ETV Bharat / sports

ভারত আমাদের ম্য়াচ থেকে ছিটকে দিয়েছিল : ওয়ার্নার

ওয়ার্নার বলেন, ‘‘হয়তো রেজ়াল্ট আমাদের পছন্দ নাও বতে পারে, কিন্তু যাঁরা কৃতিত্ব পাওয়ার যোগ্য় তাঁদের তা দিতেই হবে ৷ অসাধারণ সিরিজ় জয় ভারতীয় দলের ৷ এই সফর থেকে ভারতের অনেক স্মরণীয় মুহূর্ত বেরিয়ে আসবে ৷’’

ind-vs-aus-we-were-outplayed-by-india-warner
ভারত আমাদের ম্য়াচ থেকে ছিটকে দিয়েছিল : ডেভিড ওয়ার্নার
author img

By

Published : Jan 20, 2021, 7:16 PM IST

ব্রিসবেন, 20 জানুয়ারি : বর্ডার-গাভাসকর সিরিজ়ে হারের পিছনে একমাত্র কারণ ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্স ৷ আজ ইনস্টাগ্রামে এই পোস্ট করেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ৷ তাঁর মতে, সিরিজ়ের ফলাফল তাঁদের পছন্দ নাও হতে পারে ৷ তবে যাঁরা কৃতিত্ব পাওয়ার যোগ্য় তাঁদের কৃতিত্ব দিতেই হবে ৷

প্রসঙ্গত, অ্য়াডিলেডে প্রথম টেস্টে ধরাশায়ী হওয়ার পর মেলবোর্নে দারুণভাবে জিতে সিরিজ়ে ফিরে এসেছিল ভারতীয় দল ৷ যার শেষটা গাব্বায় ঐতিহাসিক জয়ের মধ্য় দিয়ে শেষ করেছে ভারতের তরুণ ব্রিগেড ৷ সেই ম্য়াচ প্রসঙ্গেই ওয়ার্নার বলেন, ‘‘হয়তো রেজ়াল্ট আমাদের পছন্দ নাও বতে পারে, কিন্তু যাঁরা কৃতিত্ব পাওয়ার যোগ্য় তাঁদের তা দিতেই হবে ৷ অসাধারণ সিরিজ় জয় ভারতীয় দলের ৷ এই সফর থেকে ভারতের অনেক স্মরণীয় মুহূর্ত বেরিয়ে আসবে ৷’’

আরও পড়ুন : "প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করেছে সিরাজ"

তবে নিজের সতীর্থদের লড়াইকেও কুর্ণিশ করেছেন ডেভিড ওয়ার্নার ৷ তিনি বলেন, ‘‘আমাদের ক্ষেত্রে আমরা লড়াই করেছি এবং নিজেদের সেরাটা দিয়েছি ৷ তাও আমরা ছিটকে গিয়েছি খেলা থেকে ৷ ম্য়ান অফ দ্য় সিরিজ় প্য়াট কামিন্স খুব ভালো খেলেছে ৷’’ ভারত গাব্বায় চতুর্থ টেস্টের পঞ্চম দিনে 328 তাড়া করে ম্য়াচ জিতেছে ৷ তবে সেই জয়ের মধ্য়েও অস্ট্রেলিয়ার তরফে প্য়াট কামিন্স অসাধারণ দক্ষতার সঙ্গে 4 উইকেট নিজের নামে করেছেন ৷ সিরিজ়ে 21 উইকেট নেওয়ায় তাঁকেই ম্য়ান অফ দ্য় সিরিজ় বেছে নেওয়া হয় ৷

ব্রিসবেন, 20 জানুয়ারি : বর্ডার-গাভাসকর সিরিজ়ে হারের পিছনে একমাত্র কারণ ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্স ৷ আজ ইনস্টাগ্রামে এই পোস্ট করেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ৷ তাঁর মতে, সিরিজ়ের ফলাফল তাঁদের পছন্দ নাও হতে পারে ৷ তবে যাঁরা কৃতিত্ব পাওয়ার যোগ্য় তাঁদের কৃতিত্ব দিতেই হবে ৷

প্রসঙ্গত, অ্য়াডিলেডে প্রথম টেস্টে ধরাশায়ী হওয়ার পর মেলবোর্নে দারুণভাবে জিতে সিরিজ়ে ফিরে এসেছিল ভারতীয় দল ৷ যার শেষটা গাব্বায় ঐতিহাসিক জয়ের মধ্য় দিয়ে শেষ করেছে ভারতের তরুণ ব্রিগেড ৷ সেই ম্য়াচ প্রসঙ্গেই ওয়ার্নার বলেন, ‘‘হয়তো রেজ়াল্ট আমাদের পছন্দ নাও বতে পারে, কিন্তু যাঁরা কৃতিত্ব পাওয়ার যোগ্য় তাঁদের তা দিতেই হবে ৷ অসাধারণ সিরিজ় জয় ভারতীয় দলের ৷ এই সফর থেকে ভারতের অনেক স্মরণীয় মুহূর্ত বেরিয়ে আসবে ৷’’

আরও পড়ুন : "প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করেছে সিরাজ"

তবে নিজের সতীর্থদের লড়াইকেও কুর্ণিশ করেছেন ডেভিড ওয়ার্নার ৷ তিনি বলেন, ‘‘আমাদের ক্ষেত্রে আমরা লড়াই করেছি এবং নিজেদের সেরাটা দিয়েছি ৷ তাও আমরা ছিটকে গিয়েছি খেলা থেকে ৷ ম্য়ান অফ দ্য় সিরিজ় প্য়াট কামিন্স খুব ভালো খেলেছে ৷’’ ভারত গাব্বায় চতুর্থ টেস্টের পঞ্চম দিনে 328 তাড়া করে ম্য়াচ জিতেছে ৷ তবে সেই জয়ের মধ্য়েও অস্ট্রেলিয়ার তরফে প্য়াট কামিন্স অসাধারণ দক্ষতার সঙ্গে 4 উইকেট নিজের নামে করেছেন ৷ সিরিজ়ে 21 উইকেট নেওয়ায় তাঁকেই ম্য়ান অফ দ্য় সিরিজ় বেছে নেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.