ETV Bharat / sports

বাঁ হাতের কব্জিতে চোট, টেস্ট সিরিজ় থেকে ছিটকে গেলেন রাহুল - কে এল রাহুল

গত শনিবার মেলবোর্নে নেটে অনুশীলনের সময় বাঁ হাতের কব্জিতে চোট পান তিনি। তাঁর চোট পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, রাহুলের সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে ।

Kl_rahul_ruled_out_deu_to_his_rist_injuri
বর্ডার-গাভাস্কর সিরিজে নেই কে এল রাহুল
author img

By

Published : Jan 5, 2021, 10:42 AM IST

হায়দরাবাদ, 5 জানুয়ারি: টেস্ট সিরিজ় থেকে ছিটকে গেলেন কে এল রাহুল । গত শনিবার মেলবোর্নে নেটে অনুশীলনের সময় বাঁ হাতের কব্জিতে চোট পান তিনি। তাঁর চোট পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে ।

যার ফলে অস্ট্রেলিয়া সফরের বাকি দু'টি টেস্টে তিনি খেলতে পারবেন না । সফর শেষ হওয়ার আগেই তিনি দেশে ফিরে আসছেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাবিলিটেশন চলবে।

টি-20 সিরিজ়ের পর টেস্ট সিরিজ়ে একটি ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পাননি কে এল রাহুল । এর আগে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি, উমেশ যাদবরা ।এবার দেশে ফিরে আসছেন কে এল রাহুল ।

হায়দরাবাদ, 5 জানুয়ারি: টেস্ট সিরিজ় থেকে ছিটকে গেলেন কে এল রাহুল । গত শনিবার মেলবোর্নে নেটে অনুশীলনের সময় বাঁ হাতের কব্জিতে চোট পান তিনি। তাঁর চোট পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে ।

যার ফলে অস্ট্রেলিয়া সফরের বাকি দু'টি টেস্টে তিনি খেলতে পারবেন না । সফর শেষ হওয়ার আগেই তিনি দেশে ফিরে আসছেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাবিলিটেশন চলবে।

টি-20 সিরিজ়ের পর টেস্ট সিরিজ়ে একটি ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পাননি কে এল রাহুল । এর আগে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি, উমেশ যাদবরা ।এবার দেশে ফিরে আসছেন কে এল রাহুল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.