ETV Bharat / sports

ডিন জ়োনসকে শ্রদ্ধা, সিডনিতে কালো আর্ম ব্য়ান্ড পরে মাঠে নামবেন ক্রিকেটাররা

সেখানে স্থানীয় এক কবির লেখা ডিন জ়োনসকে নিয়ে কবিতা পাঠ করে শোনানো হবে ৷ অস্ট্রেলিয়ার 324 নম্বর টেস্ট ক্য়াপ হোল্ডার ছিলেন তিনি ৷ তাই তাঁকে সম্মান জানানো হবে বক্সিং ডে টেস্টের চা বিরতিতে ঠিক 3টে বেজে 24 মিনিটে ৷

india-australia-players-to-wear-armbands-during-1st-odi-in-honour-of-dean-jones
ডিন জ়োনসকে সম্মান, প্রথম ODI-তে কালো আর্ম ব্য়ান্ড পড়ে মাঠে নামবেন ক্রিকেটাররা
author img

By

Published : Nov 26, 2020, 7:44 PM IST

সিডনি, 26 নভেম্বর : ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ় চলাকালীন প্রয়াত প্রাক্তন অজ়ি ক্রিকেটার ডিন জ়োনসকে সম্মান জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ প্রয়াত এই অজ়ি ক্রিকেটারের মৃত্য়ুতে শোকপ্রকাশ করে প্রথম ওয়ান’ডে ম্য়াচে দুই দলের ক্রিকেটাররা হাতে কালো ব্য়ান্ড বেঁধে মাঠে নামবেন ৷ এছাড়াও ম্য়াচ শুরু আগে ডিন জ়োনসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করবেন দুই দলের ক্রিকেটাররা ৷

24 সেপ্টেম্বর মুম্বইয়ে হোটেলের ঘরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ্ত্য়ু হয় জ়োনসের ৷ সেই সময় IPL-র ধারাভাষ্য়কার প্য়ানেলের সদস্য় হিসেবে মুম্বইয়ে ছিলেন তিনি ৷ অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 52টি টেস্ট ও 164টি ওয়ান’ডে ম্য়াচ খেলেছেন প্রয়াত এই অজ়ি তারকা ৷ ক্রিকেট থেকে অবসরের পর তাঁর ধারাভাষ্য়ের জন্য় জনপ্রিয় হয়ে উঠেছিলেন ডিন জ়োনস ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে দু’ভাগে ডিনকে সম্মান জানানোর পরিকল্পনা করা হয়েছে ৷ প্রথম পর্যায়ে সিডনিতে প্রথম ওয়ান’ডে ম্য়াচে কালো আর্ম ব্য়ান্ড পরে মাঠে নামবেন ক্রিকেটাররা এবং ম্য়াচ শুরুর আগে তাঁর স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হবে ৷ সঙ্গে জায়েন্ট স্ক্রিনে ডিন জ়োনসের ক্রিকেট মাঠের স্মৃতি ফুটিয়ে তোলা হবে ৷

দ্বিতীয় সম্মান জানানো হবে, 26 ডিসেম্বর মোলবোর্নে, বক্সিং ডে টেস্টের শুরুর দিন, ডিন জ়োনসের ঘরের মাঠে ৷ যেখানে তিনি তাঁর ক্রিকেট কেরিয়ারের সূচনা করেছিলেন ৷ চা বিরতিতে ডিন জ়োনসকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবে ডিন জ়োনসের পরিবার ৷

সিডনি, 26 নভেম্বর : ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ় চলাকালীন প্রয়াত প্রাক্তন অজ়ি ক্রিকেটার ডিন জ়োনসকে সম্মান জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ প্রয়াত এই অজ়ি ক্রিকেটারের মৃত্য়ুতে শোকপ্রকাশ করে প্রথম ওয়ান’ডে ম্য়াচে দুই দলের ক্রিকেটাররা হাতে কালো ব্য়ান্ড বেঁধে মাঠে নামবেন ৷ এছাড়াও ম্য়াচ শুরু আগে ডিন জ়োনসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করবেন দুই দলের ক্রিকেটাররা ৷

24 সেপ্টেম্বর মুম্বইয়ে হোটেলের ঘরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ্ত্য়ু হয় জ়োনসের ৷ সেই সময় IPL-র ধারাভাষ্য়কার প্য়ানেলের সদস্য় হিসেবে মুম্বইয়ে ছিলেন তিনি ৷ অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 52টি টেস্ট ও 164টি ওয়ান’ডে ম্য়াচ খেলেছেন প্রয়াত এই অজ়ি তারকা ৷ ক্রিকেট থেকে অবসরের পর তাঁর ধারাভাষ্য়ের জন্য় জনপ্রিয় হয়ে উঠেছিলেন ডিন জ়োনস ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে দু’ভাগে ডিনকে সম্মান জানানোর পরিকল্পনা করা হয়েছে ৷ প্রথম পর্যায়ে সিডনিতে প্রথম ওয়ান’ডে ম্য়াচে কালো আর্ম ব্য়ান্ড পরে মাঠে নামবেন ক্রিকেটাররা এবং ম্য়াচ শুরুর আগে তাঁর স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হবে ৷ সঙ্গে জায়েন্ট স্ক্রিনে ডিন জ়োনসের ক্রিকেট মাঠের স্মৃতি ফুটিয়ে তোলা হবে ৷

দ্বিতীয় সম্মান জানানো হবে, 26 ডিসেম্বর মোলবোর্নে, বক্সিং ডে টেস্টের শুরুর দিন, ডিন জ়োনসের ঘরের মাঠে ৷ যেখানে তিনি তাঁর ক্রিকেট কেরিয়ারের সূচনা করেছিলেন ৷ চা বিরতিতে ডিন জ়োনসকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবে ডিন জ়োনসের পরিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.