ETV Bharat / sports

13 রানে অজ়িদের হারিয়ে সিরিজ়ে ‘মানরক্ষা’ ভারতের - বিরাট কোহলি

দ্বিতীয় ম্য়াচের পর এদিন শেষ ওয়ান’ডে তেও রান পেয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, তিনি 78 বলে 63 রান করেন ৷ তবে, এদিন শুরুটা মোটেই ভালো করতে পারেনি ভারতীয় দল ৷ ভারতীয় ইনিংসের শুরুটা ছিল অনেকটাই ধীর গতিতে ৷ এমনকি অধিনায়ক কোহলি ছাড়া মিডল অর্ডারে রান পাননি শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুল ৷

india-beat-australia-by-13-run-while-india-manage-to-on-day-serise-end-in-2-1-score
13 রানে অজ়িদের হারিয়ে সিরিজ়ে ‘মানরক্ষা’ ভারতের
author img

By

Published : Dec 2, 2020, 9:13 PM IST

ক্য়ানবেরা (অস্ট্রেলিয়া), 2 ডিসেম্বর : তৃতীয় তথা শেষ ওয়ান’ডে ম্য়াচ জিতে সিরিজ়ে মানরক্ষা হল ভারতীয় দলের ৷ বুধবার ক্য়ানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 13 রানে ম্য়াচ জিতল ভারত ৷ যেখানে ম্য়াচের সেরা হয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং সিরিজ় সেরা হয়েছেন অজ়ি ব্য়াটসম্য়ান স্টিভ স্মিথ ৷ এদিন প্রথমে ব্য়াট করে ভারত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 302 রান করে ৷ জবাবে 49.3 ওভারে 289 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷ এদিন ক্য়ানবেরায় টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে, শুরুটা ভালো করতে পারেনি ভারতের নয়া ওপেনিং জুটি ৷ মাত্র 26 রানেই প্রথম উইকেট হারায় ভারত ৷ 16 রানে শেন অ্য়াবটের বলে ক্য়াচ আউট হয়ে ফিরে যান শিখর ধাওয়ান ৷ এদিন শিখরের সঙ্গে ওপেনিং করতে নামে তরুণ শুভমান গিল ৷ তিনি 33 রানের ইনিংস খেলেন ৷

দ্বিতীয় ম্য়াচের পর এদিন শেষ ওয়ান’ডে তেও রান পেয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, তিনি 78 বলে 63 রান করেন ৷ তবে, এদিন শুরুটা মোটেই ভালো করতে পারেনি ভারতীয় দল ৷ ভারতীয় ইনিংসের শুরুটা ছিল অনেকটাই ধীর গতিতে ৷ এমনকি অধিনায়ক কোহলি ছাড়া মিডল অর্ডারে রান পাননি শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুল ৷ তাঁদের ব্য়র্থতার জেরে মাত্র 152 রানে 5 উইকেট পড়ে যায় মেন ইন ব্লু-র ৷ আর এখান থেকেই ইংনিস গড়ায় মন দেন ভারতের দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাডেজা ৷ অন্য়ান্য় দিনের মত আক্রমণাত্মক ভঙ্গি এদিন কেউ দেখাননি ৷ শুরু থেকেই এক ও দু’রানের উপর নির্ভর করে স্কোর বোর্ড চালিয়ে যেতে থাকেন তাঁরা ৷ ক্রিজ়ে জমে গিয়ে 40 ওভারের পর হার্দিক নিজের আক্রমণাত্মক রূপে ফিরে আসেন ৷ মাত্র 76 বলে 92 রানের ঝকঝকে নট আউট ইনিংস খেলেন তিনি ৷ যেখানে 7টা চার ও মাত্র 1 টা ছয় মারেন হার্দিক ৷ অন্য়দিকে, হার্দিককে যোগ্য় সঙ্গত দিয়েছেন রবীন্দ্র জাডেজা ৷ প্রথমে ধীর গতিতে খেললেও 45 ওভারের পর আচমকাই ঝলসে ওঠে জাড্ডুর ব্য়াট ৷ শেন অ্য়াবটের একটা ওভারে তিনটি চার ও দু’টি ছয় মেরে 24 রান তোলেন জাডেজা ৷ সেই ওভারে ভারত মোট 25 রান তোলে ৷ আর এই দুই অলরাউন্ডারের জুটি ভারতকে সম্মানজনক 302 রান তুলতে সাহায্য় করে ৷

দ্বিতীয় ইনিংসে ব্য়াটিং করতে নামা অজ়িদের শুরু থেকেই চেপে ধরে ভারতীয় বোলাররা ৷ ইনিংসের শুরুতেই ওপেনার লাবুশচেঙ্গকে মাত্র 7 রানে প্য়াভিলিয়নের রাস্তা দেখান আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করা হায়দরাবাদের তরুণ বাঁ হাতি বোলার টি নটরাজন ৷ এর কিছুক্ষণের মধ্য়েই শেষ দুই ইনিংসে শতরান করা স্টিভ স্মিথের উইকেট তুলে নেন শার্দুল ঠাকুর ৷ এরপর একে একে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ধসে পড়তে থাকে ৷ কেবল অধিনায়ক অ্য়ারন ফিঞ্চ 75 রানের লড়াকু ইনিংস খেলেন ৷ তবে, মাঝে ভারতকে ভালোই চাপে ফেলে দিয়েছিলেন অজ়ি পাওয়ার হিটার গ্লেন ম্য়াক্সওয়েল ৷ গত দুই ম্য়াচের মত এই ম্য়াচেও ভারতীয় বোলিংয়ের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি ৷ মাত্র 38 বলে 59 রান করে ম্য়াক্সওয়েল ৷ তবে, অজ়ি ইনিংয়ের 45 তম ওবারে বুমরার বলে ম্য়াক্সওয়েলের উইকেট ছিটকে জেতেই ম্য়াচে ফিরে আসে ভারত ৷ মোটের উপর শেষ ম্য়াচ জিতে নিজেদের মান রক্ষা করতে পেরেছে ভারতীয় দল ৷ এবার লড়াই টি-20 সিরিজ়ের ৷ এই ক্য়ানবেরার মাঠেই প্রথম দু’টি টি-20 ম্য়াচ খেলবে ভারত ৷

ক্য়ানবেরা (অস্ট্রেলিয়া), 2 ডিসেম্বর : তৃতীয় তথা শেষ ওয়ান’ডে ম্য়াচ জিতে সিরিজ়ে মানরক্ষা হল ভারতীয় দলের ৷ বুধবার ক্য়ানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 13 রানে ম্য়াচ জিতল ভারত ৷ যেখানে ম্য়াচের সেরা হয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং সিরিজ় সেরা হয়েছেন অজ়ি ব্য়াটসম্য়ান স্টিভ স্মিথ ৷ এদিন প্রথমে ব্য়াট করে ভারত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 302 রান করে ৷ জবাবে 49.3 ওভারে 289 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷ এদিন ক্য়ানবেরায় টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে, শুরুটা ভালো করতে পারেনি ভারতের নয়া ওপেনিং জুটি ৷ মাত্র 26 রানেই প্রথম উইকেট হারায় ভারত ৷ 16 রানে শেন অ্য়াবটের বলে ক্য়াচ আউট হয়ে ফিরে যান শিখর ধাওয়ান ৷ এদিন শিখরের সঙ্গে ওপেনিং করতে নামে তরুণ শুভমান গিল ৷ তিনি 33 রানের ইনিংস খেলেন ৷

দ্বিতীয় ম্য়াচের পর এদিন শেষ ওয়ান’ডে তেও রান পেয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, তিনি 78 বলে 63 রান করেন ৷ তবে, এদিন শুরুটা মোটেই ভালো করতে পারেনি ভারতীয় দল ৷ ভারতীয় ইনিংসের শুরুটা ছিল অনেকটাই ধীর গতিতে ৷ এমনকি অধিনায়ক কোহলি ছাড়া মিডল অর্ডারে রান পাননি শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুল ৷ তাঁদের ব্য়র্থতার জেরে মাত্র 152 রানে 5 উইকেট পড়ে যায় মেন ইন ব্লু-র ৷ আর এখান থেকেই ইংনিস গড়ায় মন দেন ভারতের দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাডেজা ৷ অন্য়ান্য় দিনের মত আক্রমণাত্মক ভঙ্গি এদিন কেউ দেখাননি ৷ শুরু থেকেই এক ও দু’রানের উপর নির্ভর করে স্কোর বোর্ড চালিয়ে যেতে থাকেন তাঁরা ৷ ক্রিজ়ে জমে গিয়ে 40 ওভারের পর হার্দিক নিজের আক্রমণাত্মক রূপে ফিরে আসেন ৷ মাত্র 76 বলে 92 রানের ঝকঝকে নট আউট ইনিংস খেলেন তিনি ৷ যেখানে 7টা চার ও মাত্র 1 টা ছয় মারেন হার্দিক ৷ অন্য়দিকে, হার্দিককে যোগ্য় সঙ্গত দিয়েছেন রবীন্দ্র জাডেজা ৷ প্রথমে ধীর গতিতে খেললেও 45 ওভারের পর আচমকাই ঝলসে ওঠে জাড্ডুর ব্য়াট ৷ শেন অ্য়াবটের একটা ওভারে তিনটি চার ও দু’টি ছয় মেরে 24 রান তোলেন জাডেজা ৷ সেই ওভারে ভারত মোট 25 রান তোলে ৷ আর এই দুই অলরাউন্ডারের জুটি ভারতকে সম্মানজনক 302 রান তুলতে সাহায্য় করে ৷

দ্বিতীয় ইনিংসে ব্য়াটিং করতে নামা অজ়িদের শুরু থেকেই চেপে ধরে ভারতীয় বোলাররা ৷ ইনিংসের শুরুতেই ওপেনার লাবুশচেঙ্গকে মাত্র 7 রানে প্য়াভিলিয়নের রাস্তা দেখান আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করা হায়দরাবাদের তরুণ বাঁ হাতি বোলার টি নটরাজন ৷ এর কিছুক্ষণের মধ্য়েই শেষ দুই ইনিংসে শতরান করা স্টিভ স্মিথের উইকেট তুলে নেন শার্দুল ঠাকুর ৷ এরপর একে একে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ধসে পড়তে থাকে ৷ কেবল অধিনায়ক অ্য়ারন ফিঞ্চ 75 রানের লড়াকু ইনিংস খেলেন ৷ তবে, মাঝে ভারতকে ভালোই চাপে ফেলে দিয়েছিলেন অজ়ি পাওয়ার হিটার গ্লেন ম্য়াক্সওয়েল ৷ গত দুই ম্য়াচের মত এই ম্য়াচেও ভারতীয় বোলিংয়ের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি ৷ মাত্র 38 বলে 59 রান করে ম্য়াক্সওয়েল ৷ তবে, অজ়ি ইনিংয়ের 45 তম ওবারে বুমরার বলে ম্য়াক্সওয়েলের উইকেট ছিটকে জেতেই ম্য়াচে ফিরে আসে ভারত ৷ মোটের উপর শেষ ম্য়াচ জিতে নিজেদের মান রক্ষা করতে পেরেছে ভারতীয় দল ৷ এবার লড়াই টি-20 সিরিজ়ের ৷ এই ক্য়ানবেরার মাঠেই প্রথম দু’টি টি-20 ম্য়াচ খেলবে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.