সিডনি, 7 জানুয়ারি: সিডনি টেস্টের প্রথম দিনে ভালো শুরু করল অস্ট্রেলিয়া । আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক । দিনের শেষে 2 উইকেট হারিয়ে তাদের সংগ্রহ 166 রান।
এর আগে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে । ফলে এই ম্যাচ জিততে মরিয়া দুই দলই । যদিও দুই দলের সেই লড়াইয়ে জল ঢেলে দিয়েছিল বৃষ্টি। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও বৃষ্টির জন্য তা বন্ধ হয়ে যায়।
চোটের জন্য অস্ট্রেলিয়ার হয়ে প্রথম দুটি টেস্টে খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। সিডনিতে তৃতীয় টেস্টে তাঁর খেলা নিয়েও সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রথম একাদশে জায়গা পেয়েছেন। যদিও ব্যাটিংয়ে দাগ কাটতে পারেননি তিনি। মাত্র 5 রানে তিনি আউট হয়ে যান মহম্মদ সিরাজের বলে। প্রথম স্লিপে তাঁর ক্যাচ ধরেন চেতেশ্বর পুজারা।
বৃষ্টিতে যখন খেলা বন্ধ হয়ে যায় তখন অস্ট্রেলিয়ার স্কোর ছিল এক উইকেটে 21 । বৃষ্টির জন্য ঘণ্টা চারেক খেলা বন্ধ ছিল। বৃষ্টির জন্য এদিন পুরো সময়ের খেলাও সম্ভব নয়। এদিন 57 ওভার খেলা হওয়ার কথা ছিল। হয়েছে 55 ওভার ।
আরও পড়ুন: খেলা দেখার সময় মাস্ক পরা বাধ্যতামূলক, জানাল প্রশাসন
অস্ট্রেলিয়ার হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে উইল পুকোভস্কির। প্রথম ম্যাচেই 62 রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি। তাঁকে আউট করেন নভদীপ সাইনি। এটা তাঁরও অভিষেক ম্যাচ ।
এই ম্যাচেও ভালো খেলেন অজ়ি ব্যাটসম্যান মারনাস লাবুশানে। প্রথম দিনের শেষে তাঁর স্কোর 67। তাঁর সঙ্গে ক্রিজ়ে রয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি আপাতত 31 রানে ব্যাট করছেন ।