মেলবোর্ন, 1 জানুয়ারি : কোয়ারানটিন কাটিয়ে সদ্য দলে যোগ দিয়েছেন ৷ এবার পেলেন নতুন দায়িত্ব ৷ অস্ট্রেলিয়া সফরের বর্ডার গাভাসকর ট্রফির শেষ দুটি ম্যাচে সহ অধিনায়কের দায়িত্ব পেলেন রোহিত শর্মা ৷ ভারতের ওয়ানডে ও টি-20 দলের সহ অধিনায়কের দায়িত্ব সামলেছেন রোহিত ৷
বুধবারই দলের সঙ্গে যোগ দেন হিটম্যান ৷ চেতশ্বর পূজারার উপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত ভারতীয় দলের থিঙ্কট্যাঙ্কের ৷ নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে অজিঙ্কা রাহানেই দলের অধিনায়কত্বের ভূমিকা পালন করবেন ৷
সিরিজ়ের প্রথম টেস্টে অ্যাডিলেডে লজ্জার হারের সম্মুখীন হয় ভারতীয় দল ৷ দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস ৷ কিন্তু ঐতিহ্যশালী বক্সিং ডে টেস্টে রাহানের নেতৃত্বে বাউন্স ব্যাক করে টিম ইন্ডিয়া ৷
-
NEWS: T Natarajan to replace Umesh Yadav in India’s Test squad. #TeamIndia #AUSvIND
— BCCI (@BCCI) January 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details 👉 https://t.co/JeZLOQaER3 pic.twitter.com/G9oXK5MQUE
">NEWS: T Natarajan to replace Umesh Yadav in India’s Test squad. #TeamIndia #AUSvIND
— BCCI (@BCCI) January 1, 2021
Details 👉 https://t.co/JeZLOQaER3 pic.twitter.com/G9oXK5MQUENEWS: T Natarajan to replace Umesh Yadav in India’s Test squad. #TeamIndia #AUSvIND
— BCCI (@BCCI) January 1, 2021
Details 👉 https://t.co/JeZLOQaER3 pic.twitter.com/G9oXK5MQUE
ভারতের ওপেনার রোহিত শর্মা বুধবার সিডনি থেকে মেলবোর্নে দলের সঙ্গে যোগ দেন ৷ রোহিতের দলে যোগ দেওয়াতে উচ্ছসিত অধিনায়ক অজিঙ্কা রাহানেও ৷ তবে রোহিতের যোগ দেওয়াতে দলের শক্তি যে বাড়বে তা বলাই যায় ৷ তৃতীয় টেস্টের জন্য ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন সহ অধিনায়ক ৷
আরও পড়ুন :- ফের ধাক্কা ভারতীয় শিবিরে, দেশে ফিরছেন উমেশ
একই সঙ্গে শেষ দুটি টেস্ট ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে পেস বোলার টি নটরাজনকে ৷ মহম্মদ শামি ছিটকে যাওয়ার পর চোট পান আরেক পেসার উমেশ যাদবও ৷ তাঁর পরিবর্ত হিসেবেই দলে জায়গা করে নিলেন টি নটরাজন ৷
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘‘ সর্বভারতীয় সিনিয়র দল নির্বাচক কমিটি যাদবের পরিবর্তে টি নটরাজনকে নির্বাচিত করেছে ৷ বক্সিং ডে টেস্টের আগেই মহম্মদ শামির পরিবর্ত হিসেবে দলে যোগ দিয়েছেন শার্দুল ঠাকুর ৷ শামি ও যাদব দু’জনই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবিটেশনে যাবেন ৷’’