ETV Bharat / sports

চতুর্থ টেস্টের আগে চোট সমস্য়ায় জর্জরিত ভারত, ম্য়াচের আগে দল ঘোষণা

author img

By

Published : Jan 14, 2021, 3:35 PM IST

গাব্বায় সাংবাদিক বৈঠকে এসে বিক্রম রাঠোর বলেন, "খেলোয়াড়দের চোটের উপর এখনও নজর রাখা হচ্ছে । আমাদের মেডিক্য়াল দলের সদস্য়রা এই বিষয়টির উপর নজর রাখছেন এবং তাঁরা চোট প্রাপ্ত খেলোয়াড়দের উপর নজর রেখে চলেছেন । তাই এই মুহূর্তে আমি এই বিষয়ে কোনও মন্তব্য় করতে পারি না । আমরা যতটা পারি ততটা সময় তাঁদের দিতে চাই ।"

ind-vs-aus-india-monitoring-injuries-to-name-xi-on-friday
চতুর্থ টেস্টের আগে চোট সমস্য়ায় জর্জরিত ভারত, ম্য়াচের আগে দল ঘোষণা

ব্রিসবেন, 14 জানুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের দল নিয়ে এখনও সংশয়ে ভারতীয় টিম ম্য়ানেজ়মেন্ট । শুক্রবার ম্য়াচ শুরুর আগে ফাইনাল একাদশ নির্বাচন করা হবে বলে ভারতীয় দলের তরফে জানানো হয়েছে । টিম ম্য়ানেজমেন্ট এখনও দলের চোট প্রাপ্ত খেলোয়াড়দের পর্যবেক্ষণে রাখছে । বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ব্য়াটিং কোচ বিক্রম রাঠোর।

গাব্বায় সাংবাদিক বৈঠকে এসে বিক্রম রাঠোর বলেন, "খেলোয়াড়দের চোটের উপর এখনও নজর রাখা হচ্ছে । আমাদের মেডিক্য়াল দলের সদস্য়রা এই বিষয়টির উপর নজর রাখছেন এবং তাঁরা চোট প্রাপ্ত খেলোয়াড়দের উপর নজর রেখে চলেছেন । তাই এই মুহূর্তে আমি এই বিষয়ে কোনও মন্তব্য় করতে পারি না । আমরা যতটা পারি ততটা সময় তাঁদের দিতে চাই । আমার মনে হয় আগামীকাল সকালে ম্য়াচ শুরুর আগেই জানা যাবে কারা মাঠে নামবেন ।"

আরও পড়ুন : হ্যামস্ট্রিংয়ে চোট, ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন হনুমা বিহারী

ভারতীয় দলের মধ্য়ে একাধিক চোট সমস্যা রয়েছে । তাই খেলোয়াড়দের উপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে । এই প্রক্রিয়ায় তাঁরা কেমন সাড়া দিচ্ছে সেটাও ম্য়ানেজমেন্টকে দেখতে হবে বলে জানিয়েছেন রাঠোর । প্রসঙ্গত, জসপ্রীত বুমরার কুচকিতে টান লেগেছে । তাই সিরিজ়ের ফয়সলা ম্য়াচে তাঁর খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে । তাই তিনি প্রথম একাদশে না খেলতে পারলে, মহম্মদ সিরাজ এবং নভদ্বীপ সাইনির সঙ্গে শার্দুল ঠাকুর ভারতের পেস বিভাগে যোগ দেবেন। তবে, মেডিক্য়াল স্টাফরা বুমরার চোটের সারাতে চেষ্টা চালাচ্ছেন । শুক্রবার সকালেই স্পষ্ট হয়ে যাবে, যে বুমরা ম্য়াচ খেলতে পারবেন কি না।

আরও পড়ুন : চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন বুমরা

এমনকি হনুমা বিহারির জায়গায় 6নং-এ কে ব্য়াটিংয়ের দায়িত্ব সামলাবেন ? সেই নিয়েও চিন্তায় রয়েছে ভারতীয় টিম ম্য়ানেজ়মেন্ট । অন্য়দিকে, সিডনি টেস্টে শিরদাঁড়ায় চোট নিয়েই ব্য়াটিং করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন । ফলে তাঁর চোট কী পরিস্থিতিতে রয়েছে, তাও ভাবাচ্ছে ভারতীয় শিবিরকে । সব মিলিয়ে ব্রিসবেন টেস্ট শুরুর আগেই ভারতীয় শিবির অনেকটাই ব্য়াক ফুটে থেকে মাঠে নামবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।

ব্রিসবেন, 14 জানুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের দল নিয়ে এখনও সংশয়ে ভারতীয় টিম ম্য়ানেজ়মেন্ট । শুক্রবার ম্য়াচ শুরুর আগে ফাইনাল একাদশ নির্বাচন করা হবে বলে ভারতীয় দলের তরফে জানানো হয়েছে । টিম ম্য়ানেজমেন্ট এখনও দলের চোট প্রাপ্ত খেলোয়াড়দের পর্যবেক্ষণে রাখছে । বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ব্য়াটিং কোচ বিক্রম রাঠোর।

গাব্বায় সাংবাদিক বৈঠকে এসে বিক্রম রাঠোর বলেন, "খেলোয়াড়দের চোটের উপর এখনও নজর রাখা হচ্ছে । আমাদের মেডিক্য়াল দলের সদস্য়রা এই বিষয়টির উপর নজর রাখছেন এবং তাঁরা চোট প্রাপ্ত খেলোয়াড়দের উপর নজর রেখে চলেছেন । তাই এই মুহূর্তে আমি এই বিষয়ে কোনও মন্তব্য় করতে পারি না । আমরা যতটা পারি ততটা সময় তাঁদের দিতে চাই । আমার মনে হয় আগামীকাল সকালে ম্য়াচ শুরুর আগেই জানা যাবে কারা মাঠে নামবেন ।"

আরও পড়ুন : হ্যামস্ট্রিংয়ে চোট, ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন হনুমা বিহারী

ভারতীয় দলের মধ্য়ে একাধিক চোট সমস্যা রয়েছে । তাই খেলোয়াড়দের উপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে । এই প্রক্রিয়ায় তাঁরা কেমন সাড়া দিচ্ছে সেটাও ম্য়ানেজমেন্টকে দেখতে হবে বলে জানিয়েছেন রাঠোর । প্রসঙ্গত, জসপ্রীত বুমরার কুচকিতে টান লেগেছে । তাই সিরিজ়ের ফয়সলা ম্য়াচে তাঁর খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে । তাই তিনি প্রথম একাদশে না খেলতে পারলে, মহম্মদ সিরাজ এবং নভদ্বীপ সাইনির সঙ্গে শার্দুল ঠাকুর ভারতের পেস বিভাগে যোগ দেবেন। তবে, মেডিক্য়াল স্টাফরা বুমরার চোটের সারাতে চেষ্টা চালাচ্ছেন । শুক্রবার সকালেই স্পষ্ট হয়ে যাবে, যে বুমরা ম্য়াচ খেলতে পারবেন কি না।

আরও পড়ুন : চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন বুমরা

এমনকি হনুমা বিহারির জায়গায় 6নং-এ কে ব্য়াটিংয়ের দায়িত্ব সামলাবেন ? সেই নিয়েও চিন্তায় রয়েছে ভারতীয় টিম ম্য়ানেজ়মেন্ট । অন্য়দিকে, সিডনি টেস্টে শিরদাঁড়ায় চোট নিয়েই ব্য়াটিং করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন । ফলে তাঁর চোট কী পরিস্থিতিতে রয়েছে, তাও ভাবাচ্ছে ভারতীয় শিবিরকে । সব মিলিয়ে ব্রিসবেন টেস্ট শুরুর আগেই ভারতীয় শিবির অনেকটাই ব্য়াক ফুটে থেকে মাঠে নামবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.