ETV Bharat / sports

প্রথম টেস্টে পৃথ্বী ও ঋদ্ধির উপর ভরসা রাখল ভারতীয় দল - প্রথম একাদশে জায়গা করে নিলেন বাংলার ঋদ্ধিমান সাহা

নিজের সেরা ফর্মে নেই পৃথ্বী ৷ তাঁর টেকনিক নিয়েও প্রশ্ন উঠছে ৷ কিন্তু অধিনায়ক বিরাট কোহলি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে পরিষ্কার করেন এখন তাঁর চিন্তা ভাবনায় গিল বা রাহুল নয়, আছেন পৃথ্বী ৷

পৃথ্বী ও ঋদ্ধির উপর ভরসা রাখল ভারতীয় দল
পৃথ্বী ও ঋদ্ধির উপর ভরসা রাখল ভারতীয় দল
author img

By

Published : Dec 16, 2020, 3:14 PM IST

Updated : Dec 16, 2020, 5:20 PM IST

অ্যাডিলেড, 16 ডিসেম্বর : বৃহস্পতিবার থেকে অ্যাডিলেড ওভালে দিনরাতের টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি ৷ ম্যাচ শুরুর একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ভারতীয় শিবির ৷

ওপেনিংয়ে ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গী হতে চলেছেন পৃশ্বী শ ৷ শুভমন গিলের পরিবর্তে পৃথ্বীর উপরই ভারসা রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ প্রথম একাদশে জায়গা হয়নি লোকেশ রাহুলেরও ৷

নিজের সেরা ফর্মে নেই পৃথ্বী ৷ তাঁর টেকনিক নিয়েও প্রশ্ন উঠছে ৷ কিন্তু অধিনায়ক বিরাট কোহলি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে পরিষ্কার করেন এখন তাঁর চিন্তা ভাবনায় গিল বা রাহুল নয়, আছেন পৃথ্বী ৷

আরও পড়ুন :- পন্থ না ঋদ্ধি? গিল না শ? অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন হতে পারে টিম কোহলি

একই সঙ্গে প্রথম একাদশে জায়গা করে নিলেন বাংলার ঋদ্ধিমান সাহা ৷ কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটে হট কেকের মতো ছিল পন্থ ও ঋদ্ধির নির্বাচন ইশু ৷ শেষ প্রস্তুতি ম্যাচে শতরান করে প্রথম একাদশে থাকার জন্য নিজের দাবি জোরালো করেছিলেন পন্থ ৷ কিন্তু ভারত অধিনায়ক ঋদ্ধির কিপিং দক্ষতাকেই প্রাধান্য দিলেন ৷

এক নজরে ভারতের প্রথম একাদশ :-

বিরাট কোহলি ( অধিনায়ক ), ময়ঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা ( উইকেট রক্ষক ), উমেশ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ও রবিচন্দ্রন অশ্বিন ৷

অ্যাডিলেড, 16 ডিসেম্বর : বৃহস্পতিবার থেকে অ্যাডিলেড ওভালে দিনরাতের টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি ৷ ম্যাচ শুরুর একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ভারতীয় শিবির ৷

ওপেনিংয়ে ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গী হতে চলেছেন পৃশ্বী শ ৷ শুভমন গিলের পরিবর্তে পৃথ্বীর উপরই ভারসা রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ প্রথম একাদশে জায়গা হয়নি লোকেশ রাহুলেরও ৷

নিজের সেরা ফর্মে নেই পৃথ্বী ৷ তাঁর টেকনিক নিয়েও প্রশ্ন উঠছে ৷ কিন্তু অধিনায়ক বিরাট কোহলি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে পরিষ্কার করেন এখন তাঁর চিন্তা ভাবনায় গিল বা রাহুল নয়, আছেন পৃথ্বী ৷

আরও পড়ুন :- পন্থ না ঋদ্ধি? গিল না শ? অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন হতে পারে টিম কোহলি

একই সঙ্গে প্রথম একাদশে জায়গা করে নিলেন বাংলার ঋদ্ধিমান সাহা ৷ কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটে হট কেকের মতো ছিল পন্থ ও ঋদ্ধির নির্বাচন ইশু ৷ শেষ প্রস্তুতি ম্যাচে শতরান করে প্রথম একাদশে থাকার জন্য নিজের দাবি জোরালো করেছিলেন পন্থ ৷ কিন্তু ভারত অধিনায়ক ঋদ্ধির কিপিং দক্ষতাকেই প্রাধান্য দিলেন ৷

এক নজরে ভারতের প্রথম একাদশ :-

বিরাট কোহলি ( অধিনায়ক ), ময়ঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা ( উইকেট রক্ষক ), উমেশ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ও রবিচন্দ্রন অশ্বিন ৷

Last Updated : Dec 16, 2020, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.