ETV Bharat / sports

বাঁ হাতের কব্জিতে চোট, টেস্ট সিরিজ় থেকে ছিটকে গেলেন রাহুল

গত শনিবার মেলবোর্নে নেটে অনুশীলনের সময় বাঁ হাতের কব্জিতে চোট পান তিনি। তাঁর চোট পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, রাহুলের সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে ।

Kl_rahul_ruled_out_deu_to_his_rist_injuri
বর্ডার-গাভাস্কর সিরিজে নেই কে এল রাহুল
author img

By

Published : Jan 5, 2021, 10:42 AM IST

হায়দরাবাদ, 5 জানুয়ারি: টেস্ট সিরিজ় থেকে ছিটকে গেলেন কে এল রাহুল । গত শনিবার মেলবোর্নে নেটে অনুশীলনের সময় বাঁ হাতের কব্জিতে চোট পান তিনি। তাঁর চোট পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে ।

যার ফলে অস্ট্রেলিয়া সফরের বাকি দু'টি টেস্টে তিনি খেলতে পারবেন না । সফর শেষ হওয়ার আগেই তিনি দেশে ফিরে আসছেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাবিলিটেশন চলবে।

টি-20 সিরিজ়ের পর টেস্ট সিরিজ়ে একটি ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পাননি কে এল রাহুল । এর আগে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি, উমেশ যাদবরা ।এবার দেশে ফিরে আসছেন কে এল রাহুল ।

হায়দরাবাদ, 5 জানুয়ারি: টেস্ট সিরিজ় থেকে ছিটকে গেলেন কে এল রাহুল । গত শনিবার মেলবোর্নে নেটে অনুশীলনের সময় বাঁ হাতের কব্জিতে চোট পান তিনি। তাঁর চোট পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে ।

যার ফলে অস্ট্রেলিয়া সফরের বাকি দু'টি টেস্টে তিনি খেলতে পারবেন না । সফর শেষ হওয়ার আগেই তিনি দেশে ফিরে আসছেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাবিলিটেশন চলবে।

টি-20 সিরিজ়ের পর টেস্ট সিরিজ়ে একটি ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পাননি কে এল রাহুল । এর আগে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি, উমেশ যাদবরা ।এবার দেশে ফিরে আসছেন কে এল রাহুল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.