ETV Bharat / sports

ভারত-অস্ট্রেলিয়া ODI ও টি-20 সিরিজ়ের ভেনু চূড়ান্ত, জানাল CA - নিউ সাউথ ওয়েলস

অধিকাংশ অস্ট্রেলীয় খেলোয়াড়ও IPL ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে আরব আমিরশাহিতে রয়েছে ৷ এ দিন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে নিউ সাউথ ওয়েলস স্টেট গভর্নমেন্টের চুক্তি অনুযায়ী, দুই দলের খেলোয়াড়রা সরাসরি দুবাই থেকে অস্ট্রেলিয়া রওনা দেবে ৷

aus-vs-ind-cricket-australia-confirms-venues-for-odi-and-t20-series
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ভেনু চূড়ান্ত, জানালো CA
author img

By

Published : Oct 22, 2020, 5:18 PM IST

মেলবোর্ন, 22 অক্টোবর : নভেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্য়ে সিরিজ় ৷ তার আগে বৃহস্পতিবার ODI ও টি-20 সিরিজ়ের সিরিজ়ের ভেনু ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সিডনি ও ক্য়ানবেরা এই দুই মাঠে সব ম্য়াচ আয়োজন করা হয়েছে ৷ অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের ম্যাচ দিয়ে সিরিজ় শুরু হবে ৷

এই মুহূর্তে ভারতীয় দলের সব খেলোয়াড়ই IPL খেলতে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছে ৷ এমনকী অধিকাংশ অস্ট্রেলীয় খেলোয়াড়ও সেখানেই IPL ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে সেদেশে রয়েছে ৷ এ দিন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে নিউ সাউথ ওয়েলস স্টেট গভর্নমেন্টের চুক্তি অনুযায়ী, দুই দলের খেলোয়াড়রা সরাসরি দুবাই থেকে অস্ট্রেলিয়া রওনা দেবে ৷ সেখানে সিডনিতে কোয়ারেনটাইনে থাকবে হবে তাঁদের ৷ হোটেলের কাছেই দুই দলের প্র্যাকটিসের জন্য় মাঠের ব্য়বস্থা করতে বলা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে ৷ মোটামুটিভাবে সব পাকা হয়ে গেলেও, নিউ সাউথ ওয়েলস সরকারের অনুমতি পত্র BCCI-র কাছে আসা বাকি আছে ৷ সেই অনুমতি পত্রে BCCI প্রেসিডেন্টের সই হলেই সরকারিভাবে সব চূড়ান্ত হয়ে যাবে ৷ আগামী 10 নভেম্বর শেষ হচ্ছে IPL ৷ তারপরই দুই দল দুবাই থেকে সিডনি রওনা দেবে ৷

সূচি অনুযায়ী, 27 নভেম্বর ওয়ান’ডে সিরিজ় দিয়ে খেলা শুরু হবে ৷ শেষ হবে 1 ডিসেম্বর ৷ ডিসেম্বরের 4 তারিখ থেকে ক্যানবেরায় টি-20 সিরিজ় শুরু হবে ৷ এরপর 17 ডিসেম্বর থেকে পিঙ্ক বল টেস্ট দিয়ে বর্ডার-গাওস্কর টেস্ট সিরিজ় শুরু হবে ৷ অ্য়াডিলেড ওভালে এই টেস্ট খেলা হবে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে খবর ৷

মেলবোর্ন, 22 অক্টোবর : নভেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্য়ে সিরিজ় ৷ তার আগে বৃহস্পতিবার ODI ও টি-20 সিরিজ়ের সিরিজ়ের ভেনু ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সিডনি ও ক্য়ানবেরা এই দুই মাঠে সব ম্য়াচ আয়োজন করা হয়েছে ৷ অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের ম্যাচ দিয়ে সিরিজ় শুরু হবে ৷

এই মুহূর্তে ভারতীয় দলের সব খেলোয়াড়ই IPL খেলতে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছে ৷ এমনকী অধিকাংশ অস্ট্রেলীয় খেলোয়াড়ও সেখানেই IPL ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে সেদেশে রয়েছে ৷ এ দিন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে নিউ সাউথ ওয়েলস স্টেট গভর্নমেন্টের চুক্তি অনুযায়ী, দুই দলের খেলোয়াড়রা সরাসরি দুবাই থেকে অস্ট্রেলিয়া রওনা দেবে ৷ সেখানে সিডনিতে কোয়ারেনটাইনে থাকবে হবে তাঁদের ৷ হোটেলের কাছেই দুই দলের প্র্যাকটিসের জন্য় মাঠের ব্য়বস্থা করতে বলা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে ৷ মোটামুটিভাবে সব পাকা হয়ে গেলেও, নিউ সাউথ ওয়েলস সরকারের অনুমতি পত্র BCCI-র কাছে আসা বাকি আছে ৷ সেই অনুমতি পত্রে BCCI প্রেসিডেন্টের সই হলেই সরকারিভাবে সব চূড়ান্ত হয়ে যাবে ৷ আগামী 10 নভেম্বর শেষ হচ্ছে IPL ৷ তারপরই দুই দল দুবাই থেকে সিডনি রওনা দেবে ৷

সূচি অনুযায়ী, 27 নভেম্বর ওয়ান’ডে সিরিজ় দিয়ে খেলা শুরু হবে ৷ শেষ হবে 1 ডিসেম্বর ৷ ডিসেম্বরের 4 তারিখ থেকে ক্যানবেরায় টি-20 সিরিজ় শুরু হবে ৷ এরপর 17 ডিসেম্বর থেকে পিঙ্ক বল টেস্ট দিয়ে বর্ডার-গাওস্কর টেস্ট সিরিজ় শুরু হবে ৷ অ্য়াডিলেড ওভালে এই টেস্ট খেলা হবে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.