ETV Bharat / sports

ভারত-অস্ট্রেলিয়া শেষ টি-20 ম্যাচে দেখা যেতে পারে দর্শকে ভরতি CSG

কোরোনা পরবর্তী সময়ে প্রথমবার দর্শকরা মাঠে প্রবেশ করে খেলা দেখেছেন ৷ যদিও ওয়ানডে সিরিজ়ে মাত্র 50 শতাংশ দর্শকই মাঠে প্রবেশ করতে পেরেছিল ৷ এবার টি-20 সিরিজ় ৷ আর সিডনিতে শেষ ম্যাচে দেখা যেতে ভরা স্টেডিয়াম ৷

সিডনি ক্রিকেট গ্রাউন্ড
সিডনি ক্রিকেট গ্রাউন্ড
author img

By

Published : Dec 3, 2020, 1:20 PM IST

সিডনি, 3 ডিসেম্বর : শেষ হয়েছে ওয়ানডে সিরিজ় ৷ ভারতকে 2-1 ব্যবধানে হারিয়ে সিরিজ় ঘরে তুলেছে অস্ট্রেলিয়া ৷ এবার টি-20 সিরিজ়ের পালা ৷ শুক্রবার ক্যানবেরার মানুকা ওভালে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-20 সিরিজ় ৷ শেষ দুটি ম্যাচ হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷

কোরোনা পরবর্তী সময়ে প্রথমবার দর্শকরা মাঠে প্রবেশ করে খেলা দেখেছেন ৷ যদিও ওয়ানডে সিরিজ়ে মাত্র 50 শতাংশ দর্শকই মাঠে প্রবেশ করতে পেরেছিল ৷ এবার টি-20 সিরিজ় ৷ আর সিডনিতে শেষ ম্যাচে দেখা যেতে ভরা স্টেডিয়াম ৷ আপাতত সম্ভাবনা এটাই ৷ সম্ভবত 7 ডিসেম্বর থেকে স্টেডিয়ামে দর্শক প্রবেশের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে নিউ সাউথ ওয়েলস প্রশাসন ৷

এক সংবাদসংস্থার খবর অনুযায়ী এনএসডব্লিউ-র প্রিমিয়ার গ্ল্যাডেস বেরাজিক্লিয়েন জানান, আউটডোর স্টেডিয়ামগুলি সোমবার থেকে 100 শতাংশ দর্শক নিয়ে খেলা পরিচালনা করতে পারবে ৷ তিনি বলেন, ‘‘যেটা আমরা অর্জন করতে চাইছি তা হল স্বাস্থ্য পরিষেবায় সামঞ্জস্য ৷ যাতে সাধারণ মানুষ নির্দ্বিধায় ঘুরতে ও ব্যাবসা বাণিজ্য করার স্বাধীনতা পায় ৷ একই সঙ্গে আমরা কোরোনা পরিস্থিতিতে নিরাপদে থাকার জন্য বেসিক নিরাপত্তা ব্যবস্থাগুলি মেনে চলব ৷’’

তিন সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে কোনও কোরোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি ৷ প্রিমিয়ারের এই ঘোষণার পর বলা যায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হতে চলা তৃতীয় টি-20-তে ভরা স্টেডিয়ামে খেলা হতে পারে ৷

ক্যানবেরার মানুকা ওভালে টি-20 সিরিজ়ের প্রথম ম্যাচ 4 ডিসেম্বর ৷ এর পর দুটি ম্যাচ হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷

সিডনি, 3 ডিসেম্বর : শেষ হয়েছে ওয়ানডে সিরিজ় ৷ ভারতকে 2-1 ব্যবধানে হারিয়ে সিরিজ় ঘরে তুলেছে অস্ট্রেলিয়া ৷ এবার টি-20 সিরিজ়ের পালা ৷ শুক্রবার ক্যানবেরার মানুকা ওভালে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-20 সিরিজ় ৷ শেষ দুটি ম্যাচ হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷

কোরোনা পরবর্তী সময়ে প্রথমবার দর্শকরা মাঠে প্রবেশ করে খেলা দেখেছেন ৷ যদিও ওয়ানডে সিরিজ়ে মাত্র 50 শতাংশ দর্শকই মাঠে প্রবেশ করতে পেরেছিল ৷ এবার টি-20 সিরিজ় ৷ আর সিডনিতে শেষ ম্যাচে দেখা যেতে ভরা স্টেডিয়াম ৷ আপাতত সম্ভাবনা এটাই ৷ সম্ভবত 7 ডিসেম্বর থেকে স্টেডিয়ামে দর্শক প্রবেশের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে নিউ সাউথ ওয়েলস প্রশাসন ৷

এক সংবাদসংস্থার খবর অনুযায়ী এনএসডব্লিউ-র প্রিমিয়ার গ্ল্যাডেস বেরাজিক্লিয়েন জানান, আউটডোর স্টেডিয়ামগুলি সোমবার থেকে 100 শতাংশ দর্শক নিয়ে খেলা পরিচালনা করতে পারবে ৷ তিনি বলেন, ‘‘যেটা আমরা অর্জন করতে চাইছি তা হল স্বাস্থ্য পরিষেবায় সামঞ্জস্য ৷ যাতে সাধারণ মানুষ নির্দ্বিধায় ঘুরতে ও ব্যাবসা বাণিজ্য করার স্বাধীনতা পায় ৷ একই সঙ্গে আমরা কোরোনা পরিস্থিতিতে নিরাপদে থাকার জন্য বেসিক নিরাপত্তা ব্যবস্থাগুলি মেনে চলব ৷’’

তিন সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে কোনও কোরোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি ৷ প্রিমিয়ারের এই ঘোষণার পর বলা যায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হতে চলা তৃতীয় টি-20-তে ভরা স্টেডিয়ামে খেলা হতে পারে ৷

ক্যানবেরার মানুকা ওভালে টি-20 সিরিজ়ের প্রথম ম্যাচ 4 ডিসেম্বর ৷ এর পর দুটি ম্যাচ হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.