ETV Bharat / sports

দুরন্ত বুমরা, শুরুতেই দুই ওপেনার খুইয়ে চাপে অজ়িরা - গোলাপি বলের টেস্ট

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে অজ়ি ব্যাটিং লাইন আপ ।

জশপ্রীত বুমরা
জশপ্রীত বুমরা
author img

By

Published : Dec 18, 2020, 1:05 PM IST

Updated : Dec 18, 2020, 1:46 PM IST

অ্যাডিলেড, 18 ডিসেম্বর : অ্যাডিলেডের দ্বিতীয় দিন । ভারতীয় ব্যাটিংকে 244 রানের মধ্যে আটকে দেয় অজ়িরা । প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বেকায়দায় পড়তে হয় অস্ট্রেলিয়াকেও । শুরুতেই দুই উইকেট খুইয়ে বেশ কিছুটা বেসামাল অজ়ি ব্যাটিং লাইন আপ ।

আজ দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট হাতে সেভাবে কিছু করতে পারল না বিরাট অ্যান্ড কোং । গতকাল যেখানে শেষ করেছিল, তার সঙ্গে আর 11 রান তুলতে গিয়েই খোয়াতে হয় চারটি উইকেট । মাত্র 26 বল খেলে 9 রানে মাঠ ছাড়েন ঋদ্ধি । এরপর একে একে অশ্বিন, উমেশ যাদব, শামি । 244 রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস । বুমরা 4 রান করে অপরাজিত ছিলেন ।

আরও পড়ুন : দিন-রাতের টেস্টে প্রথম দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া

অন্যদিকে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ নড়বড়ে ছিল অজ়িরা । ডিনার ব্রেকের আগেই দুই ওপেনারকে ফেরত পাঠান বুমরা । প্রথমে ম্যাথু ওয়েড ও তারপর জো বার্নস । ডিনার ব্রেকের পর 27 ওভারে অশ্বিনের বলে মাঠ ছাড়েন স্মিথ । এই মূহূর্তে ক্রিজ়ে রয়েছেন মারকাস লাবুশানে । 45 বলে 27 রানে অপরাজিত রয়েছেন তিনি । তাঁর সঙ্গে রয়েছেন ট্রাভিস হেড ।

অ্যাডিলেড, 18 ডিসেম্বর : অ্যাডিলেডের দ্বিতীয় দিন । ভারতীয় ব্যাটিংকে 244 রানের মধ্যে আটকে দেয় অজ়িরা । প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বেকায়দায় পড়তে হয় অস্ট্রেলিয়াকেও । শুরুতেই দুই উইকেট খুইয়ে বেশ কিছুটা বেসামাল অজ়ি ব্যাটিং লাইন আপ ।

আজ দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট হাতে সেভাবে কিছু করতে পারল না বিরাট অ্যান্ড কোং । গতকাল যেখানে শেষ করেছিল, তার সঙ্গে আর 11 রান তুলতে গিয়েই খোয়াতে হয় চারটি উইকেট । মাত্র 26 বল খেলে 9 রানে মাঠ ছাড়েন ঋদ্ধি । এরপর একে একে অশ্বিন, উমেশ যাদব, শামি । 244 রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস । বুমরা 4 রান করে অপরাজিত ছিলেন ।

আরও পড়ুন : দিন-রাতের টেস্টে প্রথম দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া

অন্যদিকে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ নড়বড়ে ছিল অজ়িরা । ডিনার ব্রেকের আগেই দুই ওপেনারকে ফেরত পাঠান বুমরা । প্রথমে ম্যাথু ওয়েড ও তারপর জো বার্নস । ডিনার ব্রেকের পর 27 ওভারে অশ্বিনের বলে মাঠ ছাড়েন স্মিথ । এই মূহূর্তে ক্রিজ়ে রয়েছেন মারকাস লাবুশানে । 45 বলে 27 রানে অপরাজিত রয়েছেন তিনি । তাঁর সঙ্গে রয়েছেন ট্রাভিস হেড ।

Last Updated : Dec 18, 2020, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.