ETV Bharat / sports

ফিঞ্চ ও স্মিথের জোড়া শতরান, 375 রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

author img

By

Published : Nov 27, 2020, 1:33 PM IST

সিডনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ৷ দুরন্ত শুরু করেন দুই অজ়ি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চ ৷ দলকে শক্ত ভিতের উপর দাঁড় করান তাঁরা ৷

IND vs AUS
IND vs AUS

সিডনি, 27 নভেম্বর : প্রথম তিন ব্যাটসম্যানের দাপটে ভারতের সামনে 375 রানের টার্গেট রাখল অস্ট্রেলিয়া ৷ প্রায় 9 মাস পর ফের ক্রিকেট মাঠে নামল ভারতীয় দল ৷ কোরোনা পরবর্তী সময়ে প্রথমবার দর্শকদের সামনে খেলতে নামলেন ক্রিকেটারা ৷ সেখানেই দাপট দেখালেন অজ়ি ব্যাটসম্যানরা ৷ শক্তিশালী ভিত গড়লেন ওয়ার্নার ৷ শতরান করলেন অ্যারোন ফিঞ্চ ও স্টিভ স্মিথ ৷ ক্যামিও ইনিংস খেললেন গ্লেন ম্য়াক্সওয়েল ৷

সিডনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ৷ দুরন্ত শুরু করেন দুই অজ়ি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চ ৷ দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন তাঁরা ৷ ওয়ার্নার 76 বলে 69 রান করে ফিরলেও শতরান করেই মাঠ ছাড়েন ফিঞ্চ ৷ 124 বলে করলেন 114 রান ৷ ওয়ার্নার আউট হওয়ার পর দ্রুত গতিতে রান তুলতে থাকেন ফিঞ্চ ও স্টিভ স্মিথ ৷ অজ়ি অধিনায়কের পর শতরান করেন স্টিভ স্মিথও ৷ 66 বলে করেন 105 রান ৷

ফিঞ্চ আউট হওয়ার পর রানের গতি আরও বাড়াতে থাকে অস্ট্রেলিয়া ৷ সৌজন্যে গ্লেন ম্যাক্সওয়েল ৷ মাত্র 19 বলে করেন 45 রান ৷

আজ ভারতীয় ক্রিকেটাররা মাঠে নেমেছিল 1992 সালের রেট্রো জার্সি পরে ৷ তবে বোলারদের জন্য সুখময় হল না সেই জার্সি ৷ একমাত্র মহম্মদ শামি বোলারদের মধ্যে সফল ৷ নিলেন 3টি উইকেট ৷ ওয়ার্নার, স্মিথ ও ম্যাক্সওয়েলকে ফেরালেন তিনি ৷ একটি করে উইকেট নিলেন বুমরা, সাইনি ও চহাল ৷

সিডনি, 27 নভেম্বর : প্রথম তিন ব্যাটসম্যানের দাপটে ভারতের সামনে 375 রানের টার্গেট রাখল অস্ট্রেলিয়া ৷ প্রায় 9 মাস পর ফের ক্রিকেট মাঠে নামল ভারতীয় দল ৷ কোরোনা পরবর্তী সময়ে প্রথমবার দর্শকদের সামনে খেলতে নামলেন ক্রিকেটারা ৷ সেখানেই দাপট দেখালেন অজ়ি ব্যাটসম্যানরা ৷ শক্তিশালী ভিত গড়লেন ওয়ার্নার ৷ শতরান করলেন অ্যারোন ফিঞ্চ ও স্টিভ স্মিথ ৷ ক্যামিও ইনিংস খেললেন গ্লেন ম্য়াক্সওয়েল ৷

সিডনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ৷ দুরন্ত শুরু করেন দুই অজ়ি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চ ৷ দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন তাঁরা ৷ ওয়ার্নার 76 বলে 69 রান করে ফিরলেও শতরান করেই মাঠ ছাড়েন ফিঞ্চ ৷ 124 বলে করলেন 114 রান ৷ ওয়ার্নার আউট হওয়ার পর দ্রুত গতিতে রান তুলতে থাকেন ফিঞ্চ ও স্টিভ স্মিথ ৷ অজ়ি অধিনায়কের পর শতরান করেন স্টিভ স্মিথও ৷ 66 বলে করেন 105 রান ৷

ফিঞ্চ আউট হওয়ার পর রানের গতি আরও বাড়াতে থাকে অস্ট্রেলিয়া ৷ সৌজন্যে গ্লেন ম্যাক্সওয়েল ৷ মাত্র 19 বলে করেন 45 রান ৷

আজ ভারতীয় ক্রিকেটাররা মাঠে নেমেছিল 1992 সালের রেট্রো জার্সি পরে ৷ তবে বোলারদের জন্য সুখময় হল না সেই জার্সি ৷ একমাত্র মহম্মদ শামি বোলারদের মধ্যে সফল ৷ নিলেন 3টি উইকেট ৷ ওয়ার্নার, স্মিথ ও ম্যাক্সওয়েলকে ফেরালেন তিনি ৷ একটি করে উইকেট নিলেন বুমরা, সাইনি ও চহাল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.