই 20 ওভার খেলে দিত, ফলে দ্রাবিড়ের উপর চাপ বাড়ত না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.