ETV Bharat / sports

চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন বুমরা

আবারও ধাক্কা ভারতীয় শিবিরে । চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরা ।

ছবি সৌজন্যে ICC
ছবি সৌজন্যে ICC
author img

By

Published : Jan 12, 2021, 9:32 AM IST

Updated : Jan 12, 2021, 10:23 AM IST

সিডনি, 12 জানুয়ারি : চোটে জর্জরিত ভারতীয় শিবির । তলপেটে চোটের কারণে সিরিজ় থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরা । সিডনিতে তৃতীয় টেস্ট চলাকালীন তলপেটে চোট পেয়েছিলেন তিনি । ব্রিসবেন টেস্টে বুমরার না থাকাটা ভারতীয় বোলিং ইউনিটের জন্য একটি বড় ধাক্কা হতে চলেছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ।

চোট পাওয়ার পর বুমরার স্ক্যান করানো হয়েছিল । সেই স্ক্যান রিপোর্টে তাঁর তলপেটের চোট নিশ্চিত হয় । সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে 4 ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারত । তার আগে বুমরাকে পুরোপুরি সুস্থ করে তুলতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট । সেক্ষেত্রে ব্রিসবেন টেস্টে বুমরাকে খেলালে তাঁর চোট আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, যেটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট একেবারেই চাইছে না ।

বিসিসিআই এর এক সূত্র মারফত জানা গিয়েছে, "সিডনিতে ফিল্ডিং-এর সময় তলপেটে চোট পান বুমরা । তিনি ব্রিসবেন টেস্টে ম্যাচের বাইরে থাকলেও আসন্ন ইংল্যান্ড সিরিজ়ে তাঁকে দলে পাওয়া যাবে ।"

আরও পড়ুন : বুমরা ও সিরাজের সঙ্গে যা ঘটেছে, তা মেনে নেওয়া যায় না: রাহানে

বুমরা ছিটকে যাওয়ায় 15 জানুয়ারি থেকে শুরু হওয়া ব্রিসবেন টেস্টে ভারতীয় বোলিংয়ের নেতৃত্ব দিতে পারেন মহম্মদ সিরাজ । তাঁর সঙ্গে থাকবে নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর এবং টি নটরাজন ।

সিডনি, 12 জানুয়ারি : চোটে জর্জরিত ভারতীয় শিবির । তলপেটে চোটের কারণে সিরিজ় থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরা । সিডনিতে তৃতীয় টেস্ট চলাকালীন তলপেটে চোট পেয়েছিলেন তিনি । ব্রিসবেন টেস্টে বুমরার না থাকাটা ভারতীয় বোলিং ইউনিটের জন্য একটি বড় ধাক্কা হতে চলেছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ।

চোট পাওয়ার পর বুমরার স্ক্যান করানো হয়েছিল । সেই স্ক্যান রিপোর্টে তাঁর তলপেটের চোট নিশ্চিত হয় । সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে 4 ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারত । তার আগে বুমরাকে পুরোপুরি সুস্থ করে তুলতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট । সেক্ষেত্রে ব্রিসবেন টেস্টে বুমরাকে খেলালে তাঁর চোট আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, যেটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট একেবারেই চাইছে না ।

বিসিসিআই এর এক সূত্র মারফত জানা গিয়েছে, "সিডনিতে ফিল্ডিং-এর সময় তলপেটে চোট পান বুমরা । তিনি ব্রিসবেন টেস্টে ম্যাচের বাইরে থাকলেও আসন্ন ইংল্যান্ড সিরিজ়ে তাঁকে দলে পাওয়া যাবে ।"

আরও পড়ুন : বুমরা ও সিরাজের সঙ্গে যা ঘটেছে, তা মেনে নেওয়া যায় না: রাহানে

বুমরা ছিটকে যাওয়ায় 15 জানুয়ারি থেকে শুরু হওয়া ব্রিসবেন টেস্টে ভারতীয় বোলিংয়ের নেতৃত্ব দিতে পারেন মহম্মদ সিরাজ । তাঁর সঙ্গে থাকবে নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর এবং টি নটরাজন ।

Last Updated : Jan 12, 2021, 10:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.