ETV Bharat / sports

অস্ট্রেলিয়া সফর : জৈব বলয়ে প্রবেশ বিরাটের - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

RCB -র তরফে একটি সূত্র জানাচ্ছেন, ‘‘ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলেই কোহলি ভারতীয় দলের জন্য তৈরি জৈব বলয়ে পর্বেশ করেন ৷ তিনি সম্ভবত এক বা দুই দিনের মধ্যেই অনুশীলনে নামবেন ৷’’

বিরাট কোহলি
বিরাট কোহলি
author img

By

Published : Nov 7, 2020, 6:43 PM IST

দুবাই, 7 নভেম্বর : আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি বায়ো বাবলে ঢুকে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ শুক্রবারই সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে 6 উইকেটে হেরে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অভিযান শেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তারপরই কোরোনা প্যানডেমিকের কারণে ভারতীয় ক্রিকেটারদের অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য তৈরি বাবলে চলে যান বিরাট ৷

RCB -র তরফে একটি সূত্র জানাচ্ছেন, ‘‘ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলেই কোহলি ভারতীয় দলের জন্য তৈরি জৈব বলয়ে প্রবেশ করেন ৷ তিনি সম্ভবত এক বা দুই দিনের মধ্যেই অনুশীলনে নামবেন ৷’’

খবর অনুযায়ী, অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত ক্রিকেটাররা তাঁদের দলের হয়ে IPL শেষ করার পরই জৈব বলয়ে প্রবেশ করেছেন ৷ এবং তাঁরা চেতশ্বর পূজারা ও হনুমা বিহারীর সঙ্গে অনুশীলন শুরু করেছেন ৷ অ্যাডিলেড ওভালে গোলাপি বলে দিন-রাতের ম্যাচ দিয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ় শুরু হবে ৷

অন্যদিকে শুক্রবার রাতে নিজেদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অভিযান শেষ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ শেষ জায়েদ স্টেডিয়ামে বিরাটের RCB -কে 6 উইকেটে হারায় সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ ম্যাচের নায়ক অবশ্যই কেন উইলিয়ামসন ৷

ম্যাচের শেষে কোহলি বলেন, ‘‘ যদি প্রথম ইনিংস নিয়ে কথা বলো, তাহলে আমরা যথেষ্ট রান স্কোর করতে পারিনি ৷ তবে দ্বিতীয় ইনিংসে আমরা বাউন্স ব্যাক করি ৷ যদি কেন উইলিয়ামসনের উইকেট নিতে পারতাম, তাহলে খেলা অন্যরকম হতে পারত ৷ প্রথম ইনিংসে আমরা ওদের বোলারদের সুযোগ করে দিয়েছিলাম ৷ তারা আমাদের উপর যথেষ্ট পেসার তৈরি করে ৷’’

তবে দলের ক্রিকেটারদের প্রশংসা শোনা গেছে কোহলির গলায় ৷ তিনি বলেন, ‘‘ কয়েকজনের ভালো মরশুম গেছে ৷ তাদের মধ্যে দেবদূত পাড়িক্কল অন্যতম ৷ মহম্মদ সিরাজ দুরন্ত কামব্যাক করেছে ৷ প্রত্যেক বারের মতো যুজবেন্দ্র ভালো বোলিং করেছে ৷ এবি ডেভিলিয়ার্সও ভালো খেলেছে ৷’’

দুবাই, 7 নভেম্বর : আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি বায়ো বাবলে ঢুকে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ শুক্রবারই সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে 6 উইকেটে হেরে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অভিযান শেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তারপরই কোরোনা প্যানডেমিকের কারণে ভারতীয় ক্রিকেটারদের অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য তৈরি বাবলে চলে যান বিরাট ৷

RCB -র তরফে একটি সূত্র জানাচ্ছেন, ‘‘ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলেই কোহলি ভারতীয় দলের জন্য তৈরি জৈব বলয়ে প্রবেশ করেন ৷ তিনি সম্ভবত এক বা দুই দিনের মধ্যেই অনুশীলনে নামবেন ৷’’

খবর অনুযায়ী, অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত ক্রিকেটাররা তাঁদের দলের হয়ে IPL শেষ করার পরই জৈব বলয়ে প্রবেশ করেছেন ৷ এবং তাঁরা চেতশ্বর পূজারা ও হনুমা বিহারীর সঙ্গে অনুশীলন শুরু করেছেন ৷ অ্যাডিলেড ওভালে গোলাপি বলে দিন-রাতের ম্যাচ দিয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ় শুরু হবে ৷

অন্যদিকে শুক্রবার রাতে নিজেদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অভিযান শেষ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ শেষ জায়েদ স্টেডিয়ামে বিরাটের RCB -কে 6 উইকেটে হারায় সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ ম্যাচের নায়ক অবশ্যই কেন উইলিয়ামসন ৷

ম্যাচের শেষে কোহলি বলেন, ‘‘ যদি প্রথম ইনিংস নিয়ে কথা বলো, তাহলে আমরা যথেষ্ট রান স্কোর করতে পারিনি ৷ তবে দ্বিতীয় ইনিংসে আমরা বাউন্স ব্যাক করি ৷ যদি কেন উইলিয়ামসনের উইকেট নিতে পারতাম, তাহলে খেলা অন্যরকম হতে পারত ৷ প্রথম ইনিংসে আমরা ওদের বোলারদের সুযোগ করে দিয়েছিলাম ৷ তারা আমাদের উপর যথেষ্ট পেসার তৈরি করে ৷’’

তবে দলের ক্রিকেটারদের প্রশংসা শোনা গেছে কোহলির গলায় ৷ তিনি বলেন, ‘‘ কয়েকজনের ভালো মরশুম গেছে ৷ তাদের মধ্যে দেবদূত পাড়িক্কল অন্যতম ৷ মহম্মদ সিরাজ দুরন্ত কামব্যাক করেছে ৷ প্রত্যেক বারের মতো যুজবেন্দ্র ভালো বোলিং করেছে ৷ এবি ডেভিলিয়ার্সও ভালো খেলেছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.