ব্রিসবেন, 15 জানুয়ারি : লাবুশেনের সেঞ্চুরি । জোড়া উইকেট নটরাজনের । ব্রিসবেন টেস্টের প্রথম দিনে কখনও প্রাধান্য অস্ট্রেলিয়ার । তো কখনও এগিয়ে ভারত ।
আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন । শুরুতে দুই উইকেট হারায় অজ়িরা । প্রথম ওভারে ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে অজ়ি শিবিরে প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ । চলতি বর্ডার গাভাসকর সিরিজ়ে অস্ট্রেলিয়ার ওপেনিং পার্টনারশিপের গড় মাত্র 18 । অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি পঞ্চম নিকৃষ্টতম ওপেনিং পার্টনারশিপ । চলতি সিরিজ়ে অজ়ি ওপেনাররা 50 রানের পার্টনারশিপ করতে পেরেছেন মাত্র একবার ।
প্রথম উইকেট হারানোর পর মার্কাস হ্যারিস ও মার্নাস লাবুশেন কিছুটা রক্ষণাত্মক খেলছিলেন । সেই সুযোগেই চাপ বাড়ায় ভারত । মার্কাস হ্যারিসকে ফিরিয়ে দ্বিতীয় ধাক্কা দেন শার্দূল ঠাকুর । এরপর দলের হাল ধরেন লাবুশানে ও স্টিভ স্মিথ । কিন্তু, অস্ট্রেলিয়ার 87 রানের মাথায় স্মিথকে আউট করেন ওয়াশিংটন সুন্দর । স্মিথ করেন 36 রান ।
শুরুর ধাক্কা কাটিয়ে ছন্দে ফেরে অস্ট্রেলিয়া । চতুর্থ উইকেটে ম্যাথু ওয়েডকে সঙ্গী করে দলকে টেনে নিয়ে যান লাবুশেন । তবে অস্ট্রেলিয়ার 200 রানের মাথায় টি নটরাজনের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান ওয়েড । আবার সেঞ্চুরির পর নটরাজনের বলে আউট হন লাবুশেনও।
এদিকে, ভারতীয় শিবিরে নতুন দুশ্চিন্তা নভদীপ সাইনিকে ঘিরে। কুঁচকির যন্ত্রণায় নিজের অষ্টম ওভার করার সময় মাঠ ছেড়েছেন তিনি । ফলে এই ম্যাচে তিনি আর বল করতে পারবেন কি না, তা নিয়ে চিন্তায় পড়েছে ভারতীয় শিবির ।
সিডনি টেস্টে চোট পাওয়া চার ক্রিকেটারকে বাইরে রেখে দল সাজাতে হয়েছে টিম ইন্ডিয়াকে । হনুমা বিহারীর পরিবর্তে দলে এসেছেন ময়ঙ্ক আগরওয়াল । এদিকে রবীন্দ্র জাদেজার বদলে দলে জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর । ভারতীয় পেস অ্যাটাকের অন্যতম স্তম্ভ জসপ্রীত বুমরার পরিবর্তে দলে এসেছেন শার্দূল ঠাকুর । এদিকে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে টি নটরাজনকে । ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজন দুজনেরই টেস্ট অভিষেক হল ।
চার ম্যাচের সিরিজ়ে 1-1 এ সমতায় রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া । সিডনিতে ম্যাচ বাঁচিয়ে ব্রিসবেনে মনোবল বাড়িয়ে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া । প্রথম টেস্টের ব্যর্থতা সরিয়ে ঘুরে দাঁড়ানো ভারতের সামনে এখন সিরিজ় জয়ের হাতছানি ।